দেশের সেরা এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলা ভিডিও টিউটোরিয়াল

ভিডিও টিউটোরিয়াল হচ্ছে এমন একটি সিস্টেম- যেখানে আপনি আপনার কম্পিউটারে বা স্মার্টফোন মোবাইলে ভিডিও দেখার মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ধরনের বিষয়ে শিখতে পারবেন। আপনি, একই সাথে দেখতে এবং কথা শুনতে পাবেন। বাইরের দেশ গুলোতে অনেক আগে থেকেই ভিডিও টিউটোরিয়াল অত্যন্ত জনপ্রিয় শিক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে আপনি অনেক ভালভাবেই যে কোন বিষয় শিখতে পারবেন তাও আবার ঘরে বসেই এবং এটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোর্স এর থেকে ভাল শেখা সম্ভব।

IT Bari Intorduce Best Bangla Video Tutorial

তাহলে চলুন দেখি ভিডিও টিউটোরিয়াল দিয়ে শেখার কিছু সুবিধাজনক দিকঃ

  1. প্রাতিষ্ঠানিক কোর্সের ক্ষেত্রে যে কোন ক্লাস মাত্র একবার করে হয় এবং আপনি যদি কোন কারনে ক্লাস মিস করেন তাহলে সেই বিষয়ের সেই জায়গায় দুর্বলতা থেকেই যায়, কিন্তু ভিডিও টিউটোরিয়ালে আপনার কাছে সবগুলো লেসন সবসময়ের জন্যই থাকবে। তাই এই ক্ষেত্রে এই ধরনের দুর্বলতা থাকার কোন সুযোগ নেই
  2. প্রাতিষ্ঠানিক কোর্সের ক্ষেত্রে, আপনি এক ক্লাস দুইবার করতে পারবেন না, কিন্তু ভিডিও টিউটোরিয়াল এ আপনি একই লেসন যতবার খুশি দেখতে পারবেন, এতে করে আপনি প্রতিটি বিষয় অত্যন্ত ক্লিয়ারভাবে শিখতে পারবেন
  3. প্রাতিষ্ঠানিক কোর্সের ক্ষেত্রে তাদের ইচ্ছামত ক্লাস করতে হবে, কিন্তু ভিডিও টিউটোরিয়াল এর ক্ষেত্রে আপনি আপনার সুবিধামত যেখানে খুশি যখন খুশি ভিডিও দেখে শিখতে পারেন
  4. প্রাতিষ্ঠানিক কোর্সের ফি অনেক গুন বেশি হয়ে থাকে, কিন্তু ভিডিও টিউটোরিয়াল এর মূল্য সেই তুলনায় অনেক গুন কম

এছাড়াও বাংলা ভিডিও টিউটোরিয়াল এর আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনি প্রতিষ্ঠান থেকে কোর্স করতে গেলে পাবেন না।

প্রশ্ন?

তাহলে চলুন, আপনাদের মনে জাগা কিছু প্রশ্ন দেখা যাকঃ

১. প্রতিষ্ঠানে তো হাতে কলমে শেখায়, আপনাদের টিউটোরিয়াল এ কি শেখান?
হ্যা, প্রতিষ্ঠানে আপনি হাতে কলমে শিখতে পারবেন, কিন্তু আইটি বাড়ি এর টিউটোরিয়াল দেখেও আপনি কিন্তু হাতে কলমেই শিখতে পারবেন, কারন এখানে প্রতিটি কাজ হাতে কলমে করে দেখানো হয়েছে

২. প্রতিষ্ঠানে তো শিক্ষককে সরাসরি প্রশ্ন করতে পারি, আপনাদের পারব কি?
হ্যা, অবশ্যই। এত কম মূল্যে টিউটোরিয়াল বিক্রি করার পরেও আপনাদের জন্য রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ এবং শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আলাদা ইমেইল সাপোর্ট, যার মাধ্যমে আপনারা টিউটোরিয়াল দেখে তৈরি হওয়া যে কোন সমস্যার সমাধান পাবেন।

এখন আমি আপনাকে বলি? আপনার প্রতিষ্ঠানে কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনার প্রতিষ্ঠান কতদিন আপনাকে হেল্প করে?

অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের ৯৫% কোম্পানী যারা ফ্রীল্যান্সিং, আউটসোর্সিং, ইত্যাদির কাজ শেখায় তারা কোর্স শেষ হওয়ার পরে কোন রকম হেল্প প্রদান করে না। এমনকি কোর্সের মধ্যেও তেমন কিছুই শেখায় না। প্রতারণার এমন নজির আমাদের দেশে অন্ত্যন্ত সহজলভ্য। কিন্তু হ্যা, এমন অনেক কোম্পানি আছে যারা কোর্স শেষ হওয়ার পরেও হেল্প করে, কিন্তু তাদের কোর্স ফী অনেক বেশি এবং তাদের সংখ্যা অতি নগণ্য।  তার ওপর শুধুমাত্র ২-৩ টি জেলাতেই হাতে গোনা এই ধরনের কিছু ভাল প্রতিষ্ঠান পাওয়া যাবে। এত কিছুর পরেও এত অল্প মূল্যের ডিভিডি হওয়া স্বত্বেও আপনাদের হেল্প এর জন্য রয়েছে আমাদের ফেসবুক কমিউনিটি এবং ইমেইল সাপোর্ট, যেখান থেকে আপনারা হেল্প পাবেন। তাছাড়া, এডমিন এর ফেসবুক আইডি তো আছেই!

কাজেই আশা করছি হয়ত বুঝতে পারছেন, আমাদের টিউটোরিয়াল গুলোর কোয়ালিটি সম্পর্কে। যারা এখনও পর্যন্ত আইটি বাড়ি এর টিউটোরিয়াল দেখেন নাই তারা কখনই বুঝবেন না যে, ভিডিও টিউটোরিয়াল যেকোন জিনিস শেখার ক্ষেত্রে কতটা হেল্পফুল হতে পারে! তাহলে নিজেই দেখে নিন আমাদের এসইও শিখুন অনলাইনে আয় করুন বাংলা ভিডিও টিউটোরিয়াল এর কিছু ভিডিও এখান থেকে।

আর তাই আমরা চেস্টা করে যাচ্ছি এই ধরণের শিক্ষা ব্যবস্থার প্রসার করতে, যাতে করে আমাদের সবার জ্ঞান গুলো আমরা আমাদের সকলের মাঝে শেয়ার করতে পারি। এতে করে প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব। আশা করি আপনাদের সবাইকেই আমাদের এই চেস্টায় সাথে পাব। কারন, আপনাদের সহযোগিতা ব্যতীত শুধুমাত্র আমাদের একার প্রচেষ্টায় কিছুই সম্ভব নয়।

এই শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইনে আয় এবং ফ্রীল্যান্সিং এর জন্য আমাদের এই পর্যন্ত বের করা কিছু বাংলা টিউটোরিয়াল এর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, এখানে ক্লিক করে।

দেশে চলছে ডিজিটালাইজেশন, বদলে নিন নিজেকে, দক্ষ করে তুলুন নিজেকে। থাকুন আইটি বাড়ির সাথে। যোগ দিন আমাদের গ্রুপে এখানে ক্লিক করে।

এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদের যে কোন মতামত, পরামর্শ আমাদের ইমেইল করুন এই ঠিকানায়- [email protected]

ফেসবুকে শেয়ার করুন-

5 Responses

  1. Bangladesh is very poor country.We are tring to best to devolope our country.It-bari is a good optatin for it i thing.Thanks It-baris people for your work.

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »