আমাদের সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি

আইটি বাড়ি হচ্ছে মূলত IT(Information Technology) বিষয়ক একটি প্রতিষ্ঠান। আমরা ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে সার্ভিস প্রোভাইড করার পাশাপাশি যারা এই সকল বিষয়ে কাজ শিখতে চায় তাদের জন্য এই ব্লগে বিভিন্ন ধরণের টিপস, ভিডিও কোর্স তৈরি করে থাকি। গত কয়েক বছরে আমরা বেশ সংখ্যক লোকাল এবং গ্লোবাল প্রোজেক্টে কাজ করেছি। আইটিতে উন্নত মানের সার্ভিস দেয়ার পাশাপাশি এই সেক্টরে যারা নতুন, যারা আসলে বুঝতে পারে না কিভাবে শুরু করতে হবে তাদেরকে সঠিক গাইডলাইন প্রোভাইড করাও আমাদের অন্যতম প্রধান মোটিভ।

আইটি বাড়ি মূলত ২০১৪ এর দিকে আব্দুল কাদের স্যার প্রতিষ্ঠা করেন। গত কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি বর্তমান মার্কেট উপযোগী মানসম্মত এবং রিয়েললাইফ বাংলা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক হওয়াতে এর যাবতীয় কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমেই পরিচালনা করা হয়।

আইটি বাড়ির কল সেন্টার এবং প্রোডাকশন সংক্রান্ত কার্যক্রম ঢাকার বাড্ডায় একটি ওয়ার্কস্টেশন থেকে পরিচালনা করা হয় যেখানে সবাই একসাথে কাজ করে। তবে এটি কোন অফিস নয়। আমাদের অফিসটি বাড্ডার, সাতারকুল রোডে অবস্থিত।

তবে ঢাকায় আমাদের দোকান রয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার কম্পিউটার মার্কেটে (৩ তলা, ৩১২ নম্বর)। আপনি চাইলে সেই দোকান থেকেও আমাদের কোর্স সম্পর্কে জানতে পারেন।

এছাড়া যদি কোন বড় প্রোজেক্ট নিয়ে কথা বলতে চান তাহলে আমাদের কল সেন্টারে কল করুন- 09604400400 (10am-10pm)

জি, আমরা ট্রেড লাইসেন্সের মাধ্যমে ট্যাক্স প্রোভাইড করার মাধ্যমেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের ট্রেড লাইসেন্স নম্বর- 111193

আইটি বাড়ির প্রধান মোটিভ হচ্ছে- লাল সবুজের এই বাংলাদেশ হোক বেকারমুক্ত এবং কম্পিউটার স্বাক্ষর। আর এতে ডিজিটাল সেক্টর এক অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমাদের বিশ্বাস। আর এ জন্যই আমরা পুরো টিম কাজ করে যাচ্ছি এমন কিছু মানসম্মত ট্রেনিং ভিডিও তৈরি করতে যেগুলো দেখে সত্যিকার অর্থেই কাজ শিখে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এবং গত কয়েক বছরে আলহামদুলিল্লাহ আমরা সেটাতে অনেকাংশেই সফলতা অর্জন করতে পেরেছি। আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এই লাল সবুজের কম্পিউটার স্বাক্ষর ডিজিটাল বাংলাদেশ তৈরি হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ্‌।

আমাদের শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপর কোর্স রয়েছে। এর প্রধান কারন হচ্ছে- আমরা নিজেরা যে কাজগুলো করি এবং যে কাজে আমাদের নিজেদের অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র সেই কাজ গুলোর উপরেই আমরা টিউটোরিয়াল কোর্স তৈরি করে থাকি। এর জন্য আমরা গণহারে সকল বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করি না। কারন, টিউটোরিয়াল বিক্রি করে শুধু ব্যবসা নয়, বরং আপনি যে টাকা খরচ করে আমাদের কোর্সগুলো কিনবেন তার বিনিময়ে আমরা যেন আপনাকে খুব ভাল কিছু রিটার্ন করতে পারি যেটা আপনার সত্যিকার অর্থেই কাজে আসবে এটাই আমাদের কোর্স তৈরির প্রধান লক্ষণীয় বিষয় হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, আমাদের কি কি কোর্স রয়েছে তার বিস্তারিত তালিকা এই লিঙ্কে পাবেন- https://itbari.com/all-bangla-tutorial/

আসলে এই প্রশ্নের উত্তর আমরা সরাসরি না দিয়ে আপনার উপরেই ছেড়ে দিতে চাই। প্রতিটা কোর্স থেকেই প্রথম ২০ টি ভিডিও আমরা ফ্রীতে দিয়ে থাকি যাতে করে ডিভিডি কেনার আগেই আপনি সেটা দেখে নিশ্চিত হয়ে নিতে পারেন যে কোর্স দেখে সত্যিই শিখতে পারবেন কিনা। এতে করে আপনার এবং আমাদের উভয়ের মাঝেই কোর্স এর কোয়ালিটি নিয়ে কোন সংকোচ থাকে না।

এরপরেও যদি বলেন আমাদের টিউটোরিয়াল সম্পর্কে, আমরা বলতে পারি- এটা রকমারি.কম বেস্টসেলার কোর্স, প্রচুর পজিটিভ রেটিং এবং রিভিউ, ফেসবুক ফ্যান পেইজে এই মুহূর্তে ২.৫০ লক্ষ+ ফ্যান, ইউটিউবে দেয়া অল্প কিছু ডেমো ভিডিওগুলোর ১.৬ মিলিয়নের বেশি ভিউ, ফেসবুক গ্রুপে ৭৫ হাজারের বেশি মেম্বারের ভালবাসাই প্রমাণ করে আমাদের কোয়ালিটি 🙂

আমাদের কোর্স গুলোর কোয়ালিটি যাচাইকরণমূলক ডেমো ভিডিও এখানে পাবেন

প্রথমে অনলাইনে অর্ডার করতে হবে এই লিঙ্ক থেকেঃ- https://itbari.com/order-dvd/

– অর্ডার করার পর আপনাকে ফোন করে কনফার্ম করে এটি পাঠানো হবে, আপনার ঠিকানার উপর নির্ভর করবে আপনি হোম ডেলিভারি পাবেন কিনা, সেটা ফোনেই কনফার্ম করা হবে এবং আপনার কাছে ডিভিডি গুলো যথাসম্ভব দ্রুত পৌঁছানো হবে।

 [/toggle]

[toggle title=” প্রশ্নঃ ডিভিডি তে যান্ত্রিক সমস্যা থাকলে কি করবো? ” state=”close”]

ডিভিডি তে সাধারণত খুব একটা সমস্যা বের হয় না, কিন্তু তবুও ইলেকট্রিক প্রোডাক্ট হিসেবে সব সময় ১০০% গ্যারান্টি দেয়া সম্ভব হয় না। তবে যদি আপনার কেনা ডিভিডি তে কোন যান্ত্রিক সমস্যা বের হয় তখন অতি দ্রুত আমাদেরকে ইনফর্ম করতে হবে। আমরা আপনাকে আপনার নষ্ট ডিভিডি অতিসত্তর কোন প্রকার অতিরিক্ত চার্জ ব্যতীত চেঞ্জ করে দেয়ার ব্যবস্থা করবো। [/toggle]

[toggle title=” প্রশ্নঃ যদি শিখতে কোথাও সমস্যা হয়, বুঝতে না পারি?? ” state=”close”]

আইটি বাড়ি সব সময়ই শিক্ষার্থীদের হেল্প করতে পছন্দ করে। আপনার যে কোন সমস্যায় ডিভিডি এর সাথে দেয়া আলাদা গ্রুপে শেয়ার করবেন এবং চেস্টা করবেন গ্রুপ মেম্বারদের সাথে আলোচনার মাধ্যমে সলভ করে নিতে। যদি এতেও না হয়, তখন সরাসরি অ্যাডমিনকে ইমেইল পাঠানোর মাধ্যমে হেল্প নেয়ারও ব্যবস্থা থাকবে।

এই ছিল সাধারণত আইটি বাড়িকে নিয়ে করা কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলো সব সময় আপডেট করা হয়, যদি এরপরেও আমাদের নিয়ে আপনার মনে কোন প্রশ্ন জেগে থাকে তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করে আমাদের জানান।

সোশ্যাল মিডিয়ায় আমাদের গ্রুপ- ফেসবুক গ্রুপ, ফেসবুক পেইজ

ট্রেড লাইসেন্স নম্বর- 111193

অফিসঃ ৫ম তলা, ৩২৮, সাতারকুল রোড, বাড্ডা, ঢাকা-১২১২

Need Help?