কেমন আছেন সবাই? ধারাবাহিক টিউনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করা শিখেছিলাম। এবং আশা করি সেটা দেখার পর আপনারা সবাই ফ্রী ডোমেইন রেজিঃ করে ফেলেছেন। আজকের পর্বে আমরা শিখবো, অনলাইন থেকে ফ্রী ১০ জিবি হোস্টিং রেজিস্ট্রেশন করা এবং হোস্টিং সফলভাবে রেজিস্টার করার পর আপনি কিভাবে আপনার ডোমেইন এবং হোস্টিং সেটিং করবেন সেটাও।
এখানে বক্স হোস্ট ওয়েবসাইট থেকে হোস্টিং নিয়ে দেখানো হয়েছে। উল্লেখ্য যে, অনেকেই এই সাইটে আইপি সমস্যার কারণে রেজিস্টার করতে পারেন না আবার অনেকের কাছে রেজিঃ ইমেইল আসে না। এই সকল সমস্যার সমাধান ও রয়েছে এই ভিডিও তে।
তাহলে চলুন দেখে নিই টিউটোরিয়ালঃ
ভিডিও নং- ৩ (১০ জিবি ফ্রী হোস্টিং রেজিস্ট্রেশন)
ভিডিও টি সরাসরি ইউটিউব থেকে দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
ভিডিও নং- ৪ (ডোমেইন এর সাথে হোস্টিং সেটিং করা)
ভিডিও টি সরাসরি ইউটিউব থেকে দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
টিউটোরিয়াল সংক্রান্ত যে কোন কোন সমস্যায় ফেসবুক গ্রুপে জানান। আমাদের ফেসবুক গ্রুপ।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ্ হাফিজ।
2 Responses
Dear i watched ur video on youtube that how to make a free website+domain+hosting.. i did the same wat was in video but in last after installing wordpress its not being open.. kindely guid me thanks
ফ্রী হোস্টিং টা এখন আর ভালভাবে কাজ করছে না, আপনি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনে ব্যবহার করতে পারেন, বিস্তারিত- [email protected]