২০১৭ তে যে ৫ টি বিষয় SEO তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সর্বশেষ আপডেট- ১১ জানুয়ারী, ২০১৭

ইন্টারনেট জগতে SEO(এসইও) এক অতি পরিচিত শব্দ। বিভিন্ন সার্চ ইঞ্জিনে নিজের প্রতিষ্ঠানের অনলাইন পরিচিতি প্রকাশের অন্যতম সেরা মাধ্যম এটি। ইউজার কে সঠিক এবং প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট দিতে গুগল সহ প্রায় প্রিতিটি সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত নিয়ে চলেছে বিভিন্ন পদক্ষেপ। কিছুদিন পর পরেই আপডেট হচ্ছে তাদের এলগরিদম, বদলে যাচ্ছে সার্চ রেজাল্টের ধরন। এরই মধ্যে গুগলের সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে নতুন সব চমক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- Structured Search, যার ফলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্খিত তথ্য। যাই হোক, যেহেতু গুগল আমাদের কারোই পৈতৃক সম্পত্তি নয়, তাই একদম সঠিক ভাবে কখনোই বলা সম্ভব নয় এটা কিভাবে কাজ করে বা ভবিষ্যতে করবে। এরপরেও বিভিন্ন তথ্য এবং ডাটার সাপেক্ষে ২০১৭ সালে SEO তে যে সকল বিষয় গুলো প্রাধান্য পেতে পারে তার কিছু তালিকা তৈরি করার চেস্টা করলাম।

 

২০১৭ সালের SEO কেমন হতে পারে?

Social Media in Important in SEO

১. সোশ্যাল মিডিয়াঃ

সোশ্যাল মিডিয়া গুলো দিন দিন প্রচুর জনপ্রিয় হয়ে উঠছে। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো হয়ে উঠছে মানুষদের নিত্য দিনের সঙ্গী। এখানে মানুষ তাদের ভাল লাগার বিষয়গুলো শেয়ার করে। আর  যেহেতু এখানে মানুষ শুধুমাত্র সেগুলই শেয়ার করে যেগুলো সে পছন্দ করে এই জন্য সোশ্যাল শেয়ার গুলো SEO তে প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রাখে। কারন গুগল সব সময়ই চায় এমন কন্টেন্টকে প্রথমে রাখতে মানুষ যেটা খুজছে, যেটা তার পছন্দ হবে। আর এই ক্ষেত্রে সোশ্যালি যে লিঙ্ক গুলো বেশি লাইক এবং শেয়ার হয় সেগুলো স্বাভাবিকভাবে বেশি গুরুত্ব পেতে পারে। তাই, আপানার সাইটের সোশ্যাল এক্টিভিটি ২০১৭ এর এসইও তে ইফেক্টিভ ভুমিকা রাখবে বলে আশা করা যায়।

 

Mobile Responsive Website for SEO

২. মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটঃ

অনেক দিন আগেই গুগলে ঘটা করে ওয়েবসাইট গুলোকে মোবাইল রেস্পন্সিভ করার নির্দেশ দেয়। কারন, দিন দিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা তুমুল হারে বেড়ে চলেছে, আর এই জন্য ব্যবহারকারীকে কন্টেন্ট গুলো সম্পর্কে ক্লিয়ার ধারনা দিতে ওয়েবসাইট গুলোকে মোবাইল রেস্পন্সিভ করা আবশ্যক। গুগল এটাকে বলে থাকে- Mobilegeddon আপনার বা আপনার ক্লাইন্টের ওয়েবসাইট যদি মোবাইল এবং স্মার্ট ডিভাইসের জন্য অপ্টিমাইজ না করা থাকে তাহলে অবশ্যই করে নিতে হবে। ২০১৭ তে এটার বিশাল ইফেক্ট পরবে বলে আশা করা যায়।

 

video content

৩. ভিডিও কন্টেন্টঃ

ছোট বেলার আলিফ লায়লা দেখেছেন কে কে? মনে পড়ে তাক জীন, তবাক জীনের কথা? হয়ত মনে পড়ে গেছে, কিন্তু কিভাবে? ছোট বেলার বইয়ে পড়া কোন প্রশ্নের উত্তর তো আপনার ওই ভাবে  মনে নেই যতটা না মনে আছে আলিফ লায়লার চরিত্র? কেন এমন? কারণ, একটা আর্টিকেল ১ ঘণ্টা লাগিয়ে পড়ে আপনি যতটুকু না শিখতে পারবেন তার থেকে বেশি শিখতে পারবেন ৫ মিনিটের একটা ভিডিও দেখে। কারণ একবার একটা জিনিস চোখ দিয়ে দেখা ১০০ বার বইয়ের পাতায় পড়ার থেকে উত্তম। আর এই জন্যই ইন্টারনেট ব্যবস্থা দিন দিন ভিডিও মুখী হয়ে যাচ্ছে। আর এই জিনিসের প্রভাব SEO তেও পরবে। গুগল ইতিমধ্যেই ভিডিও গুলো সার্চ রেজাল্টে শো করার ব্যবস্থা করেছে। আর তাই আপানার কনেটেন্টের পাশাপাশি জোড় দিতে হবে ভিডিও এর দিকেও।

 

Use of Schema

৪. Schema হবে আরও শক্তিশালী মাধ্যমঃ

এটা হয়ত আপনাদের মধ্যে নতুন একটি টপিক মনে হতে পারে, কিন্তু অনেক আগে থেকেই গুগল এটা নিয়ে কাজ করছে। এর আসল সাইট হচ্ছে- https://schema.org/ অনেক সময় গুগলে কোন প্রোডাক্ট এর নাম লিখে সার্চ করলে সরাসরি সার্চ পেইজেই দেখবেন সেটার নাম, মূল্য ইত্যাদি চলে আসে, আবার এর সাথে রেটিং ও দেখা যায়।

যেমন ধরুন- আপনি যদি গুগলে tiramisu recipe লিখে সার্চ করেন তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন। দেখবেন এখানে রেটিং , রিভিউ, সময় ইত্যাদি তথ্য দেয়া আছে।

SEO result example
SCHEMA.ORG EXAMPLE

Schema মূলত এই কাজটাই করে থাকে যার মাধ্যমে আপনার আপনার ওয়েবসাইটে থাকা কোন প্রোডাক্ট বা কোন কিছুর সম্পর্কে বিস্তারিত তথ্য গুগলের কাছে অত্যন্ত সাজানো গোছানো উপায়ে দিতে পারবেন।

এই ধরনের Structured Content গুলো দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। সুতরাং এটার প্রতিও বিশেষ যত্নশীল হতে হবে।

 

Deep Link

৫. ডিপ লিঙ্ক এবং টেকনিক্যাল এসইওঃ

পেইড লিঙ্ক বিল্ডিং দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে। টোটাল SEO এখন ন্যাচারাল দিকে মোড় নিচ্ছে। একটা সময় ছিল যখন হাতে ধরে লিঙ্ক বিল্ডিং করে দিলেই সাইট প্রথমে চলে আসত, কিন্তু এটা এখন নেই। এখন বিষয় গুলো আরও বেশি ন্যাচারাল হয়ে উঠেছে। এখন আপনাকে অবশ্যই অবশ্যই ডিপলি চিন্তা করতে হবে। সত্যিকার অর্থেই লিঙ্ক শেয়ার করতে হবে। এই ক্ষেত্রে web 2.0 সাইট গুলো ভাল হেল্প করবে। কিন্তু প্রথম পেইজে আসতে গেলে প্রয়োজন হবে সঠিক জায়গায় সঠিক ব্যাকলিঙ্ক এবং নিয়মিত সাইটের জন্য কাজ করা। এই ক্ষেত্রে রয়েছে ডুপ্লিকেট কন্টেন্ট এবং URL এর সঠিক রিডাইরেকশন। একটি ওয়েবসাইটের টেকনিক্যাল SEO আরও বেশি ইম্প্রুভ হতে হবে। HTML Structure এ সঠিকভাবে SEO এর অপটিমাইজেশন করতে হবে।

 

এরপরেও সব কথার বড় কথা হচ্ছে কোয়ালিটি ব্যাকলিঙ্ক। যা ছাড়া SEO সম্ভব নয় 🙂 তবে এবার বিবেচনা করতে হবে Quality Over Quantity. কত গুলো ব্যাকলিঙ্ক সেটার থেকে কত হাই কোয়ালিটি লিঙ্ক সেটাই গুরুত্বপূর্ণ।

 

[box type=”success” align=”” class=”” width=””] SEO বিষয়ে জানেন না? বা শিখতে চাচ্ছেন SEO? SEO তে রয়েছে ব্যবসায়ের ব্যপক সুযোগ, ক্লিক করুন এখানে [/box]

 

এই গুলো ছিল মূলত সংক্ষিপ্ত ধারনা। স্পস্ট বোঝা যাচ্ছে, গুগল অনেক বেশি সতর্ক হয়ে যাচ্ছে কন্টেন্ট এর কোয়ালিটি এবং ওয়েবসাইটের Structure এর উপরে। আরও একটা কথা বোঝা যাচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইটের মার্কেটিং এবং শেয়ার এর পেছনে নিয়মিত সময় দেন তাহলে ওয়েবসাইট অটোমেটিক উপরে আসতে থাকবে। এই ক্ষেত্রে সবচাইতে বেশি ফর্ম এ থাকবে প্রোফেশনাল ব্লগার-রা। ভবিষ্যৎ লিঙ্ক বিল্ডিং শুধুমাত্র তাদের হাতেই থাকবে। কারণ, ন্যাচারাল ভাবে লিঙ্ক বিল্ড না করলে এখন আর এসইও তে সুবিধা পাওয়া সম্ভব নয়। এবং এই ধরনের ন্যাচারাল লিঙ্ক বিল্ড আপ শুধু মাত্র প্রোফেশনাল ব্লগার দের দিয়েই সম্ভব। যাই হোক, এই ছিল কথা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী পর্বে ইনশাআল্লাহ্‌ আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেস্টা করব।

ফেসবুকে শেয়ার করুন-

28 Responses

  1. ভাই ২০১৬ তে এস,ই,ও-র ধারনা পড়ে খুবই ভাল লাগল । আপনার আই টি বাড়ির পক্ষ থেকে যদি ২০১৬ তে এডভান্সড এস,ই,ও-র
    ডিস্ক বের করেন তাহলে আমাদের জন্য খুবিই উপকার হতো।

  2. গত বছরে এসইওতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। এবছর হয়তো আরো বড় কিছু পরিবর্তন আসবে। তবে গুগোল যেহেতু ভিজিটরদের সন্তুষ্টিকেই প্রাধান্য দেয় তাই ভিজিটরদের কথা মাথায় রেখেই এসইও করা উচিৎ, ভিজিটরদের সন্তুষ্টি অর্জন করতে পারলে যেকোন পরিবর্তনে সাইট অবশ্যই ভালো পজিশনে টিকে থাকতে পারবে।
    আপরার পোস্টটা অনেক হেল্পফুল, কিছু গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।

  3. ধন্যবাদ, অনেক কিছু জানলমাম। আশা করি এগুলো বিষয় নিয়ে আরও বিস্তারিত লিখবেন।

  4. This is great advice!very honest and practical.i really enjoyed this post .nice post !!these tips may help great post, jo!My favorite work.Thanks

  5. ভাই, চমৎকার ডিজাইন সহ রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট তৈরি করতে কিকি শিখতে হবে? আপনার HTML & CSS টিউটোরিয়াল দেখলেই কি হবে নাকি আরো কিছু শিখতে হবে?

    1. করতে পারবেন কিন্তু এর সাথে ব্লগারের রুলস জানলেই হবে

  6. ভাই এই বিষয়গুলো নিয়ে কি আইটি বাড়ি থেকে বিস্তারিত কোন টিউটোরিয়াল বের হবে?

    1. এইগুলা তো ইতিমধ্যেই আছে আমাদের এসইও ডিভিডি তে

  7. আপনার ডিভিডি দেখে প্রাক্টিজ করছি এবং ভাল উপকার হচ্ছে!

  8. ভাই অসখ্য ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য

  9. আমি আইটি বাড়ির একজন ফলোয়ার বলতে পারেন । অনেক দিন হলো আইটি বাড়ির টিউটোরিয়াল ফলো করছি । আশায় ছিলাম আপওর্য়াকে কাজ পাব বলে । পেলাম ও্ ঃঃঃঃঃ

  10. ভাই, সত্যি বলতে বাংলাদেশে বা অন্য কোথাও আপনার মত এভাবে হাতে কলমে শিখিয়ে দিয়ে কোন টিউটোরিয়াল হয়েছে কিনা জানা নাই।জাস্ট অসাধারণ আপনার বুঝানোর ক্ষমতা।
    কিন্তু ভাই আমি এস ই ও টিউটোরিয়াল দেখে আর এখানে কিছু পোস্ট দেখে দ্বিধায় আছি যে আমি কি কাজ করতে পারবো এস ই ও নিয়ে! যেহেতু আমি এখনো লার্নার,প্রফেশনাল তো দূরের কতা 🙁

    1. পারবেন ভাই, কনফিডেন্স রাখতে হবে, ধন্যবাদ

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »