বাংলাদেশের ফ্রীল্যান্সিং ইতিহাসে সব থেকে বড় বৈধ বোনাস, কিন্তু মানুষের পাইরেসির সন্দেহ এবং এই পোস্ট…

কিছুদিন আগেই আইটি বাড়ি তাদের স্টুডেন্টদের জন্য ঘোষণা দেয় কম্বো প্যাকেজ লার্নিং কোর্স কিনলেই সাথে লাখ টাকার ফ্রী থিম এবং প্লাগিন ফ্রী!! এই অফার থেকে অনেকের চোখ চরকগাছ! অনেকে ভেবে নিয়েছে এটা ভূয়া আবার অনেকেই বলছে আমরা পাইরেসি করে এগুলো দিচ্ছি। এই কনফিউশন দূর করার জন্যই এই পোস্ট-

প্রশ্ন ০১ঃ এইগুলা কি ক্র্যাক করা বা নাল থিম কিনা?

আমরা যে থিম এবং প্লাগিন গুলো দিচ্ছি সেগুলো কোন নাল/ক্র্যাক করা থিম নয়। আমরা বলেছি যারা এই কোর্স গুলো কিনবে তারা তাদের প্রোজেক্টে এই থিম ব্যবহারের অনুমতি পাবে এবং আমরা সেখানে “১০০% জেনুয়িন লাইসেন্স কী”- বসিয়ে ওই থিম/প্লাগিন অ্যাক্টিভ করে দিবো। ফলে সেটি আপডেট করা যাবে।

যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা হয়ত জানেন যে ক্র্যাক/নাল থিম আপডেট করা যায় না, কিন্তু যেহেতু আমাদের এগুলা বৈধ এইক্ষেত্রে এইগুলা আপডেট করা যাবে।

প্রশ্ন ০২ঃ অরিজিনাল থিম হলে এত মানুষকে কিভাবে দিচ্ছেন?

আমরা যে কোম্পানী গুলোর থিম দিচ্ছি তাদের প্রত্যেকেই ডেভেলপার লাইসেন্স বিক্রি করে। সাধারণ দামের থেকে কয়েক গুণ প্রাইসের বিনিময়ে তারা এই লাইসেন্স বিক্রি করে।

ডেভেলপার লাইসেন্স এর মানে হচ্ছে-

আমি একজন ওয়েব ডেভেলপার, আমার পক্ষে বার বার লাইসেন্স কেনা সম্ভব নয়, এই জন্য আমি একবার বড় অংকের টাকা দিয়ে ডেভেলপার লাইসেন্স কিনে নিবো এবং বিনিময়ে থিম কোম্পানী আমাকে যত্ত খুশি (Unlimited) লাইসেন্স কী জেনারেট করার সুবিধা দিবে। আমি চাইলে যে কোন প্রোজেক্টে এটি ব্যবহার করতে পারবো কোন ধরণের ঝামেলা ছাড়া।

আর ঠিক এই জন্যই আমরা আনলিমিটেড অরিজিনাল লাইসেন্স জেনারেট করতে পারি যেটা ১০০% জেনুয়িন এবং থিমগুলো আপডেট যোগ্য।

প্রশ্ন ০৩ঃ ডেভেলপার লাইসেন্স পেয়ে থাকলে সেগুলো এইভাবে মার্কেটিং করছেন কেন? আপনি তো ডেভেলপার লাইসেন্স পেয়েছেন কিন্তু এইভাবে বিক্রি করার তো লাইসেন্স পান নাই?

এই বিষয়টাতেই অনেক মানুষের যত্ত সমস্যা। একটু ভাল করে বুঝুন-

যারা আমাদের কোর্স কিনবে তারা হবে আমাদের স্টুডেন্ট। আর আমরা যেহেতু ডেভেলপার লাইসেন্স কিনেছি এবং আমাদের আনলিমিটেড লাইসেন্স ব্যবহার করার পারমিশন আছে তাই আমাদের সেই অধিকার আছে আমাদের স্টুডেন্টদের প্রোজেক্টে এগুলো ব্যবহার করার। একটা ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম যখন এমন কোন লাইসেন্স কেনে তখন তার সকল ওয়েব ডেভেলপাররা কি এটা ব্যবহারের পারমিশন পায় না? একই ভাবে আমাদের স্টুডেন্টরাও তো ওয়েব ডেভেলপার। আমাদের সাথে যুক্ত হওয়ার পর আমরাও তাদেরকে এটা ব্যবহারের অনুমতি দিতেই পারি।

আর হ্যা যদি এইগুলা আমরা বিক্রি করতাম ও তবুও কিন্তু অবৈধ কিছু হত না।

কারন, প্রতিটা ওয়েব ডেভেলপার কি এই লাইসেন্স গুলো তাদের ক্লাইন্টের কাছে বিক্রি করে না?

টাকার বিনিময়ে লাইসেন্স বসিয়ে দেইয়ে একটি ওয়েবসাইট তৈরি করে দেয়াটা কি বিক্রি করা নয়???

ক্লাইন্ট/বায়ার একজন ওয়েব ডেভেলপারকে কোন প্রোজেক্ট কেন দিবে যদি তার কাছে অরিজিনাল থিম না থাকে? অনেক সময় তারা নিজেরাই তাদের ওয়েব ডেভেলপারকে থিম কিনে দেয়, আর যদি সে ডেভেলপারের কাছে আগে থেকেই থিম থাকে তাহলে তো ওই ডেভেলপারের কাজটি পাওয়ার চান্স অনেক বেড়ে যায়

আর এইভাবেই তো একজন ডেভেলপার তার ক্লাইন্টকে টাকার বিনিয়মে অরিজিনাল “লাইসেন্স কী” দিয়ে প্রোজেক্টটি করে দেয়।

তাহলে কি এখানে ওই ডেভেলপার তার ক্লাইন্টের কাছ থেকে “লাইসেন্স কী” এর জন্য টাকা নিচ্ছে না? এটা কি বিক্রি করা হচ্ছে না?

একজন ডেভেলপার কি শুধু তার ক্লাইন্টকেই “লাইসেন্স কী” দিয়ে টাকা নিতে পারে? ওই ডেভেলপার যদি কোন শিক্ষক হয় তাহলে সে কি তার ছাত্রের কাছে “লাইসেন্স কী” দিয়ে টাকা নিতে পারে না? তার ছাত্র যখন তার কাছে ট্রেনিং করবে তখন সে ও তো তার একজন ক্লাইন্ট, নয় কি?

এবং হ্যা, সে এটা করতে পারে। আর যদি সে এই লাইসেন্স এর বিনিময়ে টাকা ই না ইনকাম করতে পারে তাহলে এই আনলিমিটেড লাইসেন্স কিনে লাভ কি? আনলিমিটেড লাইসেন্স তো এই জন্যই দেয়া যাতে করে সেটা দিয়ে সে বিভিন্ন প্রোজেক্টে ব্যবহার করে ইনকাম করতে পারে।

জানি, এর পরেও অনেকের নানান ধরণের সমস্যা থাকবে। তার জন্যই থিম কোম্পানীর সাথে করা চ্যাটের স্ক্রীনশট নিতে দেয়া হলঃ

Screenshot No 01:

Screenshot 01

 

Screenshot No 02:

Screenshot No 03:

Screenshot No 04:

 

এখনো তো সন্দেহ দূর হয়েছে, এবার তাহলে অর্ডার করুন আপনার কপি

আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখানে ক্লিক করুন

আইটি বাড়ি আইন বিরোধী কোন কাজ করে না এবং তারা যাকিছু বিক্রি করে সেটার যা মান, তাই বলে বিক্রি করে। আপনাকে কম দেই, বেশি দেই যেটাই দেই না কেন, সেটা আগে বলেই দেয়া হয়। এটাই আমাদের ব্যবসায়িক পলিসি। যারা বুঝবে তাদের জন্যই আইটি বাড়ি। আপনাকে ধন্যবাদ।

 

 

 

Need Help?