অবশেযে দীর্ঘ কয়েকমাসের চেষ্টার পর আইটি বাড়ি থেকে রিলিজ করা হল- “প্র্যাক্টিক্যাল ওডেস্ক” নামে ওডেস্কের উপর সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল।
আপনাদের মধ্যে অনেকেই ওডেস্ক থেকে কাজ করে আয় করতে চান। কিন্তু বিগিনার লেভেলের হওয়ার কারনে বুঝে উঠতে পারেন না কিভাবে কি করবেন, ফলে অনেক সময় পড়তে হয় অনেক সমস্যায়। অনেকেই আবার বোকামির কারনে ওডেস্কের অ্যাকাউন্টি সাসপেন্ড হয়ে যায়। এই জন্য, নতুন অবস্থায় যারা ওডেস্কে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে স্কিল টেস্ট দিবেন, কিভাবে প্রোফাইল ১০০% পূর্ণ করবেন, বিড করবেন কিভাবে, ক্লাইন্ট এর সাথে ইন্টারভিউ কিভাবে দিবেন, কিভাবে নতুন প্রজেক্ট স্টার্ট করবেন, কিভাবে টাকা অ্যাকাউন্টে জমা হবে, জমাকৃত টাকা কিভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তুলবেন এই সকল প্রশ্ন জানতে চান তাদেরকে এই সব কাজগুলো প্র্যাক্টিক্যাল ভাবে দেখানোর জন্যই মূলত তৈরি করা হয়েছে এই টিউটোরিয়ালটি। এখানে প্রতিটি কাজ হাতে কলমে প্রক্টিক্যাল করে দেখানো হয়েছে।
জেনে নিন কেন আমাদের টিউটোরিয়াল গুলো সংগ্রহ করবেনঃ
১. সবগুলো ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষায়
২. ভিডিও রেজুলেশন HD কোয়ালিটি। (১২৮০*১০২৪) যা সম্পূর্ণ স্পষ্ট, এতে করে কোন লিখা দেখতে বা পড়তে অসুবিধা হবে না
৩. প্রতিটি কাজ হাতে কলমে করে দেখানো হয়েছে
৪. ভিডিও দেখার সাথে সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে করে কোন সমস্যা না থাকে
৫. একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, বরং ভিডিও গুলো বার বার দেখে প্র্যাক্টিস করার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব
এবার চলুন জেনে নিই কি কি থাকছে আমাদের এই ওডেস্ক বাংলা টিউটোরিয়াল এঃ
প্রোফাইল সংক্রান্ত ভিডিওগুলোঃ
১. ওডেস্ক কি, কেন, কিভাবে?
২. ওডেস্কের কাজ সম্পর্কে ধারনা
৩. ওয়ার্কার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা
৪. প্রোফাইল সম্পর্কে ধারনা
৫. প্রোফাইল ১০০ % পূর্ণ করা (ধাপে ধাপে)
৬. স্কিল টেস্ট কি এবং কিভাবে দিবেন তার প্র্যাক্টিক্যাল ভিডিও
৭. স্কিল টেস্ট এ পাশ করার উপায় এবং প্রমান
৮. প্রোফাইল এর ড্যাশবোর্ড এর খুটিনাটি বিষয়গুলো
৯. ওয়ার্ক রেডির জন্য নিজের প্রোফাইল সাজানো
১০. অন্যান্য বিভিন্ন টিপস
প্র্যক্টিক্যাল কাজ এবং ক্লাইন্ট সংক্রান্ত ভিডিওগুলোঃ
১. ওডেস্কে কয় ধরনের ক্লাইন্ট আছেন?
২. কার কাজে বিড করবেন এবং কার কাজে বিড করবেন না?
৩. বিড করার আগে আপনাকে অবশ্যই কি দেখে নিতে হবে?
৪. প্রতারণার হাত থেকে বাচার উপায়
৫. বিভিন্ন প্রকার কাজের বর্ণনা (ফিক্সড এবং ঘন্টা হিসাব)
৬. কিভাবে বিড করবেন
৭. বিড করে কাজ জেতার পরীক্ষিত উপায়!
৮. কিভাবে ক্লাইন্ট এর সাথে ইন্টারভিউ দিবেন
৯. কিভাবে জব/নতুন কন্ট্রাক্ট চালু করবেন
১০. কিভাবে জব সাবমিট করবেন
১১. কিভাবে জব শেষ করবেন
১২. রিভিউ কিভাবে দিবেন?
১৩. টাকা কিভাবে অ্যাকাউন্টে জমা হবে
১৪. কিভাবে পেমেন্ট মেথুড হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন
১৫. জমাকৃত টাকা কিভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে উঠাবেন
১৬. এছাড়াও থাকছে খুটিনাটি আরও অনেক কিছুই!!
বিশেষ আকর্ষণঃ
>> নতুন প্রোফাইল এর একটি কঠিন কাজ হচ্ছে স্কিল টেস্ট দেয়া এবং পাশ করা। কিভাবে প্র্যাক্টিক্যালি আপনি স্কিল টেস্ট দিতে পারেন এবং কিভাবে পাশ করবেন সেটি একটি স্কিল টেস্ট দিয়ে প্র্যাক্টিক্যাল দেখানো হয়েছে<
>> অনেকেই আছেন নতুন অবস্থায় প্রোফাইল খোলার পর জব অ্যাপ্লিকেশন কোটা ০ হয়ে যায়। এটা বিভিন্ন কারনে হতে পারে। এই সমস্যা দূর করার জন্য কিভাবে কাস্টমার কেয়ারের সাথে কন্টাক্ট করবেন এবং কিভাবে রিপ্লাই দিবেন সেটি প্র্যাক্টিক্যাল সমস্যা সমাধান করে দেখানো হয়েছে।
ভাবছেন ভিডিও দেখে শিখতে পারবেন কিনা?
আপনি যদি আইটি বাড়ি এর টিউটোরিয়াল আগে কখনো দেখে না থাকেন তাহলে এই প্রশ্ন করা খুবই স্বাভাবিক। টিউটোরিয়াল কেনার আগে অবশ্যই এর মান যাচাই করে নেয়া উচিত। তাহলে চলুন দেখি আমাদের টিউটোরিয়ালগুলোর মান কেমন-
রকমারিতে (রকমারি হচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন বুক ষ্টোর) আমাদের টিউটোরিয়াল বেশ কয়েকবার সেরা সেলার নির্বাচিত হয়েছেঃ (নিচে প্রমানস্বরূপ স্ক্রীনশট দেয়া হল)ঃ
আমাদের টিউটোরিয়াল এর মান সম্পর্কে আরও জানতে রকমারিতে দেয়া বিভিন্ন রিভিউ গুলো পড়ে দেখার অনুরোধ রইল।
এসইও ডিভিডি এর রিভিউ পড়ুন এখানে।
ওয়েব ডিজাইন ডিভিডি এর রিভিউ পড়ুন এখানে।
এক কথায়, ওডেস্কে একটি ওয়ার্কার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রোফাইল ১০০% পূর্ণ করে কাজ কিভাবে করবেন এবং টাকা কিভাবে পাবেন তার বিস্তারিত প্র্যাক্টিক্যাল বাংলা ভিডিও টিউটোরিয়াল এটি। ওডেস্কে সফলতার জন্য কমপ্লিট একটি প্র্যাক্টিক্যাল গাইডলাইন এটি। এটি দেখে ওডেস্কে একটি ভাল মানের ওয়ার্কার অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব।
আরও জানতে চান?
সঠিকভাবে যাচাই করতে আপনি নিজেই কিছু ডেমো ভিডিও দেখে নিন।
দেখে নিন টিউটোরিয়াল ট্রেইলরঃ
ডেমো ভিডিও- ওডেস্ক বাংলা টিউটোরিয়াল পর্ব- ০২ (ওডেস্কে ওয়ার্কার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন)ঃ
ডেমো ভিডিও- ওডেস্ক বাংলা টিউটোরিয়াল পর্ব- ২৩ (কিভাবে ওডেকে নতুন কন্ট্রাক্ট শুরু করবেন?)
ডেমো ভিডিও- ওডেস্ক বাংলা টিউটোরিয়াল পর্ব- ২৭ (ফিডব্যাক কি, কিভাবে দিবেন এবং পাবেন?)
ইউটিউবে ভিডিও দেখা সম্পর্কিত সতর্কতাঃ আপনার ইন্টারনেটের স্পীড স্লো হলে ইউটিউব থেকে রেজুলশন আটোমেটিক কমিয়ে দেখানো হবে। সেই ক্ষেত্রে আপনি রেজুলেশন সিলেক্ট করে হাই রেজুলেশনে ইউটিউব থেকে ডেমো ভিডিও গুলো দেখতে পারেন। তবে আমাদের টিউটোরিয়াল ডিভিডি তে থাকা সব গুলো ভিডিও-ই হাই রেজুলেশনের।
ডিভিডি এর মুল্যঃ
মূল্য- ৫০০ টাকা, কিন্তু এখন অর্ডারে আপনি পুরো ২০০ টাকা ছাড়ে পাবেন মাত্র- ৩০০ টাকায়!
ডিভিডি সংগ্রহ করার পদ্ধতিঃ
ঢাকা সিটির ভেতর থেকে কিভাবে সংগ্রহ করবেন জানতে এখানে ক্লিক করুন।
ঢাকার বাইরে দেশের যে কোন প্রান্ত থেকে কিভাবে সংগ্রহ করবেন জানতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশের বাইরে থেকে নিতে চাইলেঃ
বাংলাদেশের বাইরে থেকেও আপনি এটি নিতে পারবেন। উল্লেখ্য, ভারত, ইটালি, জাপান এবং যুক্তরাজ্যে অত্যন্ত কম খরচে পাঠানো সম্ভব। এর জন্য ই-মেইল করুন- kader6508@gmail.com
বিশেষ সতর্কতাঃ
আমাদের সকল টিউটোরিয়াল গুলো আইটি বাড়ি দ্বারা কপিরাইট স্বীকৃত। ভিডিও গুলো কপি, এডিট, পরিবর্তন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিভিডি এর কভার পেইজঃ
আপনি যে ডিভিডি পাবেন তার বক্সের উপর অবশ্যই নিচের দেখানো ছবির মত কভার পেজ দেখে নিবেন। কভার পেইজ যদি না থাকে বা এই রকম না হয় অথবা কভার পেইজ এর প্রিন্ট যদি ঝাপসা বা হোম প্রিন্টার দিয়ে প্রিন্ট করা মনে হয় তাহলে অবশ্যই আমাদের জানান- এখানে ক্লিক করে ফেসবুকে মেসেজ দিন।
বিঃ দ্রঃ উপরে ডিভিডি এর কভারে মূল্য ৫০০ টাকা লিখা থাকলেও যেহেতু আমাদের ফেসবুক গ্রুপে আপনারা ৩০০ টাকাকেই ডিভিডি এর মূল্য হিসেবে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন এই জন্য এর মূল্য রাখা হচ্ছে মাত্র- ৩০০ টাকা!!!
ডিভিডি এর উপর স্বাক্ষরঃ
আপনার কেনা প্রতিটি ডিভিডিতে অবশ্যই এই স্বাক্ষর দেখে নিবেন। এই স্বাক্ষর ব্যতীত সকল ডিভিডি নকল হিসেবে গন্য হবে এবং এর দায়ভার কোন অবস্থাতেই আইটি বাড়ি এর নয়।
ভাল থাকবেন সবাই।

আব্দুল কাদের (এডমিন)


Latest posts by আব্দুল কাদের (এডমিন) (see all)
- SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন - September 20, 2018
- ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!] - August 16, 2018
- আগামী ২০-৩০ বছরে চাকরী যেতে পারে ৬০-৮০% অসৃজনশীল পেশার চাকরিজীবীদের! বিশ্বাস হচ্ছে না? এটা পড়ুন - July 25, 2018
Really helpful for bangladeshi freelancers for online income. I want to get a DVD. Please help me – 01924480898
অসাধারন একটি ভিডিও ওডেক্স। আপনাকে ধন্যবাদ
abdul kader bhi ..ami apnar seo DVD cours korsi ..onek valo thnkx apnake ….. kinto sob dvd korlen ..add posting cours ar kono DVD kolen na keno …add posting ar DVD koren plase … plase reply den add posting dvd korben kobe…
এটা সম্পর্কে আমি সিউর না, তবে সময় পেলে করব ইনশাআল্লাহ্
Mr. A Kader already I seen your SEO tutorials at you tube. I think its very helpful to me. so I just want to buy your SEO tutorials, now how can I get this? thank you. 🙂
nice post i will try it
কাদের ভাই আমি আপনার এসইও টিউটোরিয়াল নিয়েছি এবং যতেষ্ঠ উপকৃত হয়েছি। আমি এখন ওডেস্ক ভিডিও টিউটোরিয়াল নিতে চাচ্ছি আমি কি ভাবে নিব বলবেন PLZ……
একই পদ্ধতিতে সংগ্রহ করতে পারবেন।
Hmm… Valo laglo post ti.
CD kotha theke collect kora jabe ?