যারা ওয়েবডিজাইন বাংলা টিউটোরিয়াল সংগ্রহ করেছেন তাদের জন্য আরও নতুন দুইটি আপডেট ভিডিও। Transition Effect

কেমন আছেন সবাই। যদিও বাজারে এখন ওয়েবডিজাইন এর অনেক টিউটোরিয়াল আছে তথাপি আপনাদের জন্য আমরা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল বের করলাম মাত্র কয়েক দিন হল। এরই মধ্যে আপনাদের ব্যপক সাড়া পেয়েছি। এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই।

আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আরও একটি টিউটোরিয়াল এবং এটি হচ্ছে CSS3 তে আপনি কিভাবে সুন্দর একটি Transition Effect দিতে পারবেন। অনেক সময় অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় সেখানে বিভিন্ন লেখা বা কোন অংশের উপর মাউস এর কার্সর রাখলে সেটা ধীরে ধীরে বড় হয় বা এর সাইজ পরিবর্তন হয় অথবা এর রং চেঞ্জ হয়ে যায়। এই ধীরে ধীরে হওয়ার কাজটা করা হয় এই ট্রাঞ্জিশান ইফেক্ট দ্বারা। আজকে আমরা দেখব কিভাবে ওয়েব ডিজাইনে আপনি এই ইফেক্ট দিতে পারেন।

আজকে আমরা যা শিখব তার ডেমো দেখতে পারেন এইখানে- ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

(ইফেক্ট দেখতে ডেমো পেজে গিয়ে লিখাগুলির উপর মাউসের কার্সর রাখুন।)

এর পরের টিউটোরিয়াল এ আমরা যেটা শিখব তার ডেমো- এখানে ক্লিক করুন।

তো কিভাবে এই ইফেক্ট ব্যবহার করবেন তা জেনে নিন নিচের ভিডিও টিউটোরিয়াল দেখেঃ

ভিডিওটির ডাউনলোড লিঙ্ক- এইখানে ক্লিক করুন।

ভিডিওটির সোর্স ফাইল ডাউনলোড- এখানে ক্লিক করুন।

আপনাদের জন্য এর ধারাবাহিক পরবর্তী টিউনটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে ইনশা-আল্লাহ্‌।

বিশেষ দ্রষ্টব্যঃ

যারা ওয়েব ডিজাইন এ একেবারেই নতুন তাদের এই ভিডিও বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য আপনারা আমাদের কাছ থেকে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সংগ্রহ করতে পারেন।
ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফেসবুকে শেয়ার করুন-

8 Responses

    1. একই লিঙ্ক একটি সাইটে একবার, কিন্তু আলাদা আলাদা লিঙ্ক এক সাইটে সাবমিট করতে পারবেন

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »