কিভাবে আপনার/ক্লাইন্টের সাইটকে গুগল এর প্রথম পেজে নিয়ে আসবেন। ভিডিও সহ মেগা পোস্ট।

আসসালামু আলাইকুম। আইটি বাড়ি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আবার লিখছি। ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে এখন এসইও এর অনেক চাহিদা। এসইও নিয়ে ফেসবুক গ্রুপ খোলার পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে যে- “কিভাবে ক্লাইন্ট এর সাইট গুগল এর প্রথম পেজে নিয়ে আসব” হ্যাঁ, কথা কিন্তু পুরোই সত্য। এই ধরনের অনেক কাজ পাওয়া যায় বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেট গুলোতে যেমন- ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়ে দাড়ায়, বেশীরভাগ লোক যারা এসইও এর জগতে নতুন তারা বুঝতেই পারে না, কাজটি কোথা থেকে শুরু করবে, কি কি করবে, কিভাবে ক্লাইন্টকে কাজ সাবমিট করবে ইত্যাদি ইত্যাদি। এই রকম যারা যারা আছেন তাদের জন্যই আজকের এই টিউন।

তাহলে চলুন বিস্তারিত দেখে নিই এই ধরণের কাজ পেলে আপনাকে কি কি করতে হবেঃ

কথা আগে বাড়ানোর আগে একটু পেছনে যাই। যারা যারা এসইও এর কাজ জানেন না বা এসইও সম্পর্কে তেমন কোন ধারনা নেই তারা এই পোস্টটির অনেক কথা নাও বুঝতে পারেন। তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনি আগে এসইও এর কাজ শিখে নিন। এসইও শেখার জন্য এখানে ক্লিক করুন।

তো চলুন ফিরে আসা যাক, ধরে নিলাম আপনি এই রকম একটি কাজ পেয়েছেন। তাহলে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো নিচে পয়েন্ট আকারে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে-

local-seo-in-bangladesh
১. যাচাই করুন এসইও কোন ধরণের হবে-
এই ধরণের কাজে আপনার প্রথম কাজ হবে আপনার ক্লাইন্টকে জিজ্ঞেস করা যে উনি ঠিক কোন ধরণের এসইও চান? এখানে দুই ধরণের এসইও হতে পারে, একটা হতে পারে লোকাল এসইও আবার আরেকটা হতে পারে ওয়ার্ল্ডওয়াইড এসইও। লোকাল এসইও বলতে বোঝায় কান্ট্রি অনুযায়ি এসইও, যেমন- ক্লাইন্ট যদি চান তার সাইট Australia তে ভাল করুক তো এই ক্ষেত্রে তিনি সবার আগে লোকাল এসইও কেই প্রাধান্য দিবেন। কারন, সাধারন ভাবে ৮০% লোকই নিজ দেশের গুগল ব্যবহার করে। অনেকে হয়ত এটা ভাবছেন যে, গুগল তো গুগল ই, এটা আবার নিজ দেশের কি, আবার অন্য দেশেরই কি?
আপনিও যদি এমনটি ভেবে থাকেন তাহলে বলব, এখনি গুগলে যান, এবং উপরে যেখানে লিঙ্ক থাকে সেখানে দেখুন তো, https://google.com লিখা আছে নাকি https://google.com.bd লিখা আছে? কোনটা পেলেন? আপনার আইপি যদি বাংলাদেশের হয়ে থাকে বা আপনি যদি https://google.com কে ডিফল্ট হিসেবে সেট না করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন সেখানে https://google.com.bd লেখা আছে। ঠিক এই রকমই Australia এর জন্য https://google.com.au থাকে। বেশির ভাগ লোকই গুগলে সার্চ করার জন্য তাদের নিজেদের মানে লোকাল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। আর যদি আপনার ক্লাইন্টের সাইটটি লোকাল কোন কাজের জন্য হয়ে থাকে, যেমন- কোন হাসপাতাল বা কোন গাড়ির রিপেয়ারিং সাইট তাহলে তিনি চাইবেন লোকাল র‍্যাঙ্কিং এ আগে থাকতে। আর এই জন্যই আগে ভাল করে সিউর হয়ে নিন ক্লাইন্ট কি লোকাল গুগল এর রেজাল্টে টপে আসতে চান, নাকি https://google.com এর রেজাল্টে টপে আসতে চান। তবে, এক্ষেত্রে বলে রাখা ভাল যে, লোকাল গুগল এর সার্চ রেজাল্ট এবং ইন্টারন্যাশনাল গুগল এর সার্চ রেজাল্টে ৫-১০% পার্থক্য থাকতে পারে। আশা করি সবাই লোকাল এবং ইন্টারন্যাশনাল এসইও এর ব্যাপারটা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে কমেন্টে জানাবেন, এই নিয়ে আরেকটা পোস্ট করব ইনশা-আল্লাহ।

onpage-optimization-bd
২. অনপেজ অপ্টিমাইজেশনটা সেরে ফেলুনঃ
এবার সবার আগেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্লাইন্টের সাইটের অনপেজ অপটিমাইজেশন। তবে এক্ষেত্রে আগে ভাল করে দেখে নিন, আগে থেকেই সেটা করা আছে কিনা। যদি করা থাকে তাহলে আর করতে হবে না। অনেকেই হয়ত বুঝতে পারছেন না, অনপেজ অপটিমাইজেশন আবার কি? এটা হচ্ছে এসইও এর প্রথম ধাপ। এসইও এর এই ধাপে কিছু কাজ করা হয় যার মাধ্যমে আপনার সাইটকে সরাসরি গুগল এ সাবমিট করা হয়। ভাল করে দেখে নিন, ক্লাইন্টের সাইটটি গুগলে সাবমিট করা আছে কিনা? সাইটটির জন্য গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার করা হয়েছে কিনা। সাইটটিতে গুগল অ্যানালাইটিক আছে না। এখন ভাবছেন কিভাবে বুঝবেন এইগুলো আছে কিনা? সরাসরি ক্লাইন্টকেই জিজ্ঞেস করুন এই টুলস গুলো ব্যবহার করা আছে কিনা। ক্লাইন্ট ই বলে দিবে। যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে দেখে নিন সঠিক ভাবে ব্যাবহার করা আছে কিনা, আর না থাকলে আপনি করে দিন।

অনপেজ অপটিমাইজেশন সম্পর্কে ধারনা পেতে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখুন:

 

need-time-in-seo

৩. একটু সময় নিনঃ

ধরলাম আপনার ক্লাইন্টের সাইটে আগে অনপেজ ছিল না এবং আপনি অনপেজ অপটিমাইজেশন করেছেন। এখন একদিন অপেক্ষা করুন। দেখুন ক্লাইন্ট এর সাইটে কোন পরিবর্তন আসে কিনা, এখানে আমি বোঝাতে চাচ্ছি, গুগল কে একদিন সময় দিন সাইটকে ক্রল করার জন্য এবং সাইটের অন্যান্য এইচটিএমএল Structure খতিয়ে দেখার জন্য। কারন ক্রল করতে বেশি সময় লাগবে না, কিন্তু আপনার সাইটের আরও অনেক কিছুই গুগল কে দেখতে হবে এই জন্য একদিন অপেক্ষা করুন এবং একদিন পর ওয়েবমাস্টার টুলস এ গিয়ে দেখুন কোথাও কোন গণ্ডগোল আছে কিনা। থাকলে ঠিক করে দিন।

গুগল ওয়েবমাস্টার্স টুলস কি জানতে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখুন:

keyword-analysis-in-bd
৪. এবার কিছু কিওয়ার্ড আন্যালাইসিস করুনঃ

এবার সময় হয়ে গেছে কিওয়ারড নিয়ে নাড়াচাড়া করার। আপনি যদি এসইও আগে জেনে থাকেন তাহলে অবশ্যই জানেন কিভাবে এসইও এর জন্য কিওয়ার্ড এ্যনালাইসিস করতে হয়। আপনার ক্লাইন্টের সাইটের মেইন কি ওয়ার্ড গুলো আগে এক জায়গায় লিখুন। তারপর সেই কিওয়ার্ড গুলো গুগল প্ল্যানার (আগের এডওয়ার্ড) টুলস এর সাহায্যে একটু দেখে নিন, এর কম্পিটিটর কেমন। দেখবেন এই রিসার্চ করতে গেলে রিলেটেড আরও অনেক কিওয়ার্ড বের হয়ে আসবে। সেগুলো ও লিখে রাখুন। এবার আপনার লিখা কিওয়ার্ড গুলো দিয়ে একটি এসইও নির্ভর মেটা ট্যাগ তৈরি করুন। সেই মেটা ট্যাগটি আপনার ক্লাইন্টের সাইটে স্থাপন করুন।

মেট্যা ট্যাগ নিয়ে আমাদের তিডিও টিউটোরিয়াল দেখুন:

কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখুন
পার্ট-১ঃ

পার্ট-২ঃ

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য একটি এসইও সহায়ক প্লাগইন দেখুন এখানে:

content-in-seo-bd
৫. সাইটের কনটেন্ট নির্বাচনঃ
আপনার ক্লাইন্টের সাইটের কনটেন্ট নির্বাচন অতি জরুরী। কনটেন্ট গুলো যেন মান সম্মত হয় এবং এসইও নির্ভর হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। ক্লাইন্টের সাইটে আগে থাকতেই যে সকল পোস্ট থাকবে সেগুলো এডিট করুন। এখানে কিন্তু আমি, কনটেন্ট পরিবর্তন করতে বলছি না, আমি বলছি সেই পোস্ট গুলোতে মেটা ট্যাগ যুক্ত করুন, পুরো সাইটে দেখুন কোন ডুপ্লিকেট মেটা আছে কিনা? থাকলে রিমুভ করুন। তাছাড়াও সাইটে নতুন কনটেন্ট বা পোস্ট লিখার সময় খেয়াল রাখুন এসইও এর নিয়ম মেনে লিখছেন কিনা? আর যদি ক্লাইন্ট আপনাকে দিয়ে কনটেন্ট না লিখায়, তাহলে ক্লাইন্টকে পরামর্শ দিন যে, এই এই ভাবে এসইও মেনে কনটেন্ট লিখতে।

যারা যারা এসইও মেনে কিভাবে সবচেয়ে ইফেক্টিভলি কনটেন্ট লিখতে হয় জানতে চান, তারা আমাদের ভিডিও দেখুনঃ

৬. এবার শুরু করুন ব্যাকলিঙ্কঃ

এসইও তে ব্যাকলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার সাইটের পেজর‍্যাঙ্ক বাড়াতে সাহায্য করে। অনেকেই বলে থাকেন এসইও তে হামিং বার্ড আপডেট আসার পর নাকি ব্যাকলিঙ্ক এর কোন গুরুত্ব নেই?!? কিন্তু কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা জানি না। আমার খুব রিসেন্টলি চলা ওডেস্ক এর একটি কাজে, আমি নিজে দেখেছি, নিয়মিত ব্যাকলিঙ্ক এর ফলে মাত্র দেড় মাসেই ক্লাইন্টের সাইটের পেইজর‍্যাঙ্ক ০ থেকে ৩ এ চলে এসেছে। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন-https://bostonmedicalgroup.com/

কাজেই শুরু করে দিন ব্যাকলিঙ্ক। এখানে যে কোন ধরনের ব্যাকলিঙ্ক করলেই হবে।(তবে ভুলেও স্প্যাম এর চিন্তা করবেন না। এখানে স্প্যাম বলতে- ব্যাকলিঙ্ক এর জন্য কোন অটো সফটওয়্যার ব্যবহার করা, স্প্যাম সাইটে লিঙ্ক দেয়া, লিঙ্ক ইন্টারচেঞ্জ ইত্যাদি বোঝায়।) তবে, বিশেষ করে, সোশ্যাল বুকমারকিং এবং ব্লগ কমেন্ট অনেক তাড়াতাড়ি রেজাল্ট দেয়। তবে ব্যাকলিঙ্ক এর জন্য লিঙ্ক খোজাই হল প্রধান সমস্যা। এই সমস্যা আর কোন সমস্যা থাকবে না আশা করি যদি আপনি নিচের ভিডিওটি দেখেন।

দেখে নিন কিভাবে ব্যাকলিঙ্ক এর জন্য লিঙ্ক খুজবেনঃ

৭. ধৈর্য ঃ

শেষ কথা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। কারন এসইও কোন অতি দ্রুত প্রসেস নয়। এটা আস্তে আস্তে রেজাল্ট দিবে। কাজ গুলো করতে থাকুন দেখবেন ক্লাইন্টের সাইটের ট্রাফিক এবং র‍্যাঙ্কিং এ ব্যাপক পরিবর্তন আসবে।

টিউন সহায়ক লিঙ্কঃ
এই টিউনটি আপনাকে আরও হেল্প করতে পারে।

এসইও তে যেভাবে ফার্স্ট পেজে আসবেন।

আরেকটি এসইও সহায়ক লিঙ্ক।

 

টিউনটি ভাল লেগে থাকলে ফেসবুকেও আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। নিচ থেকে এক ক্লিকেই আপনার বন্ধুর কাছে পৌঁছে দিন আমাদের টিউন। ভাল থাকবেন সবাই। আল্লাহ্‌ হাফিজ।

ফেসবুকে শেয়ার করুন-

32 Responses

  1. ভালো লিখছেন ভাই । Keep up! তবে র‌্যাকিং এর ক্ষেত্রে কিওয়ার্ড অপটিমাইজেশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে । অনেকে ওভার অপটিমাইজ করে দ্রুত সাইট র‌্যাকিং এ আনে । সেক্ষেত্রে সাইটের পেনাল্টি খাবার সম্ভাবনা দ্রুত বেড়ে যায় ।

  2. এখানে যে কোন ধরনের ব্যাকলিঙ্ক করলেই হবে।
    এই কথাটার সাথে একমত হইতে পারলাম না ভাই।
    তাহলে স্পামি ব্যাকলিঙ্ক বলতে কিছুই থাকতো না।

    তবে এত সুন্দর করে টিউটোরিয়াল আকারে লেখার জন্য ধন্যবাদ আপনার অবশ্যই প্রাপ্প।

    1. ভাই, স্প্যাম তো আগেই বাদ। ওইটার কথা তো ভুলেও চিন্তা করা যাবে না। এখানে আমি, ব্লগ কমেন্ট, ফোরাম পোস্টিং, সাইটেশন বিল্ড আপ ইত্যাদি বুঝিয়েছি। তবে অবশ্যই কিন্তু লিগেল উপায়ে। কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

  3. আপনাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় তাহলে আপনাদের SEO Bangla Tutorial Part-20 এবং SEO Bangla Tutorial Part-21 এর ভিডিও টিউটোরিয়াল দুটো দিলে ভাল হয়।

  4. Hello
    This nijam thanks for you informative information about hole process of seo, this is would be very helpful for us.But I would like to know some thing about the meaning of .edu or .gov. I mean what does it mean by .edu or .gov?
    And one another thing i could not understand that you described on NO ৫. সাইটের কনটেন্ট নির্বাচনঃ
    আমি বলছি সেই পোস্ট গুলোতে মেটা ট্যাগ যুক্ত করুন, পুরো সাইটে দেখুন কোন ডুপ্লিকেট মেটা আছে কিনা?
    Which mata tag will i include in my site constant? Is this meant you described No 4 video.If it is, Will i include this mata tag each an every post in my web site?

    Sorry for my bad English, I can’t type Bangla.

    Thanks

  5. ভাই আমি তেমন সিও বুঝি না কিন্তু আমার সাইট আমি নিজেই সিও করলাম এবং অলেক্ষা রাংক ১৭১ লাখ থেকে ১ মাসে ১২ লাখে নামিয়ে আনলাম. দেখেন তো আমার সাইট এর কি অবস্থা এবং আরো ভালো করার জন্য কি করতে হবে এবং কোনো সমস্যা আছে কি না. http://www.bestsocialplan.com
    মোটামুটি অনেক কাজ ই শেষ করেছি তারপরও বুঝতেছিনা আরো কি কি করতে হবে. [email protected] এমাইলে রেপ্লি দিলে অনেক উপকৃত হোম ভাই. নেট স্পীড কম এর কারণে ভিডিও গুলো দেখতে পারলাম না.

    1. আমি ও বুঝতে পারলাম না যে আমার র‌্যাংক ও এ্যালেক্সাতে দিন দিন কমতেছে। আরো কমাতে কি কি করতে পারি একটু বলবেন কি??? আসলে এস.ই.ও জানা না থাকলে কোন লাভই নাই সাইট করে।

      1. একদম ঠিক কথা বলেছেন ভাই। এসইও এর বেসিক জ্ঞান জানা থাকলে সাইট করে কোন লাভ নাই।

      1. অনলাইনে কাজ করার জন্য বেস্টসেলার কোর্সগুলো এখানে দেখুন স্যার- https://www.itbari.com/order-dvd/

  6. আপনি এখানে একটা কথা বলেছেন যে আগে ক্লাইন্টের কাছ থেকে জানতে হবে সে লোকাল এস ই ও করাতে চায় না কি ওয়াল্ড ওয়াইড এস ই ও করাতে চায় , কিন্তু আপনি তো এখনে বলেন নি যে লোকাল এস ই ও করতে হবে আর গ্লোবাল এস ই করতে হলে কি করতে হবে সে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন ।

    1. লোকাল এসইও এবং গ্লোবাল এসইও নিয়ে পরে টিউন করব, ইনশা-আল্লাহ্‌

      1. ওকে অপেক্ষায় থাকলাম ২-৩ দিনের ভিতরে দিলে ভাল হয় । –

  7. আপনার এই পোস্ট টি পরে অনেক ভাল লাগলো । আমি এই প্রথন আপনার এই ওয়েব সাইটে
    সব গুল ভিডিও টিউতেরিয়াল ডাউনলোড করে দেকলে এস ই ও সম্পর্কে অনেক ভাল ধারনা হবে
    ধন্যবাদ ভাই আপনাকে

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »