কেমন আছেন সবাই। যদিও বাজারে এখন ওয়েবডিজাইন এর অনেক টিউটোরিয়াল আছে তথাপি আপনাদের জন্য আমরা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল বের করলাম মাত্র কয়েক দিন হল। এরই মধ্যে আপনাদের ব্যপক সাড়া পেয়েছি। এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই।
আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আরও একটি টিউটোরিয়াল এবং এটি হচ্ছে CSS3 তে আপনি কিভাবে সুন্দর একটি Transition Effect দিতে পারবেন। অনেক সময় অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় সেখানে বিভিন্ন লেখা বা কোন অংশের উপর মাউস এর কার্সর রাখলে সেটা ধীরে ধীরে বড় হয় বা এর সাইজ পরিবর্তন হয় অথবা এর রং চেঞ্জ হয়ে যায়। এই ধীরে ধীরে হওয়ার কাজটা করা হয় এই ট্রাঞ্জিশান ইফেক্ট দ্বারা। আজকে আমরা দেখব কিভাবে ওয়েব ডিজাইনে আপনি এই ইফেক্ট দিতে পারেন।
আজকে আমরা যা শিখব তার ডেমো দেখতে পারেন এইখানে- ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
(ইফেক্ট দেখতে ডেমো পেজে গিয়ে লিখাগুলির উপর মাউসের কার্সর রাখুন।)
এর পরের টিউটোরিয়াল এ আমরা যেটা শিখব তার ডেমো- এখানে ক্লিক করুন।
তো কিভাবে এই ইফেক্ট ব্যবহার করবেন তা জেনে নিন নিচের ভিডিও টিউটোরিয়াল দেখেঃ
ভিডিওটির ডাউনলোড লিঙ্ক- এইখানে ক্লিক করুন।
ভিডিওটির সোর্স ফাইল ডাউনলোড- এখানে ক্লিক করুন।
আপনাদের জন্য এর ধারাবাহিক পরবর্তী টিউনটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে ইনশা-আল্লাহ্।
বিশেষ দ্রষ্টব্যঃ
যারা ওয়েব ডিজাইন এ একেবারেই নতুন তাদের এই ভিডিও বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য আপনারা আমাদের কাছ থেকে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সংগ্রহ করতে পারেন।
ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
8 Responses
i like this post.This is very good post.anybody can learn easily from this site i think.
ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে হবে
R o Complex Kichu Shikhan
অবশ্যই, ভবিষ্যতে আরও টিউটোরিয়াল পাবেন ইশাআল্লাহ
I bought old webdesign dvd. how can i get update video? are all these videos available in youtube?
Kindly check this- https://www.itbari.com/update-faqs
dear kader,
is there any rule for social bookmarking submission ? and how may times i can submit my site for a day.please inform me.
একই লিঙ্ক একটি সাইটে একবার, কিন্তু আলাদা আলাদা লিঙ্ক এক সাইটে সাবমিট করতে পারবেন