গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন। আজকের পর্বে আমরা এর পরের কাজ গুলো দেখব। আজকে আমরা জানব, আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে পোস্ট করবেন এবং পোস্ট এডিট করবেন।
আশা করি গত পর্বের টিউটোরিয়ালটি আপনাদের কাজ এসেছে এবং আপনারা অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করে আপনাদের সাইটের লিঙ্ক জানিয়েছেন। এর জন্য সবাইকে ধন্যবাদ।
যাই হোক, চলুন দেখে নিই আজকের পর্বঃ
কিভাবে ওয়ার্ডপ্রেস এ করা সাইটে পোস্ট করবেন এবং অন্যান্যঃ
ভিডিওটির ইউটিউব লিঙ্ক এখানে।
ভিডিওটির ডাউনলোড লিঙ্ক এখানে।
আপনি কি ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী?
ওয়েব ডিজাইন সেখার জন্য আপনাকে আগে অবশ্যই এইচটিএমএল সিএসএস শিখতে হবে। ওয়েব ডিজাইন তথা এইচটিএমএল সিএসএস শিখতে আমাদের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখুন। এখানে ক্লিক করুন।
আশা করি সবাই করতে পারবেন। কোন সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই অবশ্যই জানাবেন।
আউটসোর্সিং বিষয়ক আমাদের ফেসবুক গ্রুপে আজই যোগ দিয়ে অ্যাক্টিভ থাকুন। এখানে আমরা।
ভাল থাকবেন সবাই। ইনশাআল্লাহ্ দেখা হবে আগামী পর্বে।
9 Responses
it-bari.com এই চেইন টিউন গুলোতে আমরা আপনাদের ওয়েব ডিজাইন এর বেসিক সম্পর্কে
ভালোভাবে জানতে পেরেছি
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
1&2 no tutorial er link paCcina to.. please janaben..!!
r
ভাই শুরুতেই আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। আপনার এ খেদমত আমরা ভুলতে পারব না!
আপনার জন্যও অনেক দোয়া রইল।
আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান পোষ্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ড প্রেস ছাড়া ব্লগস্পটে সাইট করার কোন টিউটোরিয়াল আছে?
.Tk/freenom এ hosting attach করার tutorial টা কত number . address টা দিবেন please.
এই লিঙ্ক দেখুন- https://www.itbari.com/free-website-making-bangla-tutorial-part-2/
it-bari.com থেকে seo cd কিনেছিলাম কাদের ভাই যথেষ্ট হেল্প করেছেন যখনই ফোন করতাম বিরক্ত হতেন না। দুখের বিষয় কাজ শিখার সময় না পাওয়াতে বেশি দুর আগাতে পারিনি। তবে শিখছি অনেক