কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন, আমিও আল্লাহ্র রহমতে বেশ ভাল আছি। আজকে অনপেজ এসইও এর একটি গুরুত্বপূর্ণ জিনিস সাইটম্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
সাইটম্যাপ কি?
সাইটম্যাপ হল কোন একটি ওয়েবসাইট এর মানচিত্র। এটি search engine কে বলে সেয় এই সাইটটি কি সম্পর্কিত এবং এই সাইটের কোথায় কি আছে।
যেমন ধরুন- আপনাকে বাংলাদেশে যেতে হবে, এখন আপনার হাতে যদি বাংলাদেশের একটি মানচিত্র দেয়া হয় তাহলে আপনি সহজেই বুঝে যাবেন যে, কোথায় ঢাকা, কোথায় কুমিল্লা ইত্যাদি। ঠিক এই রকম ভাবে সাইটম্যাপ ও সার্চ ইঞ্জিন কে বলে দেয় আপনার সাইটের কোথায় কি আছে। এই জন্যই একটি সাইট এর জন্য সাইটম্যাপ তৈরি করা গুরুত্বপূর্ণ। কারন আপনার সাইটের একটি সাইটম্যাপ থাকলে আপনি সহজেই সার্চ ইঞ্জিন কে বুঝিয়ে দিতে পারবেন আপনার সাইটের কোথায় কি আছে এবং এতে করে সার্চ ইঞ্জিন অতি সহজেই আপনার সাইট সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পাবে এবং এতে করে আপনার সাইটটি বিশ্লেষণ করা খুব সহজ হবে।
কিভাবে তৈরি করবেন সাইটম্যাপঃ
সাইটম্যাপ তৈরি করা খুবই সহজ। প্রথমে এই সাইটে যাবেন। তারপর Box এ আপনার সাইটের ঠিকানা দিবেন, তবে এখানে www ছাড়া দিবেন। এর পর Start এ ক্লিক করুন। এর পর দেখবেন আপনার সাইটের সাইটম্যাপ তৈরি হয়ে যাবে। তারপর এটি ডাউনলোড করার লিঙ্ক আসবে। সেখান থেকে ডাউনলোড করুন। এবার এই ডাউনলোড করা সাইটম্যাপ টি আপনার সাইটের রুট ফোল্ডারে আপলোড করে দিন। যারা FTP ব্যবহার করেন তারা FTP দিয়ে লগিন করে, Public_html এ গিয়ে এই সাইটম্যপটি আপলোড করবেন। এরপর গুগল ওয়েবমাস্টার টুলস এ ঢুকুন। এবং আপনার সাইটকে সিলেক্ট করুন। এরপর Submit e new sitemap এ ক্লিক করুন। এবং সবশেষে সাইটম্যাপ দেয়ার জন্য যে ঘর আসবে সেটাতে sitemap.xml এই কথাটি লিখুন। ব্যাস আপনার সাইটম্যাপ সাবমিট করা হয়ে গেল।
বুঝলেন না কি বললাম?
চিন্তার কি আছে, যদি না বুঝতে পারেন তাহলে নিচের ভিডিওটি দেখে নিন। সমস্যা শেষ।
ইউটিউব লিঙ্ক- https://www.youtube.com/watch?v=2blbHqJ7ZU4
আমাদের ইউটিউব চ্যানেল- https://youtube.com/itbari
নিজে দেখুন এবং অপরের সাথে শেয়ার করুন।
আমাদের ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে আজই আমাদের গ্রুপে যোগ দিন। এখানে ক্লিক করুন ।
7 Responses
আপডেট ভিডিও সহ সকল ভিডিও (140 টি) টিউটরিয়াল কি ইউটিউবে আছে? থাকলে লিংক দেন প্লিজ
আপনি এখানে দেখুন- https://www.itbari.com/update-faqs/
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার “HTML ও CSS দিয়ে পুর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরী” টিউটোরিয়ালটি দেখে শেষ করলাম। খুব ভালো লাগল। ভাই আমি ফ্রি ওয়েবসাইট তৈরী করতে চাই-.tk দিয়ে। কিভাবে তৈরর করব বুঝতে পারছি না। আমাকে লিঙ্ক দিয়ে হেল্প করবেন প্লিজ?
এস ই ও-এর এই ভিডিও টিউটোরিয়ালটি আমি কিনে কাজ শিখতেছি। এটি আমার কাছে অসম্ভব রকমের ভাল একটি টিউটোরিয়াল মনে হচ্ছে। আপনিও এটি কিনে কাজ শিখলে আশা করি সফল হবেন। আবার কথা হবে আমি সফল হওয়ার পর।
=ধন্যবাদ সবাইকে=
Kishu somoy dhore porlam valoi mone hosse but dvd kinbo kina chinta korsi, sotty ki helpful hobe?
filezilla kivabe log in korbo vai….???
net connection dite parcina…..
ai related tutorialer link ta dile kritoggo thakbo…..
Wow, this post is nice, my sister is analyzing these kinds of things, therefore I am going to let know her.