Description
Digital Marketing ইন্ডাস্ট্রির একটি বড় অংশ হচ্ছে SEO বা Search Engine Optimization. একটি ওয়েবসাইটকে গুগল, বিং ইত্যাদি যে কোন সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর বিশেষ অপ্টিমাইজেশন প্রক্রিয়াকে SEO বলে।
Google সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইট ফ্রীতে প্রোমোট করার টেকনিক হচ্ছে SEO
SEO বাংলা ভিডিও কোর্স:
কেন এই কোর্সটি হতে পারে আপনার লাইফ চেঞ্জিং সল্যুশন?
- সবগুলো ভিডিও বাংলা ভাষায়
- SEO এর শুরু থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত বিস্তারিত ভিডিও লেসন
- থিওরি এবং প্র্যাক্টিক্যাল লেকচার
- একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
- এসইও শেখা হয়ে গেলে অনলাইনে কিভাবে আয় করবেন এবং কোথা থেকে শুরু করবেন তার উপর গাইডলাইন
- এসইও সম্পর্কে একেবারেই শূন্য লেভেল থেকে শুরু করা হয়েছে যাতে যে কেউ এটি দেখে কাজ করতে পারে
- মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব।
- আইটি বাড়ি মানেই সেরা কোয়ালিটি গ্যারান্টিড, কারন আমরা শুধু ডিভিডি বিক্রি করেই উধাও হয়ে যাই না, আমরা আপনাদের সাথে যুক্ত থাকি
- যে কোন সমস্যায় স্পেশাল ইমেইল এবং ফেসবুকের মাধ্যমে হেল্প এর ব্যবস্থা
- সাথে থাকছে ফেসবুক সিক্রেট (ক্লোজড) গ্রুপের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টদের সাথে নেটওয়ার্কিং সুবিধা
এই কোর্সটি শেখার পরে আপনি কিভাবে আয় করতে পারবেন?
SEO হচ্ছে এমন একটি সেক্টর যা অনলাইনের প্রায় সকল সেক্টরের সাথেই কোন না কোন ভাবে কানেক্টেড। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর অংশ হওয়ার জন্য আপনি যে কাজই করেন না কেন এসইও সম্পর্কে জানা থাকাটা অত্যন্ত জরুরি। এজন্য এসইও আপনাকে জানতেই হবে।
যেহেতু এটি মার্কেটিং এর অংশ তাই এই কোর্সটি করার মাধ্যমে হাজারো রকম উপায় আয় করা সম্ভব। তবে নিচে কিছু কমন উপায় দেয়া হলঃ
- Amazon Affiliate Marketing এর মাধ্যমে আয় করা সম্ভব, এক্ষেত্রে অ্যামাজনের নিয়মকানুন জানা থাকলেই হবে
- যে কোন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে হেল্প করবে
- নিজের ওয়েবসাইটে/ব্লগে এসইও করে ট্রাফিক নিয়ে এসে আয় করা যাবে
- অনলাইন অ্যাড রেভিনিউ এর ইনকাম বাড়ানো যাবে- যেহেতু SEO এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা যায়
- এই ডিভিডি তে দেখানো মেথুড গুলো ইউটিউব ভিডিওতে অ্যাপ্লাই করে ইউটিউব ভিডিও র্যাংক করানো সম্ভব এবং এর মাধ্যমে ইউটিউব থেকে আয় করা সম্ভব
- ক্লাইন্টের কাজ করা তথা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলো যেমন- আপওয়ার্ক, ফ্রীল্যান্সার, ফাইভার ইত্যাদিতে কাজ করা যাবে
- ই-কমার্স সাইটে SEO অ্যাপ্লাই করে সেলস বাড়ানো সম্ভব
- লোকাল কোন কোম্পানীতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার হিসেবে চাকরী করা যাবে
প্রোফেশনাল এই কোর্সে আপনার জন্য যা যা থাকছেঃ
এবারের আমাদের পুরো কোর্সকে সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। ইন্টারন্যাশনাল মানের কোর্স এর মত করে পার্ট বাই পার্ট মডিউল আকারে সাজানো হয়েছে পুরো কোর্স।
মডিউল ১ঃ বেসিক আলোচনা
এই মডিউলে আলোচনা করা হয়েছে SEO এর বেসিক বেশ কিছু পার্ট নিয়ে।
এখানে যে বিষয়ের উপরে ভিডিও থাকছে তা হলঃ
- এসইও কি, এর গুরুত্ব?
- CIS Model
- Search Engine Result Page- SERP
- Common Words in SEO
- Search Engine Ranking Factors
- The Complete SEO Guide- (কিভাবে SEO প্রোজেক্ট হয়)
- এই কোর্স শেষে কিভাবে মানি আর্ন করবেন
মডিউল ২ঃ কিওয়ার্ড রিসার্চ – Keyword Research
এই মডিউলে প্র্যাক্টিক্যালি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে দেখানো হয়েছে। সাধারণত কিওয়ার্ড এর বিভিন্ন প্রকারভেদ থাকে যেমন- ইনফরমেটিভ কিওয়ার্ড, Buying Intent কিওয়ার্ড এছাড়াও ইন্ডাস্ট্রি ভেদে কি ওয়ার্ড রিসার্চে সামানে এদিক সেদিক চেঞ্জ আনা প্রয়োজন হয়।
আর তাই, এখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এমন ভাবে কি ওয়ার্ড দেখানো যাতে করে আপনি যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন, সেখানেই যেন সফলতার সাথে কি ওয়ার্ড রিসার্চ করতে পারেন।
এই মডিউলে যা যা থাকছেঃ
- Keyword Research Outline
- নিশ-Niche টপিক খুজে বের করা
- কি ওয়ার্ড এর ধরন
- লং টেইল কি ওয়ার্ড আইডিয়া
- ইনফরমেটিভ কিওয়ার্ড আইডিয়া
- Practical Keyword Research- ফ্রী মেথড
- Practical Keyword Research- পেইড মেথড
- কি ওয়ার্ড রিসার্চ ম্যাজিক!- মাত্র ৫ মিনিটের মধ্যেই বেস্ট কি ওয়ার্ড খুজে বের করা, লাইভ
- Keyword Golden Ratio- KGR কি ওয়ার্ড খুজে বের করার পদ্ধতি
মডিউল ৩ঃ কন্টেন্ট রাইটিং
কি ওয়ার্ড রিসার্চ করার পরে এসইও এর বড় একটি কাজ হচ্ছে সেই কিওয়ার্ড থেকে প্রাপ্ত কিওয়ার্ড ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট বলতে ইমেজ, টেক্সট, ভিডিও ইত্যাদি হলেও এই ইন্ডাস্ট্রিতে আর্টিকেল রাইটিং এর জুড়ি নেই। আর তাই এই আপডেটে যুক্ত করা হয়েছে আর্টিকেল রাইটিং নিয়ে বিশেষ গাইডলাইন
এই মডিউলের বিষয়বস্তু সমূহঃ
- একটি কন্টেন্ট কখন গ্রেট হয়?
- যেভাবে আর্টিকেল লিখতে হয়
- ফ্রী VS পেইড রাইটিং
মডিউল ৪ঃ ওয়েবসাইট রিলেটেড টেকনিক্যাল সেকশন
এসইও করতে গেলে ওয়েবসাইট নিয়ন্ত্রন রিলেটেড কিছু টেকনিক্যাল কাজ জানা থাকা জরুরী। এই মডিউলে এমন কিছু কাজ দেখানো হয়েছে।
- কিভাবে একটি Website কাজ করে
- Domain Hosting রেজিস্ট্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ
- ডোমেইন সিলেকশন টিপস
- ওয়ার্ডপ্রেস ইন্সটল করা, ড্যাশবোর্ড সম্পর্কে জানা
- কিভাবে আর্টিকেল পাবলিশ করতে হয়
- আরো কিছু টেকনিক্যাল বিষয়
মডিউল ৫ঃ Onpage Optimization
SEO তে প্রতিটি কন্টেন্টকে প্রধানত দুইটা জিনিসের জন্য Optimize করতে হয়।
এক হচ্ছে গুগল এবং দুই হচ্ছে ইউজার। এছাড়াও আরো একটা জিনিস আছে যা অভিজ্ঞরা ছাড়া সাধারণত কেউ শেয়ার করে না। তবে এই কোর্সে সেই বিষয়ে বলা হয়েছে।
প্রতিটি কন্টেন্টকে এই তিনের সমন্বয় সাধন করে অপ্টিমাইজ করা অতি জরুরী। কারন, একদিকে গুগলে র্যাংক করানো যেমন জরুরী অপরদিকে সাইট থেকে সেল নিয়ে আসতে না পারলেও কোন লাভ হবে না।
এজন্য সঠিকভাবে ওয়েবসাইটের অনপেইজ অপটিমাইজেশন করার গুরুত্ব অনেক। আর এই মডিউলে আমরা চেস্টা করেছি আপনার জন্য অনপেইজ অপটিমাইজেশন যতটা সম্ভব সহজ এবং কার্যকরী করে তোলার টেকনিকগুলো নিয়ে বিস্তারিত দেখানোর।
এই মডিউলের বিষয়বস্তু সমূহঃ
- পুরো অনপেইজ অপ্টিমাইজেশন এর আউটলাইন
- Rank Math SEO ইন্সটলেশন এবং সেটিংস
- অন্যান এসইও প্লাগিন সম্পর্কিত
- আর্টিকেল/কন্টেন্ট অপ্টিমাইজেশন
- সরাসরি কন্টেন্ট পাবলিশ করা
- Google Webmaster AKA Search Console Verification
- XML Auto Sitemap
- Bing Webmaster Tool
- গুগল সার্চ কনসোল- In Depth
- গুগল অ্যানালাইটিক এর ব্যবহার
- Rank Tracking
মডিউল ৬ঃ Technical SEO
নিজের সাইটের SEO র্যাংকিং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির একটি হট পার্ট হচ্ছে টেকনিক্যাল এসইও! তাই এইবারের Update SEO Course এ আমরা আপনার জন্য কভার করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ Technical SEO এর কাজ
- SSL Certificate Issue
- Mobile Responsive Website
- Redirection
- Robots ফাইলের ব্যবহার
- Link Disavow করার প্রক্রিয়া
- Schema Markup প্র্যাক্টিক্যাল
- Canonical URL তথা Duplicate Content ইস্যু ফিক্স করা
মডিউল ৭ঃ Local SEO
লোকাল ব্যবসায়ীদের জন্য Google Local Search এ Rank করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই Local SEO এর মডিউল।
- Keyword Research for Local SEO
- Google Map Verification
- Google Business Verification
মডিউল ৮ঃ অফপেজ অপ্টিমাইজেশন
নিজের জন্য নিজেই লিংক তৈরি করা কোনভাবেই Google, Bing সহ মেজর সার্চ ইঞ্জিন গুলো সাপোর্ট করে না। কিন্তু তবুও Risk-Profit Calculation করেই লিংক বিল্ড করতে হয়। এ নিয়ে এই মডিউল।
- How to Create Link Magnet Content
- সোশ্যাল বুকমার্কিং – কি, কেন এবং বেশ কয়েকটি ওয়েবসাইটে প্র্যাক্টিক্যাল সাবমিশন
- সোশ্যাল বুকমার্কিং ওয়ার্ক প্রুফ তৈরি করা
- Spamming!
- ফোরাম পোস্টিং
- IP, Proxy, VPN Server
- Free VPN Solution
- ওয়েব ২.০ লিঙ্ক বিল্ডিং
- Google Advanced Search Technique
- High Strength Link Building- অ্যাডভান্সড লিঙ্ক বিল্ডিং
- ব্লগার/ওয়েবমাস্টারদের ইমেইল অ্যাড্রেস খুজে বের করা
- ইমেইল আউটরিচ
- Sponsored Link সিস্টেম
- ইনফোগ্রাফিক (Infographic ) লিঙ্ক বিল্ডিং
- ব্রোকেন লিঙ্ক (Broken Link) বিল্ডিং Strategy (Basic+Advanced)
- Private Blog Network -PBN সম্পর্কে আলোচনা
- Sponsored Link Building
- HARO
মডিউল ৯ঃ আর্নিং গাইডলাইন
এই মডিউলে কিভাবে এসইও দিয়ে আয় করতে পারেন সেই বিষয়ে গাইডলাইন দেয়া হয়েছে
আপনার পড়াশুনা, চাকরি বা অন্যান্য কাজের পাশাপাশি একটু একটু করে শুরু করুন ভবিষ্যতের প্রস্তুতি। নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য তৈরি করুন কিছু অতিরিক্ত ইনকাম সোর্স!
ভিডিওর কোয়ালিটি নিয়ে ভাবছেন? শিখতে পারবেন কিনা? তাহলে যাচাই করে নিন কোয়ালিটি…
ভিডিও টিউটোরিয়াল হচ্ছে একটি ডিজিটাল শিক্ষা মাধ্যম। এই ব্যাবস্থায় আপনি কম্পিউটারে ভিডিও প্লে করলে একই সাথে কথা শুনতে এবং কাজটি দেখতে পারবেন। ফলে আপনি ঘরে বসে প্রাতিষ্ঠানিক লেকচারের মত নয় এমনকি এর থেকে বেশি উপকৃত হবেন।
কারন প্রাতিষ্ঠানিক লেকচার মাত্র একবার দিয়ে শেষ হয়ে যায়, আর আমাদের টিউটোরিয়াল গুলো আপনারা আপনাদের সুবিধামত বার বার দেখে প্র্যাক্টিস করতে পারবেন এবং এভাবে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব।
বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই এই রকম টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিখা ব্যবস্থায় রূপ নিয়েছে। লিন্ডা, টিউট+ ইত্যাদি বিভিন্ন কোম্পানি ইংরেজীতে তাদের টিউটোরিয়াল দিয়ে বছরের পর বছর ধরে শিক্ষা দিয়ে আসছে। কিন্তু বাংলা ভাষায় মান সম্মত তেমন একটা টিউটোরিয়াল না থাকার কারণে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। মূলত এই জন্যই আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলোর সৃষ্টি।
কোয়ালিটি যাচাইয়ের জন্য ডেমো ভিডিওসমূহঃ
(বিঃ দ্রঃ আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলে ইউটিউব এর আটো সেটিংস এর জন্য ভিডিও ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ডিভিডি এর প্রিতিটি ভিডিও ১০০% ক্লিয়ার এবং স্পস্ট। কাজেই ভিডিও দেখতে কোন সমস্যা হবে না। )
স্টুডেন্টদের জন্য পড়ালেখার পাশাপাশি অনলাইনে কিছু করার একটা ভাল সুযোগ তৈরির জন্যই এই কোর্সটি
শুধুমাত্র ফ্রীল্যান্সিং ই নয়, SEO এর এই কোর্সটি কে কাজে লাগিয়ে আপনি আরও অনেক উপায় যেমনঃ Blogging, Amazon Affiliate Marketing, CPA মার্কেটিং দিয়ে মাসে ১০০-৫০০+ ডলার আয় করা সম্ভব।
উল্লেখ্য, কোর্সটি ২০২৩ সালে আপডেট করা হয়েছে বিধায় এ বছর কাজ করার উপযোগী।
কিভাবে কোর্স অর্ডার করবেন?
* তথ্য জানার প্রয়োজনে সরাসরি ডায়াল করুন- 09604400400(11AM-8PM) অথবা, ফেসবুক পেইজে মেসেজ করুন এখানে