১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়।

কিন্তু ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে Revolution Slider প্লাগিন ব্যবহার করে নিমিষেই Super Awesome ডিজাইনের স্লাইডার তৈরি করা যায়!

Revolution Slider Free Bangla Video Course:

উপরের ভিডিও গুলো নতুন রিলিজ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ভিডিও কোর্স থেকে নেয়া হয়েছে। অনলাইনে আয়ের উপযোগী করে ওয়ার্ডপ্রেস ভালভাবে শিখতে চাইলে কোর্সটি দেখতে পারেন এখানে।

অনলাইনে আয়ের ব্যাপারে হেল্প প্রয়োজন? ফেসবুকে যে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এখানে।

পোস্টটি শেয়ার করতে পারেন আপনার বন্ধু-বান্ধবীর সাথে।

ফেসবুকে শেয়ার করুন-

18 Responses

  1. এই প্লাগিন ব্যবহার করলে ওয়েব সাইট লোডিং স্পিডে কোন প্রভাব পড়ে কিনা জানালে খুশি হতাম।

    1. নাহ তেমন কোন ইফেক্ট পড়ে না। এটা ডিপেন্ড করে আপনার ইমেজ কত বড় সাইজের তার উপরে।

  2. আসসালামু আলাইকুম, প্রিয় স্যার। আশা করি ভালো আছেন। আমি আপনার মূল্যবান সময় নস্ট করতে চাই না। আমার কিছু বিষয় জানার প্রয়োজন ছিল। এখন মূল কথায় আসি, আমি html & css মোটামোটি পারি, আগে আমার প্রাকটিস ছিল। আর আপনার কাছ থেকে Web Design & Development DVD টা ও কিনেছিলাম। এখন শুধুমাত্র আমার html & css সম্পর্কে কিছু ধারনা আছে। এখন আপনার কাছে থেকে জানতে চাচ্ছি WordPress theme pluging যে DVD টা রয়েছে, আমি কি সেটা ব্যবহার করা কি আমার জন্য ভালো হবে। আমি চাচ্ছিলাম দ্রুত সময়ের মধ্যে অনলাইন থেকে ইনকাম করবো। এজন্য WordPress theme pluging DVD টা নিতে চাচ্ছি। এখন আপনার কাছ থেকে এটা জানার ছিল আমি কি এটা নিতে পারি আর এটা নেয়ার পর এটা থেকে শিখে কি আমি আনিং করতে পারবো। আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

    1. হ্যালো স্যার, আমাদের নতুন WordPress Theme Customization ভিডিও কোর্সটি দেখে দ্রুতই অনলাইন থেকে আয় শুরু করা সম্ভব। চারদিকে এখন ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট এর চাহিদা প্রচুর বেড়েছে। পাশাপাশি আমাদের দেশীয় মার্কেটেও এর Growth প্রচুর। এজন্য এই কোর্সটি একজন নতুনের জন্য চমৎকার সল্যুশন হবে। এই কোর্সের বিস্তারিত এই লিঙ্কে পাওয়া যাবে- https://www.itbari.com/wtc-course/ আরো কিছু জানার থাকলে জানাতে ভুলবেন না। ভাল থাকবেন।

  3. Hello sir. আমি web গুরু package টি কিনি and আমি html, ও css full & java , Jquary basic জানি এই ২টা YouTube থেকে সিখা . এখন আপনার ওয়েব গুরুর সাথে যে wordpress theme customizetion Course আছে ওইটা শিখে কি ওল্প সময়ের ভিতর Earn করা যাবে? না New Theme coustomizetion Course টা কিনতে হবে? প্লিজ বলবেন।

    আপনার জন্যই Html,Css টা ভালভাবে শিখতে পারা?

    1. আপনি এখন wordpress theme customization ভিডিও কোর্সটি সংগ্রহ করে ফেলুন। সেটা দেখলেই দ্রুত কাজ করার লেভেলে যাওয়া সম্ভব।

  4. হ্যালো, আমি জুয়েল আহমেদ, কেমন আছেন? আসলে আমি ভাবছিলাম ওয়েব ডিজাইন শিখবো আর এমনিতে আমার এইচ.টি.এম.এল ও সি.এস.এস. সম্পর্কে অনেকটাই ধারণা আছে। তাই আমি ওয়েব ডিজাইনটি শিখতে চাই। আপনাদের ডি.ভি.ডি কোর্স থেকে কি পুরোপুরি ওয়েব ডিজাইন শিখা যাবে? আর যদি ডিভিডি থেকে শেখার সময় কোন সমস্যা হয় তাহলে কী কোন সমাধান পাওয়া যাবে? যদি একটু খুুলে বলতেন।তাহলে আমি ওয়েব ডিজাইনের ডি.ভি.ডিটা নিতে চাই।

    1. এই পেইজের আমাদের সকল কোর্স এর বিস্তারিত সিলেবাস এর লিঙ্ক পাবেন- https://www.itbari.com/all-bangla-tutorial/ এবং কোন সমস্যায় আমাদের থেকে ইমেইলের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন।

  5. আমার দেখা মতে সবচেয়ে উপকারী সাইট হলো: আইটি বাড়ি
    আমাদের কে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ

  6. ভাই আপনাদের এই কোর্স কোগুলো কি সাথে সাপোর্ট পাওয়া যাবে না?

    1. জি স্যার, কোর্স গুলোর সাথে সাপোর্ট এরও ব্যবস্থা আছে

  7. আমি আপনাদের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর টিউটোরিয়াল এর ডিভিডি কিভাবে পেতে পারি?
    আমি টিউটোরিয়াল গুলো নিতে চাই,প্লিজ আমাকে বিস্তারিত জানালে উপকৃত হতাম,,

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »

আগামী ২০-৩০ বছরে চাকরী যেতে পারে ৬০-৮০% অসৃজনশীল পেশার চাকরিজীবীদের! বিশ্বাস হচ্ছে না? এটা পড়ুন

(নিচের লিখাটি হয়ত সবার বিশ্বাস হবে না, তবে হ্যা, পোস্টটি  বেশ কয়েকটি নামকরা পত্রিকা এবং এক্সাপার্টদের কেস স্টাডির প্রেক্ষিতে করা হয়েছে, পজিটিভ মেন্টালিটি থাকলেই কেবল পোস্টটি

Read More »