ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহীদের জন্য আইটি বাড়ি প্রকাশ করল- “WordPress Theme Development ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট”- বাংলা ভিডিও টিউটোরিয়াল


আমরা অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট শিখে এটাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী। কিন্তু ভাল প্রতিষ্ঠান বা আর্থিক অথবা সময়ের কারণে আমাদের ওয়েবডেভেলপমেন্ট শেখা হয়ে ওঠে না। আবার অনেকেই কোর্স করতে গিয়ে প্রতারিতও হয়েছেন। আর তাই অবশেষে ইচ্ছা থাকা সত্ত্বেও ওয়েব ডেভেলপমেন্ট শেখার স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। আর তাদের কথা মাথায় রেখেই আইটি বাড়ি প্রকাশ করল ওয়েব ডেভেলপমেন্ট তথা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর উপর পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়াল।

 

Wordpress Bangla Video Tutorial Image

 

ভিডিও টিউটোরিয়ালটির বৈশিষ্ট্যঃ

>> সম্পূর্ণ HD কোয়ালিটি ভিডিও
>> সম্পূর্ণ বাংলা ভাষায়
>> লাইভ কোডিং
>> HTML To WordPress
>> WordPress থিম তৈরি
>> Theme Cusotmization
>> WordPress Plugin কি এবং এর ব্যবহার
>> WordPress Backup

 

[box type=”success” align=”” class=”” width=””]একই সাথে বেসিক PHP টিউটোরিয়াল এবং একদম শূন্য থেকে ওয়ার্ডপ্রেস থিম তৈরি মাধ্যমে পূর্ণাঙ্গ ডাইনামিক ওয়েবসাইট তৈরির বিস্তারিত বাংলা টিউটোরিয়াল[/box]

 

থিম ডেভেলপমেন্ট এর গুরুত্বপূর্ণ বিস্তারিত বাংলা লেসন গুলোঃ

১. ওয়ার্ডপ্রেস কি? কেন?
২. ওয়ার্ডপ্রেস থিম কি এবং কিভাবে হয়?
৩. একটি HTML Template এর Style মডিফিকেশন
৪. ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এর জন্য বেসিক থিম রেডি
৫. কাস্টম এবং ডাইনামিক মেন্যু তৈরি
৬. ডাইনামিক সাইডবার তৈরি
৭. ডাইনামিক কন্টেন্ট তৈরি
৮. ডাইনামিক নেভিগেশন তৈরি
৯. সার্চ বক্স এবং সার্চপেইজ সেটআপ
১০. ফিচার ইমেজ এর ব্যবহার এবং সাইটে আনা
১১. ডাইনামিক কমেন্ট বক্স
১২. থিম কাস্টমাইজেশন
১৩. কাস্টম ডিজাইন এর টেমপ্লেট তৈরি
১৪. স্লাইডার যোগ করা
১৫. ধাপে ধাপে পূর্ণাঙ্গ থিম তৈরি
১৬. প্লাগ-ইন সম্পর্কে ধারনা
১৭. প্লাগইন এর প্রাক্টিক্যাল ব্যবহার
১৮. সাইট ম্যানেজম্যান্ট এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল
১৯. সহজে কাজ করার উপায়
২০. বেসিক পিএইচপি সম্পর্কে ধারনা
২১. আরও অনেক কিছুই!

 

 

আরও দক্ষতার জন্য বোনাস লেসন সমূহঃ

এর সাথে আরও অধিক দক্ষতা অর্জনের জন্য থাকছে ফ্রী ডোমেইন এবং ১০ জিবি ফ্রী হোস্টিং রেজিস্ট্রেশন করে কিভাবে সম্পূর্ণ ফ্রীতে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারেন তার বিস্তারিত বাংলা ভিডিও টিউটোরিয়াল।

 

*******************************************

মোট ভিডিও এর সংখ্যাঃ ৮৫ টি+

মোট লেসন দৈর্ঘ্যঃ ১১ ঘণ্টা+

সব গুলো ভিডিও HD এবং সম্পূর্ণ বাংলা ভাষায় সরাসরি লাইভ কোডিং করে দেখানো!

*******************************************

কেন কিনবেন আমাদের টিউটোরিয়াল গুলোঃ

একটি এইচটিএমএল টেমপ্লেট কে হাতে ধরে লাইভ কোডিং এর মাধ্যমে ফ্রীল্যান্সিং উপযোগী করে ওয়ার্ডপ্রেস এ কনভার্ট করে দেখানো হয়েছে। যেটি আপনাকে প্রাতিষ্ঠানিক কোর্স এর সমান সহায়তা করবে। আর সম্পূর্ণ বাংলা ভাষায় এই রকম প্রাতিষ্ঠানিক লেকচার সমৃদ্ধ কোর্স কেবল মাত্র আমরাই তৈরি করে থাকি।

যারা ইতিপূর্বে আমাদের অন্যান্য টিউটোরিয়াল সংগ্রহ করেছেন আশা করি তারা অবশ্যই জানেন আইটি বাড়ি এর টিউটোরিয়াল কেমন এবং এর কোয়ালিটি সম্পর্কে।

 

কি সিদ্ধান্ত নিলেন?? !!

এবার সিদ্ধান্ত আপনার হাতে।  আমাদের অন্যান্য টিউটোরিয়াল যারা সংগ্রহ করেছেন তারা জানেন আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি তথ্যবহুল টিউটোরিয়াল দিয়ে থাকি। আশা করি এটা থেকেও আপনারা প্রাতিষ্ঠানিক কোর্সের মতই উপকৃত হবেন ইনশাআল্লাহ্‌। 🙂

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর মূল্যঃ

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ডিভিডি
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ডিভিডি

ডিভিডি এর মুল্যঃ

মূল্য- ৫০০ টাকা, কিন্তু এখন অর্ডারে আপনি পুরো ১০০ টাকা ছাড়ে পাবেন মাত্র- ৪০০ টাকায়!

************************************************************

যেভাবে সংগ্রহ করবেন আমাদের সকল ডিভিডিঃ

ডিভিডি  অর্ডার করবেন যেভাবে (সারা দেশের যে কোন প্রান্ত থেকে সংগ্রহ করুন)ঃ

ঢাকা সিটির ভেতর থেকে অর্ডার করতে এখানে ক্লিক করুন।

ঢাকার সিটির বাইরে এবং অন্যান্য জেলা থেকে অর্ডার করতে এখানে ক্লিক করুন। 

বাংলাদেশের বাইরে থেকে নিতে চাইলেঃ

বাংলাদেশের বাইরে থেকেও আপনি এটি নিতে পারবেন। উল্লেখ্য, ভারত, ইটালি, জাপান এবং যুক্তরাজ্যে অত্যন্ত কম খরচে পাঠানো সম্ভব। এর জন্য ই-মেইল করুন- [email protected]

 

টিউটোরিয়াল সম্পর্কে আরও জানতে বা আমাদের সাথে যুক্ত থাকতে এখনই আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমাদের ফেসবুক গ্রুপ।

 

ভাল থাকবেন সবাই। আর ডিভিডি থেকে কিছু শিখতে পারলেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায়্‌ রইলাম, , , আল্লাহ হাফিজ।

ফেসবুকে শেয়ার করুন-

17 Responses

  1. সত্য কথা বলতে SEO এভাবে শেখা গেলেও Theme Development শেখা সহজ নয়। এখানে আমি চাইছিলাম wordpress এর free Theme গুলো Development এর মাধ্যমে মনের মত করা যাই কিনা? মানে eordpress এর free theme গুলো profisional করা যাবে কি?

    1. আমি ভাই এস ই ও এর ব্যাপারে সব কিছু পরলাম।।।ইনশাআল্লাহ শিখতে ও পারব আশা করি।।
      আমি এই ভিডিও টি খুব দ্রুত সংগ্রহ করব ইনশাআল্লাহ। ।
      দুয়া করবেন ভাই জেন শিখতে পারি।।

  2. ami fbte it barir page webdesign sompork link dekhe seta onusoron kore utube theke 10 t vedio download kore, dekhe sune amar kase mone hoyece ami web design sikhte parbo tai siddanto neyechi ami it barir web design vedio tutorialti sigroi order korbo. vedior quality khub valo r vasa sikhanor kousol khub sohoj, sorol. thanks it bari thanks Abdul kader vai amader jonno adhoroner uddog grohon korar jonno. ami it barir pase thakbo r it barir uttorottor sapollo koamona korchi.

  3. কাদের ভাইয়া সালাম নিবেন।
    আমি শেখ আনোয়ার। আমার বাসা লালমনির হাট এ।
    আপনার তৈরি SEO ভিডিও গুলো দেখে খুবই ভালো লাগল। আমি প্রায় ২০ টি ভিডিও ডাউনলোড করেছি। এগুলো দেখে আমার Confidence বেড়ে গেছে। আমিও SEO এর কাজ পারব ইনশাল্লাহ!
    দোয়া করবেন খুবই তাড়াতাড়ি ভিডিও গুলো কিনতে পারি।
    বি:দ্র: আপনার কন্ট্রাস্ট নম্বর টি দিলে খুশি হব।
    ধন্যবাদ!
    ভালো থাকবেন।
    আল্লাহ হাফেজ!!

  4. Please Kader vai aktu janaben.

    webdesign and webdesign plus er moddeh parthoko ki? ar ami jodi webdesign plus kini nei tahole ki html css shikhte parbo. mane bujate chaschi webdesign er moddeh jei kaj gulo sikhano ase sei kaj gulo soho aro besi kisu ki webdesign plus er moddeh dewa ase. please janaben…..

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »