ওয়েব ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান? শুরুটা হোক আজ থেকেই! আইটি বাড়িতে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় পূর্ণাঙ্গ চেইন ভিডিও টিউটোরিয়াল সিরিজ। যা থাকছে সম্পূর্ণ ফ্রী!

কেমন আছেন বন্ধুরা? আশা করি ভাল, আমি কিন্তু আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল। কারন অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন ভিডিও টিউটোরিয়াল সিরিজ নিয়ে। অনেক চেস্টার পর অবশেষে আপনার জন্য তৈরি করা কিছু টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে।

আপনারা অনেকেই জানেন বাংলা ভাষায় প্রফেশনাল টিউটোরিয়াল এর ক্ষেত্রে আইটি-বাড়ি একটি বিশ্বস্ত নাম। আর তাই আপনাদের মাঝে যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আইটি বাড়ি নিয়ে এল সবার জন্য উন্মুক্ত বাংলা ভিডিও টিউটোরিয়াল।

সিরিজ ভিডিও টিউনের শিরোনামঃ

” একদম নতুনরাও সম্পূর্ণ ফ্রীতে ওয়েব সাইট তৈরি করুন। ১০০% ফ্রেশ এন্ড আপডেটেড”

মোট ১০ টি পর্বে (টোটাল- ১৩টি ক্লাস বা ভিডিও) করা হয়েছে টিউটোরিয়ালটি। এটি মূলত যারা প্রথম ওয়েবডিজাইন শিখতে যাচ্ছেন, বা যাদের ওয়েবডিজাইন এ আগ্রহ রয়েছে শুধুমাত্র তাদের জন্য। কারন এটি খুবই বেসিক লেভেলের টিউটোরিয়াল। এবং এই টিউটোরিয়াল থেকে আপনি ওয়েবডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মূল বিষয় এবং পার্থক্যটা জানতে পারবেন। এর সাথে সাথে নতুন অবস্থায় আপনি কোথা থেকে কিভাবে কি করবেন সেটিও জানতে পারবেন এবং এর পাশাপাশি আপনি একটি ফ্রী ওয়েবসাইট তৈরিও করতে পারবেন।

আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ্‌ ধারাবাহিকভাবে আইটি বাড়িতে টিউন করা হবে।  প্রতিটি টিউনে একটি বা একের অধিক ভিডিও শেয়ার করা হবে। এতদিন আইটি বাড়ি বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করেছে। কিন্তু এর ফলে আপনাদের মধ্য থেকে উঠে আসা বিভিন্ন বিষয় এবং প্রশ্নের আলোকে এমন একটি বেসিক টিউটোরিয়াল তৈরি করা প্রয়োজন ছিল। আর তাই এই উদ্যোগ।

এই টিউটোরিয়াল এ কি কি থাকবেঃ

১. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি?

২. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য

৩. ওয়েব ডিজাইন শিখতে কি জানা লাগবে, আর ডেভেলপমেন্ট শিখতে কি জানা লাগবে?

৪. কিভাবে আপনি অনলাইন থেকে একটি ফ্রী ডোমেইন রেজিঃ করতে পারেন (.tk দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ আপডেটেড, কারন .tk তে এখন কিছু পরিবর্তন করা হয়েছে, তাই এটি পুনরায় দেখানো হল)

৫. অনলাইন থেকে ফ্রী ১০ জিবি হোস্টিং রেজিঃ (টিউটোরিয়াল এই রেজিঃ করে দেখানো হয়েছে যাতে করে আপনাদের কোন সমস্যা না হয় ) করা।

৬. ডোমেইন এর সাথে হোস্টিং কিভাবে সেট আপ করবেন (.tk এর নতুন সাইটে Nameserver সেটিং করা)

৭. নতুন হওয়া সাইটে সিপ্যানেলে লগিন করা এবং আপনার সাইটে WordPress Install করা

৮. ওয়ার্ডপ্রেস পরিচিতির উপর থাকছে বেশ কয়েকটি বিস্তারিত লেসন যেখানে আপনাকে WordPress কি, কেন, কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত প্র্যাক্টিক্যাল করে দেখানো হবে।

৯. এছাড়াও পাবেন অনলাইনে আয়ের উপর কিছু গাইডলাইন

এই টিউটোরিয়াল থেকে নতুনদের কি লাভ হবে?

আপনারা যারা বুঝতে পারেন না HTML, CSS, PHP, WordPress ইত্যাদি কি, আবার ওয়েব ডিজাইন কি এবং ডেভেলপমেন্ট ই বা কি? ওয়ার্ডপ্রেস এর কি কাজ, জুমলার কি কাজ? কেন? এই সকল প্রশ্নের উত্তর থাকবে এখানে।

আর সবচেয়ে বড় যে জিনিসটি আপনি শিখতে পারবেন সেটি হচ্ছে- “ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা এবং নিজের হাতে করা প্রথম ওয়েবসাইট!”

ভিডিও টিউন কেন? লিখিত টিউন ও তো করতে পারতেন?

হ্যা, আমি জানি, আপনারা অনেকেই লিখিত টিউনের ভক্ত। বিজ্ঞান কিন্তু সেটা বলে না। আমরা সেই জিনিসটাই সবচেয়ে ভাল শিখতে পারি যেটা আমারা শুনি এবং দেখি। আর এই শিক্ষা আমরা কেবল ভিডিও টিউটোরিয়াল থেকেই পেয়ে থাকি। তাছাড়া এখানে এমন অনেক জিনিস আছে যেটা আপনাদের হাতে কলমে না দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমেই সবচেয়ে ভালভাবে শেখা সম্ভব বলে আমি মনে করি।

আমার নেট এর স্পীড তো স্লো? তাহলে কিভাবে দেখব?

সমস্যা নেই, যাদের নেট স্পীড স্লো তাদের জন্য ইউটিউব লিঙ্ক এর পাশাপাশি ডাউনলোডের লিঙ্ক ও দেয়া হবে। ফলে আপনি ইউটিউব থেকে সরাসরি না দেখতে পারলেও ডাউনলোড করে দেখতে পারবেন।

তো আর দেরি কেন? এখনই যোগ দিন আমাদের সাথে। আর রেডি হন ধারাবাহিক ভিডিও টিউনের জন্য। খুব তাড়াতাড়ি ই আইটি বাড়িতে ধারাবাহিক টিউন শুরু হবে ইনশাআল্লাহ্‌।

আজ থেকেই শেখা শুরু করুন আইটি বাড়ি থেকেই!

আপনি যদি এই টিউটোরিয়াল গুলো একসাথে পেতে চান তাহলে এখানে ক্লিক করুন

সবার আগে ভাল জিনিস পেতে আজই যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ।

ফেসবুকে শেয়ার করুন-

7 Responses

  1. ভাইয়া আপনার ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ন আমরা যারা নতুন তাদের জন্য খুব ভাল এবং সহজ আমি নিজে আগে ভাবতাম এইচটিএমএল কি? ধুর এইসব কি করে হবে এটাও কি শিখা সম্ভব এবং এত টাকা দিয়ে কোর্স করা সম্ভব ছিল না। আমি কঠিন করে দেখতাম কিন্তু আপনার ভিডিও দেখে আমি খুব সহজেই বুঝতে পেরেছি।এবং আমি সম্পুর্ন এইচটিএমএল দ্বারা একটা নিজস সাইট তৈরী করেছি।এটাই আমার প্রথম প্রজেক্ট https://somoyershate.com/ এখন আমি আপনার নতুন টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করছি এটাও আমি শিখে ভাল ওয়ার্ডপ্রেস থিম ডেভলপার হতে পারবো। ধন্যবাদ আব্দুল কাদের ভাই আপনাকে আমাদের মত নতুনদের এত সুন্দর টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য।

  2. ভাই সব কিছুই ঠিকমতো করেছি। কিন্তু ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর সাইট এ ডুকতে পারছি না। সার্ভার নট পাউন্ড দেখাচ্ছে। সমস্যা কোথায়?

  3. আমি একজন ব্যাংকার গুগোল থেকেই আইটি বাড়ীর খোজ পাই। আসলে সত্যি কথা বলতে কি আইটি বাড়ীর টিউটরিয়াল দেখে আমি এস.ই.ও এবং একটি ওয়েব সাইট করেছি মাঝে মাঝে সমস্যায় পড়েছি। যা এডমিন কাদের ভাই কে বলার সাথে সাথে আমি সমাধান পেয়েছি এবং আমি তার একজন শুভাকাংক্ষি বলতে পারেন। আসলে এতটা আনন্তরিক ছেলে আমি পাইনি। খুব ভালো না হলেও একটি ওয়েব সাইট করতে পেরেছি তাতেই নিজেকে নিজের কাছে ভালো লাগছে। (ডোমেইন হোষ্টিং কাদর ভাইয়ের নিকট থেকেই নেয়া)
    যদি হাতে একটু সময় থাকে https://earning-tutorial.com

    ধন্যবাদ

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »