সাইটম্যাপ কি? এবং কেন এটি এসইও এর জন্য গুরুত্বপূর্ণ? ভিডিও টিউটোরিয়াল সহ দেখে নিন।

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন, আমিও আল্লাহ্‌র রহমতে বেশ ভাল আছি। আজকে অনপেজ এসইও এর একটি গুরুত্বপূর্ণ জিনিস সাইটম্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।

সাইটম্যাপ কি?
সাইটম্যাপ হল কোন একটি ওয়েবসাইট এর মানচিত্র। এটি search engine কে বলে সেয় এই সাইটটি কি সম্পর্কিত এবং এই সাইটের কোথায় কি আছে।
যেমন ধরুন- আপনাকে বাংলাদেশে যেতে হবে, এখন আপনার হাতে যদি বাংলাদেশের একটি মানচিত্র দেয়া হয় তাহলে আপনি সহজেই বুঝে যাবেন যে, কোথায় ঢাকা, কোথায় কুমিল্লা ইত্যাদি। ঠিক এই রকম ভাবে সাইটম্যাপ ও সার্চ ইঞ্জিন কে বলে দেয় আপনার সাইটের কোথায় কি আছে। এই জন্যই একটি সাইট এর জন্য সাইটম্যাপ তৈরি করা গুরুত্বপূর্ণ। কারন আপনার সাইটের একটি সাইটম্যাপ থাকলে আপনি সহজেই সার্চ ইঞ্জিন কে বুঝিয়ে দিতে পারবেন আপনার সাইটের কোথায় কি আছে এবং এতে করে সার্চ ইঞ্জিন অতি সহজেই আপনার সাইট সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পাবে এবং এতে করে আপনার সাইটটি বিশ্লেষণ করা খুব সহজ হবে।

কিভাবে তৈরি করবেন সাইটম্যাপঃ
সাইটম্যাপ তৈরি করা খুবই সহজ। প্রথমে এই সাইটে যাবেন।  তারপর Box এ আপনার সাইটের ঠিকানা দিবেন, তবে এখানে www ছাড়া দিবেন। এর পর Start এ ক্লিক করুন। এর পর দেখবেন আপনার সাইটের সাইটম্যাপ তৈরি হয়ে যাবে। তারপর এটি ডাউনলোড করার লিঙ্ক আসবে। সেখান থেকে ডাউনলোড করুন। এবার এই ডাউনলোড করা সাইটম্যাপ টি আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করে দিন। যারা FTP ব্যবহার করেন তারা FTP দিয়ে লগিন করে, Public_html এ গিয়ে এই সাইটম্যপটি আপলোড করবেন। এরপর গুগল ওয়েবমাস্টার টুলস এ ঢুকুন। এবং আপনার সাইটকে সিলেক্ট করুন। এরপর Submit e new sitemap এ ক্লিক করুন। এবং সবশেষে সাইটম্যাপ দেয়ার জন্য যে ঘর আসবে সেটাতে sitemap.xml এই কথাটি লিখুন। ব্যাস আপনার সাইটম্যাপ সাবমিট করা হয়ে গেল।

বুঝলেন না কি বললাম?
চিন্তার কি আছে, যদি না বুঝতে পারেন তাহলে নিচের ভিডিওটি দেখে নিন। সমস্যা শেষ।

ইউটিউব লিঙ্ক- https://www.youtube.com/watch?v=2blbHqJ7ZU4
আমাদের ইউটিউব চ্যানেল- https://youtube.com/itbari

নিজে দেখুন এবং অপরের সাথে শেয়ার করুন।

আমাদের ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে আজই আমাদের গ্রুপে যোগ দিন। এখানে ক্লিক করুন ।

ফেসবুকে শেয়ার করুন-

7 Responses

  1. আপডেট ভিডিও সহ সকল ভিডিও (140 টি) টিউটরিয়াল কি ইউটিউবে আছে? থাকলে লিংক দেন প্লিজ

  2. ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার “HTML ও CSS দিয়ে পুর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরী” টিউটোরিয়ালটি দেখে শেষ করলাম। খুব ভালো লাগল। ভাই আমি ফ্রি ওয়েবসাইট তৈরী করতে চাই-.tk দিয়ে। কিভাবে তৈরর করব বুঝতে পারছি না। আমাকে লিঙ্ক দিয়ে হেল্প করবেন প্লিজ?

  3. এস ই ও-এর এই ভিডিও টিউটোরিয়ালটি আমি কিনে কাজ শিখতেছি। এটি আমার কাছে অসম্ভব রকমের ভাল একটি টিউটোরিয়াল মনে হচ্ছে। আপনিও এটি কিনে কাজ শিখলে আশা করি সফল হবেন। আবার কথা হবে আমি সফল হওয়ার পর।

    =ধন্যবাদ সবাইকে=

  4. filezilla kivabe log in korbo vai….???
    net connection dite parcina…..
    ai related tutorialer link ta dile kritoggo thakbo…..

Leave a Reply to Muzahidul Islam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »
Need Help?