এসইও এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল বের করার পর থেকেই আপনাদের নানা প্রশ্ন, সমস্যা এবং ফিডব্যাক আমাদের সাহায্য করেছে আজকের এই পর্যায়ে আসতে। সবসময়ই চেস্টা করি আপনাদের সাথে যুক্ত থাকতে, আর আপনাদের তুমুল উৎসাহ এবং সাপোর্ট এর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউন।
অবশেষে আপনাদের জন্য চতুর্থবারের মত এডিট করলাম আপনাদেরই প্রিয় এসইও এবং অনলাইনে আয় বাংলা ভিডিও টিউটোরিয়াল। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে সাথে অনেক সাইটের ব্যবহার এবং নিয়মকানুনেও অনেক পরিবর্তন এসেছে, এই জন্য আমাদের টিউটোরিয়াল গুলোর আপডেট করা হল।
তো চলুন এক নজরে দেখে নিই কি কি আপডেট করা হয়েছে-
১. গুগল কিওয়ার্ড রিসার্চ এর অ্যাডওয়ার্ড এখন প্ল্যানার এ পরিবর্তিত হয়েছে। নতুন আপডেট টিউটোরিয়াল এ প্ল্যানার টুলস এর বিস্তারিত দেখানো হয়েছে
২. গুগল ট্রেন্ড এর টিউটোরিয়াল আপডেট করা হয়েছে
৩. এসইও উপযোগী কন্টেন্ট রাইটিং এর উপর টিউটোরিয়াল দেয়া হয়েছে
৪. প্যারমালিংক সেট আপ উপর টিউটোরিয়াল দেয়া হয়েছে
৫. ফ্রীল্যান্সিং এর জন্য প্রাক্টিক্যাল ওয়ার্ক অ্যানালাইসিস এর উপর চলমান সময়ের নতুন কিছু কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে
৬. এসইও সঙ্ক্রান্ত বেশ কিছু টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করা হয়েছে
৭. আর সবচেয়ে বড় যেটি আপডেট করা হয়েছে সেটি হচ্ছে- ওডেস্ক এর উপর আমাদের যে টিউটোরিয়াল ছিল সেটি পুরোপুরি আপডেট করে ফেলা হয়েছে। কারন, ওডেস্ক তার অ্যাকাউন্ট খোলা এবং প্রোফাইল কমপ্লিট এর সিস্টেম পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এই জন্য ওডেস্কের নতুন ইন্টারফেস দিয়ে একটি পূর্ণাঙ্গ ওডেস্ক অ্যাকাউন্ট তৈরি এবং এর প্রোফাইল তৈরি করে দেখানো হয়েছে। এতে করে নতুন যে কেউ টিউটোরিয়াল দেখে দেখে ওডেস্কে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং প্রোফাইল ১০০% পূর্ণ করতে পারবেন।
৮. আর এই আপডেটের আরেকটি বিশেষ আকর্ষণ হল- ওডেস্কে অ্যাকাউন্টে কোন সমস্যা হলে কিভাবে তাদের নিজস্ব হেল্প সেন্টার থেকে হেল্প নিবেন সেটি একদম প্র্যক্টিক্যাল দেখানো হয়েছে।
এত কিছু আপডেট এবং নতুন টিউটোরিয়াল যোগ করার পরেও ডিভিডি এর মূল্য একই রয়েছে। আগের মূল্যেই সংগ্রহ করতে পারবেন আমাদের এই নিউ টিউটোরিয়াল ডিভিডি।
এই আপডেট এর পর আশা করি এসইও নিয়ে অনেকেই অনেকে সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে যারা ওডেস্ক নিয়ে চিন্তায় ছিলেন তারাও স্বস্তি পাবেন। কারন আমাদের আপডেট টিউটোরিয়াল এ এখন নিউ ইন্টারফেস যুক্ত ওডেস্কের লেটেস্ট টিউটোরিয়াল দেয়া হয়েছে যা বর্তমান সময়ে বাজারের অন্য কোন টিউটোরিয়াল এ দেয়া হয় নি। আমরা সবসময়ই আপনাদের আপডেট রাখার চেস্টা করি। কারন আমরা টিউটোরিয়াল বিক্রি করে ভুলে যাই না। সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পরম ভালবাসার কারনেই আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ্।
নিচে আপডেট ভিডিও গুলোর কয়েকটি ডেমো দেয়া হল-
গুগল কিওয়ার্ড রিসার্চ এর জন্য গুগল প্ল্যানার টুলস এর ব্যাবহার-
ওয়ার্ক অ্যানালাইসিস এর উপর একটি আপডেট ভিডিও দেখুন-
আপডেট টিউটোরিয়াল কিভাবে পাবেন এবং আমাদের পূর্বের টিউটোরিয়াল এ কি কি ছিল সেগুলো জানতে এখানে ক্লিক করুন।
2 Responses
আমি দোয়া করছি আপনার মনের ইচ্ছা আল্লাহ পুরন করুক
আমীন