এবার হাতে খড়ি হোক ওয়েবডিজাইনে। নতুনরা ওয়েব ডিজাইন শিখুন বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে!

Last Update- 08-Jan-2023

এমন কি হয়েছে আপনি অনেক জায়গায় কোর্স করেছেন কিন্তু কোন কাজ হয় নাই? বা আপনি ইন্টারনেট থেকে উপার্জন শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কি করবেন?

আপনি কি এমন কিছু শিখতে চাচ্ছেন যেটা দিয়ে মাত্র একটা কোর্স দেখে ইন্টারনেট থেকে আয় শুরু করা সম্ভব?

যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জন্যই এই পোস্ট! হাতে ৫ মিনিট সময় নিয়ে ধৈর্য্য ধরে পুরোটা বুঝে পড়ুন।

ইন্টারনেট থেকে উপার্জনের জন্য কি লাগে?

এক কথায় বললে ইন্টারনেট থেকে উপার্জন করতে যেকোন একটি বিষয়ে স্কীল ডেভেলপ করা লাগে। এবং সাথে জানতে হয় ওই স্কীল কে কোন জায়গায় কিভাবে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে হয়।

কি ধরনের স্কীল শিখতে হবে?

মানুষ অর্থের বিনিময়ে ওই স্কীল এর কাজ আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে এমন যে কোন স্কীল দিয়েই ইন্টারনেট থেকে উপার্জন করা সম্ভব। যেমন ধরুন- ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি যে কোন স্কীল শিখেই কাজ শুরু করা যায়।

কতটুকু দক্ষ হতে হবে?

অনেকেই বলে থাকেন অনেক বেশি দক্ষ না হলে ইন্টারনেট থেকে উপার্জন করা যায় না। তবে আমি বলবো এই ধারনাটা একদমই ভুল। শুরুতেই যদি একদম বেশি দক্ষতা অর্জন করতে যান তাহলে দেখবেন একসময় বিরক্তি চলে আসবে এবং আর কাজ শিখতে ভাল লাগবে না। এজন্য আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ শিখেই অল্প খরচে সার্ভিস দেয়া শুরু করে দিতে হবে।

এতে সহজে কাজ পাওয়া যায়। এবং এতে করে আপনার ইনকাম ও দ্রুত শুরু হবে। যখন ইনকাম শুরু হবে তখন আপনি অ্যাডভান্স লেভেল শিখতে থাকবেন এবং পাশাপাশি কাজও করতে থাকবেন। এতে আপনার মোটিভেশন অক্ষুণ্ণ থাকবে।

এ নিয়ে আমাদের একটি ভিডিও দেয়া হলঃ

তাহলে কি করবেন?

আপনার এই সমস্যা সমাধান করার জন্য বহু আপডেট, যাচাই বাছাই এর পর আমরা রিলিজ করেছি “ওয়ার্ডপ্রেস হিরো” নামক ভিডিও কোর্স। যেটা থেকে একদম শূন্য লেভেল থেকে যে কেউ ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবে।

WordPress-Hero-DVD-Banner-1

কি কি থাকছে এই কোর্সে?

ওয়েব ডিজাইনের হাতে খড়ি html, css থেকে শুরু করে ইন্টারনেটে প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করে সার্ভিস দেয়ার মত লেভেলে যেতে যা যা লাগবে সেগুলো প্রায় সবই এখানে হাতে কলমে প্র্যাক্টিক্যাল করে দেখানো হয়েছে।

তবুও আপনাদের সুবিধার জন্য আমাদের কোর্সের সিলেবাস তুলে ধরা হলঃ

এই মডিউলে একটি ওয়েবসাইট কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা একদম ই শূন্য লেভেলে আছেন তাদের ফাউন্ডেশনাল নলেজ দেয়ার জন্য এই মডিউলটি অত্যন্ত কার্যকরী।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার সময় নিজের মনের মত এডিট করতে গেলে HTML,CSS এর নলেজ জানাটা আবশ্যক। এজন্যই প্রথমে আমরা প্রায় ৪০টি+ ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়ার চেস্টা করেছি। ভিডিও গুলো ছিল প্র্যাক্টিক্যাল লাইভ কাজ করে করে দেখানো।

ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলো CMS (Content Management System) আছে তাদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস কি, এটির জন্য কি কি লাগে, কিভাবে এটি ইন্সটল করতে হয়, কিভাবে এর ড্যাশবোর্ডে কাজ করতে হয় এ সম্পর্কে এই মডিউলে প্র্যাক্টিক্যালি দেখানো হয়েছে।

এই মডিউলে দেখানো আছে ওয়ার্ডপ্রেস থিম কে কাস্টমাইজ করে কিভাবে প্রোফেশনাল লুক ওয়েবসাইট তৈরি করতে হয়।

এখানে আমরা দেখিয়েছিঃ

  1. অফিসের জন্য ওয়েবসাইট তৈরি
  2. cPanel এর বিস্তারিত টিউটোরিয়াল
  3. ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে এক হোস্টিং থেকে অন্য হোস্টিং এ মাইগ্রেশন করা
  4. নিউজপেপার ওয়েবসাইট তৈরি
  5. Divi পেইজ বিল্ডার এর বিস্তারিত ব্যবহার
  6. চাইল্ড থিমের ব্যবহার
  7. থিমফরেস্ট এর একটি জনপ্রিয় থিম কাস্টমাইজ করে প্রায় যে কোন প্রকার ওয়েবসাইট তৈরির প্রস্তুতি

এই মডিউলে ওয়ার্ডপ্রেস এর অনেক অ্যাডভান্স টপিক যেমন- WooCommerce নিয়ে প্র্যাক্টিক্যাল দেখানো হয়েছে।

এখানেঃ

  1. WooCommerce প্লাগিন সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছে
  2. প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেমন- প্রোডাক্ট অ্যাট্রিবিউট যেমন সাইজ/কালারের সাথে ছবি+দাম পরিবর্তন হওয়া, ডাউনলোডেবল প্রোডাক্ট ইত্যাদি বিষয়সহ ৪ ধরনের প্রোডাক্ট বিস্তারিত প্র্যাক্টিক্যাল দেখানো হয়েছে
  3. কাস্টমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখানো হয়েছে
  4. Inventory Management, শিপিং মেথুড, পেমেন্ট মেথুড, ট্যাক্স সেটাপ, শিপিং ক্লাস, কূপন, ইমেইল ইত্যাদি এর প্র্যাক্টিক্যাল ব্যবহার
  5. শিপিং, ট্যাক্স, কুপন ইত্যাদি এর অ্যাডভান্স/ফাংশনাল ব্যবহার দেখানো হয়েছে
  6. Advanced Live Chat, Invoice-Packaging Slip সহ জরুরী বেশ কিছু প্লাগিনের ব্যবহার দেখানো হয়েছে
  7. লোকাল, ইন্ট্যারনশ্যানল ইত্যাদি পেমেন্ট মেথুড সেটাপ করা
  8. মেন্যুয়াল+অটোমেটিক পেমেন্ট কিভাবে রিসিভ করবেন
  9. WooCommerce এর Theme গুলো সম্পর্কে পরিচিতি
  10. বেশ কিছু জরুরী প্লাগিনের প্র্যাক্টিক্যাল ব্যবহার দেখানো হয়েছে
  11. এমনভাবে ফোকাস করা হয়েছে যেন আপনি যে কোন থিম-প্লাগিনের ব্যবহারে কনফিডেন্ট হয়ে যান
  12. ফ্রী থিম ব্যবহার করে ই-কমার্স সাইট তৈরি করা
  13. প্রিমিয়াম থিম ব্যবহার করে ই-কমার্স সাইট তৈরি করা
  14. Single Vendor ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা
  15. Multi Vendor ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা
  16. DropShipping এর জন্য AliDropship প্লাগিনের বিস্তারিত ব্যবহার

 

আপনার কোর্স গুলো দেখে কেউ কি সফল হয়েছে?

এখন পর্যন্ত বহু স্টুডেন্ট আমাদের ভিডিও কোর্স থেকে শেখার মাধ্যমে অনলাইন থেকে সফল ভাবে উপার্জন করতে পারছে। শুধু তাই নয়, অনেকে তো নিজের আইটি ফার্ম ই গঠন করে ফেলেছে। আমাদের স্টুডেন্টদের সফলতার কিছু চিত্র দেখতে পাবেন এখানে

কোর্স কিভাবে অর্ডার করবেন?

কোর্স অর্ডার করা খুবই সহজ। নিচের অর্ডার বাটনে ক্লিক করুন এবং Add to Cart করুন, এরপর View Cart এ ক্লিক করার মাধ্যমে আপনার অর্ডার সম্পন্ন করুন।

ফেসবুকে শেয়ার করুন-

70 Responses

  1. I am mahtab, from rangpur. I am a medical student. I am interested in Web Designing. The last tutorial of Kader bhai from it-bari.com on SEO has made me pleased. Now I have a belief on him. So, I will buy the tutorial on Web designing soon.

    Thank you IT-BARI!

  2. আপনার তৈরী SEO Tutorial দেখেই আমার SEO শেখা.oDesk এ একটি job ও complete করেছি এমন কি এই কাজটি করার সময় আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি। আমার freelancer হবার স্বপ্ন ধীরে ধীরে সত্য হয়তেছে। এত কিছু আমি কখনোই পারতাম না যদিনা আপনি আমাকে করতেন। আপনার এই tutorial টিও আমার প্রয়োজন.আপনার কাছে আমি চিরদিন ঋীণি থাকব।

  3. সত্যি ডিভিটা হেব্বি সুন্দর .আমি মনে করি প্রত্যেক নতুনের জন্য এটা খুব দরকারি হবে ।

  4. vaia ami ai videota ki kore pabo. ami Naryananganj sodor Thaki. PLz amake janan. Proyojone taka ekto beshi lagleo ami video diskta amar barite chai. Vai kurian servicer maddhome amar barite deya jabena???

    1. গুগলে সার্চ করেন। এই ধরনের অনেক পেইজ পেয়ে যাবেন।

  5. Vaia apnader post ta pore ami khubi upokrito holam. amar web design a hate khori hoyece matro apnader ei tutorial gulo dekhe. ami ei site ta apnader tutorial dekhe dekhei design koreci.

  6. ভাই আমি অর্ডারটি দিতে পারছিনা। help করবেন। এডমিন ভাইকে আমার বিশেষ অনুরোধ কি করে আমি ডিভিডিটা পাবো।

    1. অর্ডার করতে সমস্যা হলে অর্ডার ফর্মের সাথেই হেল্প এর জন্য মোবাইল নম্বর দেয়া আছে, সেখানে কল দিন

  7. ওয়েব ডিজাইন শেখার আগ্রহ অনেক দিন থেকে। এতদিন শেখার কোন সুযোগ পাই নি। কিন্তু এখন আইটি বাড়ি আর কাদের ভাই এর অবদানে ধিরে ধিরে ওয়েব ডিজাইন শেখার পথে এগিয়ে চলেছি। সত্যিই অত্যন্ত মানসম্পন্ন একটি টিউটোরিয়াল, আমি মনে করি নতুনদের জন্য অবশ্যই শ্রেষ্ঠ টিউটোরিয়াল এটি। ধন্যবাদ কাদের ভাই, ধন্যবাদ আইটি বাড়ি। লাল সবুজের বাংলাদেশ এবার কম্পিউটার সাক্ষর ডিজিটাল হবে ইনশাআল্লাহ্।

    1. ইনশাআল্লাহ্‌ ভাই 🙂 ধন্যবাদ মন্তব্যের জন্য

      1. আজকে- ১৫ সেপ্টেম্বর ২০১৫, এখনো নেই, তবে এরপর বের হলে সাইটে দেয়া হবে ইনশাআল্লাহ

  8. ধন্যবাদ। আপনার অসাধারণ টি উটোরিয়াল এর জন্য। আমার মনে হয় বাংলা ভাষায় প্রযুক্তির এমন অসাধারণ ভিডিও লার্নি টিউটোরিয়াল এটাই প্রথম। আমি দেখেছি আর দেখছি। শিখছি। খুবই ভাল মানের এবং প্রাঞ্জল ভাষায় করা ওয়েব ডিজাইনের ভিডিওটা আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। যাযাকাল্লাহ।

  9. I am an Civil Engineer and currently doing a Govt. Job…I have just started learning WEB DESIGN following tutorial DVD of IT-BARI…its really easy to understand and the organization of the lessons are fantastic…i would like to thank IT-BARI for this endeavour and i Believe it will help many people like me in learning web design. anyway the 2nd part of the DVD what I bought is not working (due to scratch), is it posible to get one by google drive or so to my email, I will be grateful as it was my fault not to preserve d DVD properly.(I just dont wanna buy the same DVD again, rather want to buy another tutorial DVD). Thanks

  10. ধন্যবাদ। আপনার অসাধারণ টি উটোরিয়াল এর জন্য। আমার মনে হয় বাংলা ভাষায় প্রযুক্তির এমন অসাধারণ ভিডিও লার্নি টিউটোরিয়াল এটাই প্রথম। আমি দেখেছি আর দেখছি। শিখছি। খুবই ভাল মানের এবং প্রাঞ্জল ভাষায় করা ওয়েব ডিজাইনের ভিডিওটা আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। যাযাকাল্লাহ।

    THANK’S
    MR,NASIR

  11. ওয়েব ডিজাইন শেখার জন্য টিউটোরিয়াল টি অনেক ভাল ।। ।।
    খুবই ভাল মানের টিউটোরিয়াল । ।
    এই tutorial টি নতুনদের জন্য অসাধারণ ।।

  12. ওয়েব সাইট ডিজাইনের মোট কয়টা ভিডিও আছে। ইউটি্ওব এ দেখতে পারব না? একদম শুরু থেকে শেখা যাকে?

  13. আমি আপনার web design টিউটোরিয়াল সংগ্রহ করেছি এবং আমি সন্তোষ্ট। আপনাদের কি গ্রাফিক্স টিউটোরিয়াল আছে? বা গ্রাফিক্সের কোন টিউটোরিয়াল তৈরি করবেন কি না? জানতে চাই।

    1. ডিভিডি তে ইমেইল এ মেইল করুন, সেটার মাধ্যমে সরাসরি হেল্প পেতে পারেন

  14. ABDUL KADER VAI AMI IT-BARI,HTML/CSS DVD NIYACI AND 50% COMPLETE KARACI,AMAR QUESTION HALO HTML/CSS SHEKHAR POR AMAKA AR KI KI SHIKTA HABE(COMPLETE WEB DESIGN SHIKAR JANNO)

  15. আপনার ভিডিও টিউটিরিয়াল গুলা খুব ভালো এবং বুঝার মত… বিশ্বাস করবেন কিনা জানিনা. আমি মাত্র ৪ দিন দেখে যতটুকু ধারণা পেয়েছি তা হয়ত অন্যভাবে ১ মাসেও পারতাম না.. আমি রকমারিতে আজ অর্ডার করেছি আপনাদের ওয়য়েব ডিজাইনের উপর ভিডিও সিডিটা…এখন হাতে পাও্যা পর আশা করি আরো ভালো শিখতে পারব.

  16. কাদের ভাইযান ,
    আমি বাংলাদেশের বাইরে থাকি ।
    সম্পুর্ণ কোর্সটা একবারে করতে চাই।
    কি রকম কি খরচা পড়বে, জানালে খুশি হব।

  17. আব্দুল কাদের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সবগুলো ডিভিডি আমি কিনেছি। অনেক চর্চা করেছি। অনেক সফলতা পেয়েছি। একটি ভর্তি ফরম তৈরি করে সাবমিট করার পর সেটি ডিসপ্লে হবে এবং সেটি প্রিন্ট আউট হবে। এ বিষয়ে কোন টিউটোরিয়াল থাকলে আপনার সহযোগীতা কামনা করছি। পিএইচপি এর কোন ভিডিও টিউটোরিয়াল আছে কিনা? আপনি এগিয়ে যান। সহযোগীতায় আমরা আপনার সাথে আছি।

  18. ধন্যবাদ এইধরনের টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য 🙂

  19. Abdul Kader ,,, vai ami jodi webdesign er dvd nei tahole ki code kora shikte parbo and je kaj gulor kotha bollen opore ai kaj gulor por r kuno kaj ase webdesign er na ai gulo shikley webdesign complete hobe,

  20. Kader vy Assalamu alaikum. asa kori valo asen. ami web design e khub aggrohi. apnar web design & design plus eksathe kroy korle ki kono discount pabo!!! Reply korbeb please.

    1. প্রায় সব সময়ই আমাদের টিউটোরিয়াল গুলোতে ডিসকাউন্ট থাকে, আপনি অর্ডার করার সময় আপনাকে কনফার্ম করে দেয়া হবে

  21. আমি আপওয়ার্কে কাজ করি। ইংরেজি ভাল জানি। আঁকাআঁকি ভাল জানি। ফটো ইডিটর হিসাবেই কাজ করছি। আমার ইচ্ছা ওয়েব ডিজাইন দিয়ে বড় কোন কাজ শুরু করা। পরে ডেভেলপিং ধরতে চাচ্ছি। কোন সিডি গুলো আমার সআয়ক হবে ওয়েব ডিজাইনের জন্য। আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত। আমি আজ কালকের মধ্যেই অর্ডার করতে চাই। ওয়েব ডিজাইন না ওয়েব ডিজাইন প্লাস আগে শুরু করবো? বললে ভাল হত ভাইয়া…

  22. আপনার ওয়েব ডিজাইন টিউটরিয়ালটি চমৎকার। আমি একবার শেষ করেছি। বারবার চেষ্টা করতে হবে।

  23. নাথিং টু সে। জাস্ট অসাম। আরো কয়েকটি টিউটোরিয়াল বের করলে আরো খুশি হবো। ইউ আর রিয়েললি জিনিয়াস।
    আর আপনার বেশি কথা বলার কারনেই আমরা আরো বেশি কিছু শিখতে পারছি

  24. স্যার
    আপনার ডিভিডি দেখে এইচ টি এম এল অনেক টা শিখে ফেলেছি। যত জটিল ভাবছিলাম অত মনে হয়নি আপনাকে ধন্যবাদ। আমি মাইক্রো ক্রেডিট বা এ জাতিয় হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে প্রোগ্রাম শিখতে চাই। আশা করি সঠিক পথ দেখাবেন।

    ধন্যবাদ
    মিজানুর রহমান
    সদর, রংপুর

    1. ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। আপনি এ বিষয়ে হেল্প পেতে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করতে পারেন- https://facebook.com/itbari

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »