পড়ালেখা বা অন্যান্য কাজের পাশাপাশি আপনিও ইন্টারনেট থেকে আয় করতে পারেন…. [দেখুন কিভাবে]

Last Update:  Jan 18, 2019

পড়াশুনা, চাকরী বা হোক না বেকার বসে আছেন, ঠিক মত চেস্টা করলে মাত্র কয়েক মাসের মধ্যেই আপনিও অনলাইনে শুরু করতে পারেন নিজের অন্যরকম ক্যারিয়ার।

প্রথমেই জেনে নিন, এটা কোন ক্লিক করে টাকা আয় করার সিস্টেম নয় এবং অনলাইনে কাজ করতে গেলে কোন প্রকার অগ্রীম জামানতেরও প্রয়োজন হয় না।

তাহলে চলুন, দেখে নেয়া যাক কিভাবে আপনিও আপনার কাজের পাশাপাশি অনলাইন ভিত্তিক ক্যারিয়ার গড়তে পারেন….

[ **শেষ পর্যন্ত সময় নিয়ে পুরো লিখাটি পড়ুন এবং দেখুন **]

চলুন শুরুতেই ইন্টারনেটে আয় নিয়ে একটি টিভি প্রতিবেদন দেখে নিইঃ

তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় তারা আসলে কি করে আয় করে?

হ্যাঁ, অনলাইনে আয়ের বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে সেরা এবং গ্যারান্টিড উপায় হল ফ্রীল্যান্সিং করা। ফ্রীল্যান্সিং হল স্বাধীন পেশা । এখানে আপনাকে কোন প্রকার ইনভেস্ট করতে হবে না এবং কাজ করার কোন বাধ্যবাধকতাও নেই । আপনি যে টুকু কাজ করবেন তার টাকা আপনি পেয়ে যাবেন ।

কিন্তু কাজ করতে হলে আপনাকে আগে অবশ্যই কাজ শিখতে হবে। এই ক্ষেত্রে আপনার একমাত্র ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার শ্রম আর মেধা। এবার যদি বলেন,  নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটি, তার উত্তর বলতে হবে আসলে এখানে কোন কাজই সহজ নয়।

হ্যা, ভালো করে শুনে রাখুন, ইন্টারনেটে ইনকাম একদম পানিভাত টাইপের কিছু না। তবে পরিশ্রম করতে পারলে এখান থেকে এমন পরিমাণ আয় করা সম্ভব যা আপনি সারা জীবনেও হয়ত লোকাল কোন কম্পনীতে চাকরী করে আয় করতে পারতেন না।

আর এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর কাজ শেখা।

কারন,

  • এটি শিখতে কম সময় লাগে, এর চাহিদাও ভাল
  • শুধুমাত্র Web Design এর কাজ দিয়েই প্রতি মাসে ২০-৮০ হাজার টাকা+ ইনকাম করা সম্ভব
  • এটি শিখে আপনি অনলাইনে চাকরি এবং ব্যবসা দুটোই করতে পারেন। ব্যাপক সম্ভাবনা রয়েছে এই সেক্টরে।
  • আপনার এক পয়সাও জামানত রাখতে হবে না বা চাকরীর জন্য কোথায় ঘুষও দিতে হবে না
  • ওয়েব ডিজাইন দিয়ে অনলাইন ক্যারিয়ার শুরু করার অন্যতম প্রধান কারন হচ্ছে, এর ক্রমবর্ধমান কর্মক্ষেত্র। এটি শিখতে অন্যান্য অনেক কাজের তুলনায় সহজ এবং যেহেতু এর প্রচুর চাহিদা হয়েছে তাই শেখার পরে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে।
  • এছাড়াও ওয়েব ডিজাইন শেখার আরেকটি প্রধান কারন হচ্ছে, এটি এখন শিখলে এখনই কাজ করা সম্ভব, তাই অন্যান্য কাজের মত কাজ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না।

আসলে ওয়েব ডিজাইন জিনিসটা কি?

এক্কেবারে সহজ কথায় বললে, Web Design and Development হচ্ছে ওয়েবসাইট তৈরি করার কাজ। যদি জানতে চান ওয়েবসাইট কি, তাহলে আপনি এখন যে সাইটে এই লিখা গুলো পড়ছেন এটিই একটি ওয়েবসাইট। আরো একটি উদাহরন দেয়া যায়, আমরা যে ফেসবুক ব্যাবহার করি এটাও একটি ওয়েবসাইট 😀 !

এই রকম প্রতিটা কোম্পানী বা অনেক ব্যাক্তিরাও তাদের নিজেদের অনলাইন পরিচিতির জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে যাতে করে ইন্টারনেট থেকে তাদের সম্পর্কে বিভিন্ন মানুষ তথ্য জানতে পারে।

কত দিন লাগবে শিখতেঃ

আপনি যদি একেবারে নতুনও হন, তবুও আপনি ২-৩ মাস ভাল মত চেস্টা করলে কাজ করার লেভেলে যেতে পারবেন। তবে এই ক্ষেত্রে কাজ গুলো শিখে আপনাকে আরও কিছুদিন ভাল করে প্র্যাক্টিস করতে হবে। এরপর আপনি বিভিন্ন ফ্রীল্যান্সি মার্কেট সহ বিভিন্ন ভাবে ওয়েব ডিজাইনের কাজ করে আয় করা সম্ভব।

কিভাবে শিখবেন?

ওয়েব ডিজাইন শেখায় এমন অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে। এদের অধিকাংশই এর ফুল কোর্স শেখাতে ১০-৪০ হাজার টাকা নিয়ে থাকে। ফলে নতুনদের জন্য এটি এক বিশাল বড় বাধা হয়ে দাড়ায় ।

আবার দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতিদিন তাদের অফিসে গিয়ে এত সময় দিয়ে কাজ শেখাটাও একটা সমস্যা।

ঠিক এমনটি বিবেচনা করেই আইটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছে পূর্ণাঙ্গ রূপে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট  এর কাজ শেখা এবং অনলাইনে আয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল

এই টিউটোরিয়ালটি অত্যন্ত সহজ ভাষায় বিস্তারিত করে তৈরি করা হয়েছে । এটি দেখে একদম যারা নতুন তারাও কাজগুলো শিখতে পারবেন এবং কাজ শেখা শেষে এই ডিভিডি তে অনলাইনে আয় করার জন্য সঠিক পদ্ধতিগুলো নিয়ে বেশ কিছু গাইডলাইন মূলক টিউটোরিয়াল রয়েছে, যাতে করে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে কিভাবে আয় করবেন সেই সম্পর্কে সঠিকভাবে এগুতে পারেন।

ইউটিউব এ দেয়া আমাদের অল্প কিছু ভিডিও প্রায়  ৩.৮ মিলিয়নেরও অধিক বার দেখা হয়েছে!! তাহলে বুঝতেই পারছেন এর কোয়ালিটি সম্পর্কে।

[box type=”success” align=”” class=”” width=””] টিউটোরিয়ালটি একজন ফ্রীল্যান্সার হিসেবে সম্পূর্ণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি করা হয়েছে, তাই এটি বাস্তব সম্মত এবং নতুনদের জন্য বিশেষ সহায়ক গাইডলাইন [/box]

বাংলাদেশে এই প্রথম একইসাথে  Web Design+Development এর বাংলা টিউটোরিয়াল, সাথে অনলাইনে আয় গাইডলাইন একদম ফ্রী!

[sc name=”WG Image LeftRight Section”]

[button color=”red” size=”big” link=”https://www.itbari.com/order-dvd/?utm_source=h2ern_page&utm_medium=button_click&utm_campaign=internal_order” icon=”fa-hand-o-right” target=”false”] Get it NOW![/button]

** সব মিলেয়ে এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুল কোর্স এর সাথে তুলনা করতে পারেন এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই টিউটোরিয়াল এ যা কিছু শেখানো হয়েছে বাংলাদেশের ৯০%+ প্রতিষ্ঠানেও এই রকম শেখানো হয় না, যাচাই করতে এই পোস্টের শেষের দিকে থাকা ডেমো ভিডিও গুলো দেখে নিতে পারেন

এই ডিভিডি এর মাধ্যমে খুব ভালভাবেই আপনি Web Design and Development এর কাজ শিখতে পারবেন, যেটাকে কাজে লাগিয়ে ক্লাইন্ট সহ নিজের সাইটেরও কাজ করতে পারবেন। এমনকি ওয়েব ডিজাইনের এই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও অনেক উপায়েই অনলাইন থেকে উপার্জন করা সম্ভব।

** শুধু তাই নয়, এই কোর্সটি জানা থাকলে অনলাইনের পাশাপাশি আপনি লোকাল দেশীয় কোম্পানীতেও ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন

 এক নজরে দেখে নিন কি কি পাচ্ছেন ই কোর্সটি থেকে-

  • একদম জিরো থেকে ওয়েব ডিজাইন+ ডেভেলপমেন্ট দুটোই শেখার গাইডলাইন (নিচের টপিক গুলো দেখুন)
  • HTML 4 + HTML 5, CSS 3, JavaScript, jQuery, Bootstrap 4, PSD to HTML, Responsive Web Design, Basic PHP, WordPress Theme Development – (From Scratch to Dynamic Theme )
  • ৩৫০ টি+ HD ভিডিও লেকচার
  • ৪৯ ঘণ্টা+ লেসন
  • প্র্যাক্টিক্যালি কাজ করার গাইডলাইন
  • ফেসবুক গ্রুপ এবং ইমেইলের মাধ্যমে সাপোর্ট

“সাথে বোনাস হিসেবে থাকছে লক্ষাধিক টাকার পেইড ওয়ার্ডপ্রেস থিম+প্লাগিন লাইসেন্স একদম ফ্রী!!”

“ওয়েব সাইট ডিজাইন এর উপরে  ইন্টারনেটে কাজ করার বেস্ট সেলার টিউটোরিয়াল এটি”

এছাড়াও স্পেশাল বোনাস হিসেবে থাকছে, কিভাবে ফ্রীল্যান্সিং মার্কেটে অ্যাকাউন্ট করবেন, টাকা তুলবেন তার প্র্যাক্টিক্যাল ভিডিও। বোনাস ভিডিও গুলো ডিভিডি তে দেয়া সিক্রেট গ্রুপে পাওয়া যাবে।

live-video-by-itbari

কোয়ালিটি যাচাইয়ের জন্য DVD এর ভেতর থেকে ১টি বা ২টি নয়, বরং পুরো ২০ টি ভিডিও দেখে সিদ্ধান্ত নিনঃ

[box type=”success” align=”” class=”” width=””]এই ফুল কোর্সে রয়েছে ৩৫০টি+ HD বাংলা ভিডিও লেসন যার মোট ডিউরেশন ৪৯ ঘণ্টা+ !![/box]

[box type=”info” align=”” class=”” width=””] এই ৪৯ ঘণ্টা কিন্তু একদম সরাসরি লেসন। অনেক প্রাতিষ্ঠানিক ক্লাসে দেখা যায় ৪ ভাগের ৩ ভাগ সময়ই গল্প, প্র্যাক্টিস ইত্যাদি করতে করতে চলে যায়, কিন্তু এখানে এই ৪৯ ঘণ্টাই কিন্তু সরাসরি লেসন, তাই সে হিসেবে এটাই যদি কোন একাডেমিক কোর্স হত তাহলে প্রায় ১২০ ঘণ্টা+ সমমানের কোর্স হত এটি [/box]

এবং আমরা জানি আমাদের কয়েক’শ সফল ছাত্রদের মত আপনিও বুঝে গেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে!  অর্ডার করুন এখানে

************************************************************

“জীবনে সব ক্ষেত্রে সফলতা চান? তাহলে শিক্ষার পেছনে খরচ করতে শিখুন”

কোর্সটি সম্পর্কে আমাদের স্টুডেন্ট এবং ইন্ডাস্ট্রি-এক্সপার্টরা যা বলেনঃ

[tc-testimonial]

পরিশ্রমী স্বপ্নবাজদের কোর্স এটি, পরিশ্রম করতে রেডি তো? তাহলে অর্ডার করুন আপনার কপিঃ

[wpforms id=”4744″ title=”false” description=”false”]

want-to-know-more-about-ITBARI-web-design-tutorial

এই কোর্স অর্ডার প্রনালী অথবা কোর্স সম্পর্কে আরো জানার থাকলে সরাসরি মেসেজ করুন এখানে ক্লিক করে।

80 Responses

  1. Matro kichudin agei collect korechi tutorial gulo. Apnar bojhanor dokkhota osadaron vai. Thanks vai emon tutorial bananor jonno. Secret group e request diyechi, kindly add kore niben please.

    1. জি অবশ্যই ভাই। আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

    1. কেন নয়, অবশ্যই ভাই। ২০ টা বাংলা টিউটোরিয়াল তো দেয়াই আছে উপরে, সেখান থেকে দেখেই সরাসরি যাচাই করে নিন।

  2. ভাই এই কোর্স টা করতে কততুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বলে আপনি মনে করেন

    1. এর জন্য কোন আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগে না, সামান্য ইংরেজী জ্ঞান আর বাংলা ভাষা বুঝলেই শেখা সম্ভব

  3. ami web design and development er sobgulo dvd online e order korechi.koekdiner moddhe dvd gulo hate pabo.further kono somossa hole apnader sathe jogajog kora o sekhar jonno je secret group er kotha bolechen segulo kivabe janbo.

    1. ওই তথ্যগুলো ডিভিডি এর ভেতরেই দেয়া থাকবে, ১-৩ দিন লাগতে পারে ডিভিডি আপনার নিকট পৌছতে, ধন্যবাদ

  4. ভাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই হয়নি আপনার একটা গাইড এ আমি ফ্রিল্যান্সার হয়ে যাব আমি বিশ্বাস করতে পারছি না

    1. আমার জানা নেই আপনি কোন জায়গা থেকে কোর্স করেছেন বা কিভাবে চেস্টা করেছেন, আপনি হয়ত সঠিক ভাবে চেস্টা করতে পারেন নাই তাই ব্যর্থ হয়েছেন, তবে আমাদের এখানে একদম সঠিক রাস্তাটাই দেখানো আছে, আর আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি হতাশ, নিজের প্রতি কনফিডেন্স আগে আনতে হবে, আপনি যদি নিজের প্রতিই আস্থা না রাখতে পারেন তাহলে পৃথিবীর কোন গাইডেই কাজ হবে না। আশা করি টিউটোরিয়াল গুলো আপনাকে পুনরায় আশাবাদী করে তুলবে। কারন এটা শুধু লেকচার নয়, এটা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন 🙂

    1. জী সম্ভব, ইংরেজী আস্তে আস্তে এর সাথে ডেভেলপ করতে পারেন,

  5. আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর টিওটোরিয়াল টা আসলেই অনেক ভালো হইছে। এক কথায় অসাধারন!!!!! ভাইয়া, গ্রাফিক্স ডিজাইন এর উপর একটা টিওটোরিয়াল দিলে খুব উপকৃত হতাম।
    ঠিক ওয়েব ডিজাইন এর মতো বেসিক এলিমেন্ট দিয়ে একটা টিওটোরিয়াল বানালে শুধু আমি না, অনেকেই আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ভাইয়া, একটু কি ভেবে দেখবেন????

    1. জী ভাই চেস্টা থাকবে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

  6. vai ami o ei dvd ta nichi..chandpur e apmi kuriar kore pathaicilen…bro really onek kicui shikte parlm..tnxxx vai..doaa koirn jeno valo kichu korte pariii.

    1. যদি কিনে থাকেন, তাহলে কতটুকু শিখতে পারছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ

  7. আমার কাজ শেখার অনেক শখ, কিন্তু শেখার সুযোগ হয়না।ভিডিও গুলো থেকে কি শত্য শেখা যাবে?

    1. আমাদের কথায় বিশ্বাস না করে উপরেই তো ২০ টা ভিডিও দেয়া আছে, সেখান থেকে দেখে নিজেই যাচাই করে নিন ভাই, ধন্যবাদ

  8. আপনাদের আইটি বাড়ির চট্টগ্রামে কি কোন শাখা আছে । জানাবেন ।

    1. নাহ, ঢাকার বাইরে আমার কোথাও কোন শাখা নেই, তবে আপনি সেখান থেকে আমাদের টিউটোরিয়াল গুলো কিনে বাসায় বসেই শিখতে পারেন। ধন্যবাদ

    1. শুধু মিনিমাম না ভাই, আপনি প্রো কোয়ালিটির ওয়েবসাইট ও তৈরি করতে পারবেন, কারন এখানে হাতে ধরে কয়েকটি ওয়েবসাইট তৈরি করেই দেখানো আছে

    1. এখানে একদম প্রথম থেকেই শুরু করা হয়েছে ভাই, ধন্যবাদ

  9. আমি প্রায় ১বছর ধরে সময় নিয়ে ডিজাইন এবং ডেভেলাপমেন্ট শিখছি। আমি জানি অনলাইনে কাজ করা যায় কিন্তু আমি চাই কোন একটা অফিসে নিজের কোয়ালিটি প্রকাশ করতে। আপনাদের জানামতে কোন অফিস আছে কি যেখানে আমি কাজ করতে সক্ষম হতে পারি? থাকলে জানাবেন প্লিজ

    1. ভাই, অফিসে গিয়ে কোয়ালিটি প্রকাশ করা যায় না, অফিসে যাওয়ার আগেই কাজ শিখে সাথে করে দক্ষতা নিয়ে যান। দক্ষতা বা যোগ্যতা না থাকলে কেউ আপনাকে কাজ দিবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

    1. এখানে আপনাকে এমনভাবে কাজের জন্য তৈরি করা হবে, যাতে করে আপনি যে কোন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন, এমনকি মার্কেটপ্লেসের বাইরেও কাজ করতে পারেন। আমরা কোর্সে শেখার দিকে বেশী ফোকাস করেছি।

  10. ভাই আমি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর সিডি ক্রয় করেছি । বর্তমানে ভিডিও স্টাডি করতেছি। তাছাড়া আমি এসইও এর সিডি ও দেখেছি । আমার খুব ভাল লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  11. আসসালামু আলাইকুম
    itbari এর সকল এডমিন ভাইদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই রকম ঘরে বসে পরিপূর্ণ একটি কোর্স শিক্ষা নেবার সুযোগ করে দেওয়ার জন্য ।

      1. ভাই আসসালুমু অালাইকুম।।
        আপনাদের ওয়েব গুরু প্যাকেজটা কমপ্লিট করে মোটামুটি কিছু ইনকাম করতে পারবত??

      2. সত্যি বলতে ভাই মুটামুটি কিছু ইনকাম করার জন্য এই টিউটোরিয়াল কোর্স নয়। এটা সম্পূর্ণ প্রোফেশনাল কোর্স এবং প্রোফেশনালি আয়ের জন্যই এটি সংগ্রহ করতে পারেন। কাজেই, কোনমত করলাম আর না করলে নাই এমন চিন্তা থাকলে সফল হতে পারবেন না। মনোযোগ দিয়েই কাজ করার চিন্তা থাকলেই কেবল সংগ্রহ করুন।
        আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ,
        এছাড়াও সমগ্র ঢাকায় হ্যান্ড টু হ্যান্ড এবং ঢাকার বাইরে এস.এ. পরিবহনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এই লিঙ্কে ক্লিক করুন- https://www.itbari.com/order-wdd/

      3. এই নম্বরে যোগাযোগ করুন- 09604400400 (10am-9pm)

    1. বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাকে।

  12. আমি ২০টি টিউটোরিয়ালের মধ্যে ৩টি দেখলাম, সিদ্ধান্ত নিলাম। আগামী মাসেই টিউটোরিয়াল কিনব। এত ভাল শিক্ষক থাকতে অন্য কোথাও যেতে হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ, কাদের ভাইকে।

    1. আপনার কথা শুনে ভাল লাগল। আপানাকে স্বাগতম 🙂

  13. ভাই ইন্টারনেট থেক আয় করার জন্য ভালো ইংরেজি যানা আবশ্যক কিনা।

    1. প্রথমত এতটুকু লাগবে যাতে করে আপনি ক্লাইন্টের লিখা বোঝেন এবং তাকে লিখে বোঝাতে পারেন। আস্তে আস্তে ডেভেলপ করলেই হবে।

  14. আমি এস এস সি পাশ।কম্পিউটার সম্পর্কে বলতে গেলে তেমন ধারণা নেই।আমি কি পারবো?

  15. ভাই আপনার ভিডিও থেকে যদি ৫% সাফল্যের change থাকে সেই ৫% নের মধ্যে আমি একজন হয়ে দেখাবো ইনসাআল্লাহ।

    আমি all ready order করেছি।
    ধন্যবাদ ভাই এমন ভাবে আমাদের উজ্জল পথ দেখানোর জন্য।
    আশা করি যে কোন সমস্যায় পড়লে আপনার সাহায্য পাবো।

    1. আপনার কনফিডেন্সই আপনার সফলতার পথে অনেক বড় প্লাস পয়েন্ট হবে ইনশাআল্লাহ্‌। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমরা সব সময়ই আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ্‌। ধন্যবাদ

  16. ওয়েব গুরু খুব ভালো মানের একটি কোর্স। আমি এটি নিয়েছি এবং মোটামুটি প্রায় শেষের পথে। আমি মনে করি খুব ভালো শিখতে পারতেছি। আমার মনে হয় এটি যে কেউ একটু ভালোভাবে চেষ্টা করলে অনেক ভালো করতে পারবে।

    1. ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার সফলতা কামনা করছি।

      1. আামদের কে এত সুন্দর একটা ইনকামের পথ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ কাদের ভাই,,,আমি সামনের মাসেই টিউটোরিয়াল গুলো কিনে নিব,,,এত ভালো শিক্ষক থাকতে অন্য কোথাও যেতে হবে বলে আমার মনে হয় না,,,ধন্যবাদ কাদের ভাই

      2. আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ

      3. লিঙ্ক কেনার জন্য এই নম্বরে কল করুন- 09604400400 (10am-9pm) ধন্যবাদ

  17. i have bought the” web guru” dvd and watching gradually, I am getting astonised, “how easilly a teacher can make the students understand even a difficult topic also! really our kader vai is an excellent teacher,may you live long to serve the nation.

      1. ভাইয়া রাজশাহহীতে কি আপনাদের কোন শাখা আছে?

      2. নাহ ভাই, তবে সেখান থেকে কুরিয়ারে মাধ্যমে আমাদের টিউটোরিয়াল গুলো সংগ্রহ করে বাসায় বসেই শিখতে পারবেন। ধন্যবাদ

  18. ভাই, রংপুরের কোথাও কি আপনাদেন সেল সেন্টার আছে? ওয়েবগুরু + গ্রাফিক্স ডিজাইন কত দাম পড়বে?

      1. জি ইনশাআল্লাহ্‌ সম্ভব। ফ্রীল্যান্সিং করার জন্য কোন প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। ধন্যবাদ

    1. ঢাকার ভিতরে হলে ১ দিন, ঢাকার বাইরে হলে ২-৩ দিন

  19. ভাই, আমি আপনাদের তৈরি কোর্স ফলো করে একটি ওয়েবসাইট তৈরি করেছি। আমার এই ওয়েবসাইটটিকে কি করে আরো ইম্প্রুভ করতে পারব? কিছু টিপস দিলে খুব উপকার হতো ভাই। লিংকঃ https://www.cyberbn.com

    1. ভালই হয়েছে ভাইজান, যেহেতু আপনি আমাদের একজন প্রিমিয়াম স্টুডেন্ট, এই জন্য এই বিষয়ে আপনি চাইলে আমাদের সিক্রেট হেল্পলাইন ইমেইলে মেইল পাঠিয়েই হেল্প নিতে পারেন। আপনাকে ধন্যবাদ

  20. আমি ওয়েব গুরু কোর্সটি কিনতে চাচ্ছি কিন্তু কোর্সটি আমি ডিভিডি আকারে না নিয়ে ডাউনলোড করে নিতে চাচ্ছি। আমি কি এই ভাবে নিতে পারবো।

    1. আপনি এই লিঙ্ক এ গিয়ে অর্ডার করে দিন, আপনাকে ফোণ করে ডাউনলোড লিঙ্ক এর ব্যাপারে কথা বলা হবে- https://www.itbari.com/order-dvd/

      বা আপনি চাইলে সরাসরি এই নম্বরে ফোন করেও অর্ডার করতে পারেন- 09604400400 (10am-9pm)

Leave a Reply