চলুন ফ্রীল্যান্সিং করি- “অন্ধকারে না থেকে সঠিক ধারনা নেই, নিজেই নিজের ক্যারিয়ার গড়ি”- পর্ব-০১ (গোঁড়ার কথা)

“চলুন ফ্রীল্যান্সিং করি”- ধারাবাহিক পর্বগুলোর প্রথম পর্বে সবাইকে স্বাগতম। ফ্রীল্যান্সিং নিয়ে মানুষের মাঝে উৎকণ্ঠার শেষ নেই। দিন দিন যেন এর চাহিদা বেড়েই চলছে। কিন্তু নতুন অবস্থায় যারা আছেন সঠিক গাইডলাইন না পেলে হয়ত ফ্রীল্যান্সার হওয়ার স্বপ্ন শুরুতেই ভেঙ্গে যেতে পারে। আর আপনাদের এই অজ্ঞতার সুযোগ নিয়ে দেশে চলছে প্রতারণার রমরমা ব্যাবসা। সঠিক তথ্য জানা না থাকলে আপনিও পা দিতে পারেন এই ফাদে। তাই চলুন ফ্রীল্যান্সিং সম্পর্কে সঠিক তথ্য জানি এবং এরপর ফ্রীল্যান্সিং করার সিদ্ধান্ত নেই।

আজকে আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে আয়ের বিভিন্ন উপায় নিয়ে এবং কেন আপনি সেগুলোর মধ্য থেকে ফ্রীল্যান্সিংকে বেছে নিবেন সেটার উপর

প্রথমেই চলুন জেনে নিই অনলাইনে আয়ের বিভিন্ন উপায়ঃ

সূচনাঃ অনলাইনে চাকরি বা ব্যবসা দুটোই করা যায়। এখানে কথা বলব সামগ্রিক বিষয় গুলো নিয়ে। যদি চাকরি এবং ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আগে এই পোস্টটি পড়ে নিন। 

ফ্রীল্যান্সিং বা আউটসোরসিংঃ ফ্রীল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন পেশা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাজ। ডাটা এন্ট্রি এর মত সহজ কাজ থেকে শুরু করে অ্যাপ ডেভেলপমেন্ট এর মত বড় ধরনের কাজ রয়েছে এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কাজ করতে গেলে আপনাকে কোন টাকা ইনভেস্ট করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতেই আপনি আয় করতে পারবেন। শুধু আপনাকে জানতে হবে কাজ। কাজ জানা থাকলে আর ভাল দক্ষতা থাকলে আপনিও ফ্রীল্যান্সিং করে আয় করতে পারেন। এখানে প্রায় সকল ধরনের কাজ পাওয়া যায়। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ২য় পর্বে।

ব্লগিং করে আয়ঃ ব্লগিং করে আয়ের কথা অনেকেই শুনেছেন, কিন্তু হয়ত অনেকেই জানেন না কিভাবে আয় করা যায়। ব্লগিং হচ্ছে আপনার মতামত/আইডিয়া/নলেজ শেয়ারের অন্যতম মাধ্যম। একটি ব্লগ খুলে আপনি যদি বেশ ভাল সংখ্যক ভিজিটর আনতে পারেন তাহলে আপনি ব্লগিং করেও বেশ ভাল অর্থ আয় করতে পারেন। এখানে, ভিজিটর হচ্ছে যারা আপনার ব্লগ পড়বে অর্থাৎ আপনার ব্লগের পাঠক। যখন আপনার ব্লগের পাঠক সংখ্যা বেশ ভাল হবে তখন আপনি গুগল এ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন। যদি অ্যাকাউন্ট পেয়ে যান তাহলে তাদের বিজ্ঞাপন আপনার ব্লগে প্রদর্শন করাতে পারবেন এবং যখন আপনার ব্লগের কোন পাঠক এই বিজ্ঞাপনে ক্লিক করবে তখন আপনি টাকা পাবেন। এটাই হচ্ছে অ্যাডসেন্স বা বিজ্ঞাপন থেকে আয়ের সিস্টেম।

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ অনেক সময় দেখে থাকবেন যে, আপনার ডাক্তার আপনাকে কোন টেস্ট করতে দিলে বলে দেয় অমুক যায়গা থেকে টেস্ট করাবেন। কিন্তু কেন এমন বলে? কারন অমুক যায়গা থেকে টেস্ট করালে ওই ডাক্তার ওই টেস্ট করাতে যত টাকা খরচ হয়েছে তার কিছু কমিশন পাবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক একই পদ্ধতিতে আপনি যদি অনলাইন থেকে কারো পন্য বিক্রি করে দিতে পারেন তাহলে আপনিও সেই পন্য থেকে কিছু টাকা কমিশন পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে একজন দক্ষ মার্কেটার হতে হবে।

এই গুলোই হচ্ছে মোটামুটি আমাদের সবার চেনাজানা অনলাইন আরনিং সিস্টেম।

তবে এখন দেখুন, ফ্রীল্যান্সিং কেন করবেন?
যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন অনলাইনে থেকে আয় করবেন তাহলে ফ্রীল্যান্সিং ই হবে সেরা উপায়। কেন? হ্যাঁ, ফ্রীল্যান্সিং হচ্ছে কাজ করার একটি উন্মুক্ত প্লাটফর্ম। এখানে রয়েছে ২০০টিরও বেশি ক্যাটাগরির কাজ। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।

ফেসবুক এ অ্যাকাউন্ট খুলে দেয়া থেকে শুরু করে অ্যাপ্লিকেশন তৈরি এর মত কাজ পাবেন এখানে। আপনি অনলাইনের যেই অংশেই দক্ষ হোন না কেন, সকল সেক্টরের কাজই রয়েছে এখানে। তবে এখানকার চেনাজানা কিছু কাজ হচ্ছে- ডাটা এন্ট্রি, এসইও-SEO, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, পার্সোনাল হেল্প, গ্রাফিক্স ডিজাইন, গেমস ডেভলপমেন্ট, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি। এই গুলো হচ্ছে কাজ করার মোস্ট কমন ক্যাটাগরি।

তবে এই সকল ক্যাটাগরির মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এসইও (SEO) এর কাজ । ইন্টারনেট ব্যবহার করতে জানেন এমন যে কেউ মাত্র ১-২ মাস পরিশ্রম করে কাজটি শিখে আয় করতে পারে। SEO সম্পর্কে আর জানতে এবং কাজ শিখতে এখানে ক্লিক করুন।

হ্যাঁ, আপনি যেখানে কাজ করবেন সেখানকার সিস্টেম জানা অবশ্যই জরুরি। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক-

কিভাবে আপনি টাকা পাবেন এবং কেন কাজ করবেনঃ

অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কাজ করতে পারবেন। এই রকম কিছু সাইট হচ্ছে-
https://upwork.com
https://freelancer.com
https://elance.com
https://guru.com

এই সকল সাইট গুলোকে বলা হয় ফ্রীল্যান্স মার্কেটপ্লেস। এই সকল সাইটে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়:
এক, ক্লাইন্ট বা বায়ার এর অ্যাকাউন্ট
দুই, ফ্রীল্যান্সার বা ওয়ার্কার অ্যাকাউন্ট

বায়ার বা ক্লাইন্ট হচ্ছে ওই সকল ব্যাক্তি যারা আপনাকে কাজ দিবে। এমন অনেক লোক আছেন যারা তাদের কাজ গুলো কাউকে দিয়ে করিয়ে নিতে চান। তারা এই সকল সাইটে বায়ারের অ্যাকাউন্ট খোলেন এবং জব পোস্ট করেন। এরপর আপনি বা আমার মত যারা ওয়ার্কার আছেন তারা ওই সকল জবে বিড করি বা আবেদন করি কাজটি করে দেয়ারজ জন্য। এই ভাবে একটি কাজে গড়ে ৩০-৫০ জন বিড করে থাকে। ক্লাইন্ট এই সকল লোকদের মধ্যে থেকে একজনকে বেছে নেন তার কাজটি করানোর জন্য। এবং ওই ওয়ার্কার যখন কাজটি কমপ্লিট করে দেন তখন তাকে পেমেন্ট দিয়ে দেন। এই পেমেন্ট এর ১০% ওই ফ্রীল্যান্স মার্কেটপ্লেস কেটে রেখে দেয়। অর্থাৎ ফ্রীল্যান্স মার্কেটপ্লেস গুলো হচ্ছে এখানে একটি থার্ডপার্টি। এরা শুধু আপনাকে বায়ার এবং বায়ারকে আপনাকে খুজে পেতে সাহায্য করে। বিনিময়ে যখন কোন কাজ করানো হয় তখন তারা ১০% ফি কেটে নেয়। আশা করি বুঝতে পেরে গেছেন।

তো এখন আপনার কাজ কি?
অনেক কিছুই তো বলে ফেললাম, এখন বলব ফ্রীল্যান্সিং সাইটে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে?

উপরে উল্লেখিত কাজের বিভিন্ন ক্যাটাগরি থেকে যে কোন এক বা একাধিক বিষয়ে আপনি কাজ শিখতে পারেন এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন। কাজ শেখার পর কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ফ্রীল্যান্স সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইল ১০০ ভাগ পূর্ণ করতে হবে। প্রোফাইল পূর্ণ করার পর আপনি যে কাজ শিখেছেন সেই সকল কাজে বিড করতে হবে। বিড করার অর্থ হচ্ছে কাজে আবেদন করা। একটা কাজে অনেকেই বিড করে থাকেন এবং সেখানে থেকে একজন বা একের অধিক জনকে সিলেক্ট করা হয় কাজটি করার জন্য এবং সেই ব্যক্তি যদি কাজটি সফলভাবে করে দিতে পারেন তাহলে তাকে টাকা পরিশোধ করেন।

মোট কথা, আপনাকে কাজ শিখতে হবে, ফীল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি যেই কাজ শিখেছেন সেই সকল কাজে বিড করতে হবে, যদি বিড করে কাজটি পেয়ে যান তাহলে কাজটি করতে হবে এবং কাজের ফলাফল জমা দিতে হবে। অবশেষে ক্লাইন্ট কাজটি চেক করবেন এবং আপনাকে পেমেন্ট করবেন। এবং আপনি সেই পেমেন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে তুলতে পারবেন।

এক কথায় শেষ করে দিলাম। এটি হচ্ছে একদমই নতুনদের জন্য ধারনা দেয়ার জন্য। আশা করি নতুনরা একটু একটু বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে দ্বিতীয় পর্বের আমন্ত্রণ রইল। দ্বিতীয় পর্বে আপনি কি কাজ শিখবেন সেই বিষয়ে আলোচনা করব।

যদি কোথায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্রীল্যান্সিং বিষয়ক আমাদের একটি গ্রুপ আছে, সময় থাকলে জয়েন করতে পারেন।

আমাদের ফেসবুক গ্রুপ।

ফেসবুকে শেয়ার করুন-

59 Responses

    1. যত বেশি কাজ করতে পারবেন তত বেশি আয়। ১০-৪০ হাজার টাকা আয় করতে পারেন।

      1. VIDEO গুলি দেখে দেখে আমি কাজ শিখতেছি আমার কাছে এই ভিডিও টিউটোরিয়ালটা খুবই ভাল মনে হচ্ছে। আমি মনে করি সামান্য ইচ্ছা নিয়ে শুরু করলে যে কেউ এই এস ই ও -এর কাজটি শিখতে পারবে। কারণ ভিডিও টিউটোরিয়ালটি অত্যান্ত সহজ, সুন্দর ও সুপরিকল্পিতভাবে তেরী করা হয়েছে। যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে যে কেউ নিশ্চিন্তে ভিডিও টিউটোরিয়ালটি কিনে কাজ শুরু করতে পারেন। আর কিছু বলছি না। বাকিটুকু আমি নিজে সফল হওয়ার পর। ভাল থাকবেন সবাই অনেক ভাল।

        ধন্যবাদ
        আবার দেখা হবে সফল হলে ইনশাআল্লাহ্।

      2. thanks bro…upnr khota sona ami akta sahos pylm

        ভাই গুলিস্থানে কি ওনা দের কোন দোকান আছে বা আমি এই ডিক্স কিন্তে চাই ঐ দিকে কোথায় পাবো। একটু জানাবেন কেন না আমার বাসা অনেক দুরে আর আমি কাল একটা কাজে ঐ দিকে আসবো।

  1. ব্লগ বা সাইট থেকে কি কাজের মাধ্যমে আয় করা যায় তা দেখানো হয়েছে। আমি এটা সহ যত পোষ্ট দেখেছি সবগুলোতেই শুধুমাত্র কি কাজের মাধ্যমে করা যায় তাই বিবরণ দেয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন পোষ্টে পেলাম না, কাজটি কিভাবে করতে হবে, তার পদ্ধতি বা কাজ। তবু লেখাগুলো একটু হলেই নতুনদের জন্য উপকার হয় আর কি!

      1. আমাদের স্বল্প মূল্যে এতো ভালো টিউটোরিয়াল গুলু উপহার দেওয়ার জন্য আইটি বাড়িকে ও অনেক অনেক ধন্যবাদ

      2. আপনাকেও অনেক ধন্যবাদ।

  2. আসসালামু আলাইকুম, ভাই আমি আপনাদের ডিভিডিটা কিভাবে পাব ।

  3. আমি আপনাদের কথাগুলো শুনে মুগ্ধ হয়েছি, কিন্তু আমি এগুলো শিখব। তাই আমি যদি আপনাদের ডিভিডি অর্ডার করি তাহলে কতদিনের মধ্যে আপনারা ডিভিডি পাঠাবেন, বলবেন-please!

  4. টিউটোরিয়ালটা অনেক কাজের , এইটা আমাকে এস-ই-ও এর কিছু জিনিস শিখতে সাহায্য করেছে , আসলে খুবি ভালো ১ টা জিনিস 🙂 এই টিউটোরিয়াল ফলো করে আমার সাইট এর আলেক্সা রাঙ্ক বাংলাদেশ এ এখন ২৩০০ 😀 আসলেই খুবি ভালো জিনিস । সবাইকেই পরামর্শ রইলো যে টিউটোরিয়াল টা কিনবেন 🙂 এবং আব্দুর কাদের ভাই এর কাছে আরও অ্যাডভান্স লেভেল এর এস-ই-ও টিউটিরিয়াল চাই 🙂

    1. শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার সাইটের সাফল্যের কথা শুনে খুব ভাল লাগছে। ইচ্ছা আছে ইনশাআল্লাহ্‌ চেস্টা করব। সাথেই থাকবেন।

  5. কেমন আছেন ভাই? আশা করি অনেক ভালো আছেন.আপনাদের সাইটটা অনেক ভালো আর এর মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ অনেক কিছু জানতে পারছে.কিন্তু প্রত্যেক প্রতিষ্টানের এমন কিছু উদ্যোগ থাকা দরকার যাতে করে শুধু সামর্থ লোকেরাও বাদে যাদের সামার্থ নাই তারাও উপকারী হতে পারে. আপনারা অনেক আউটসোর্সিং এ অনেক অভিজ্ঞ,কিন্তু আপনাদের এই মেধা আজ কেন বিক্রির জন্য? আল্লাহ আপনাদের মেধা দিয়েছেন,আর এই মেধা এমনভাবে প্রতিফলিত করুন যা দ্বারা আপনার আমার দেশের প্রতিটি মানুষ তার ছোয়ায় আলোকিত হয়ে,দেশের এবং তার পরিবারের উন্নয়ন ঘটাতে পারে। আমি অবশ্যয়ই আপনাকে স্যালুট করি, এই জন্য যে, আপনার মত উদ্দােগি তরুন আমাদের চারপাশের লক্ষ লক্ষ বেকারের বেকারত্ত ঘুচাবে।

    1. ইচ্ছা আছে, কিন্তু সময় এবং আরও অনেক ধরনের প্রতিবন্ধকতার কারনে হয়ে উঠছে না, সব কিছুই গুছিয়ে ফেলছি, ইনশাআল্লাহ্‌ খুব শীঘ্রই এই ধরনের উদ্যোগ নিব।

  6. Dear Abdul Kader Viya,
    In a few days ago,I bought your SEO dvd from rokomari.com.I think & astonished to see the video lesson.This video is awesome & effective as me, as well as others.From this lesson,I have learnt many things of SEO.Thanks a lot such a great contribution to us.Please one request,I can’t make my website properly.So If you help me to create a unique website I would be grateful to you.Let me know,if have a free time.

  7. Ami jani j seo er kaj sikhte hole web design janata joruri.kothata koto tuku sotti?? r jodi sikhtei hoy tobe oi ongso ki it barir seo tutorial gulo te sikhano hoese?? naki oita sikhte abar web design er dvd kinte hobe??

    1. সম্পূর্ণ ওয়েব ডিজাইন জানা একেবারে জরূরি নয়, তবে কিছু বেসিক জানলেই হয়, সেটি আমরা ডিভিডি তেই দেখিয়েছি।

  8. আমি আইটি বাড়ি থেকে এসইও ডিভিডি কিনেছি, সেখান থেকে অর্জিত জ্ঞান আমার ওয়েবসাইট http://www.sherpurnews24.com এ প্রয়োগ করেছি. এখন আমি গুগল, বিং এর ১০ টি জনপ্রিয় কিওয়ার্ড এর Top 5 এ অবস্থান করছি এবং অন্যান্য কিওয়ার্ড এও ভালো অবস্থান লাভ করেছি… এটা আমার বাস্তব অভিজ্ঞতা
    . কাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সারাজীবনের জন্য কর্মক্ষেত্রের সন্ধান দেওয়ার জন্য. একথা বলার কারণ আমি আমার ক্যারিয়ার এসইও দিয়েই সাজাতে চাই.

    1. এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শেয়ার করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। 🙂

  9. আমি আপনাদের এসইও এর ভিডিও টিউটোরয়ালটি সংগ্রহ করেছি। খুবই সহজ ও কাজের একটি টিউটোরিয়াল এটি। আশা করি খুব শীঘ্রই কাজ শুরু করতে পারব।

  10. আমার একটা প্রশ্ন ছিল যে আমি excel এ বিশেষ পারদর্শি আমি কি ভাবে অননাইন থেকে উপার্জন করতে পারবো এবং কি ধরনের কাজ পেতে পারি?

  11. আমি আপনাদের SEO এর ভিডিওগুলো দেখেছি আসলেই অনেক ভালো লেগেছে। আমি SEO এর কিছুই জানতাম না কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে দেখে Google এবং Bing এ সাইট সাবমিট করিয়েছি সাইট ম্যাপ বানিয়েছি, মেটা ট্যাগ কি ভাবে যোগ করতে হয় জানতাম না। তাও জেনেছি। অনেকের মুখে মুখে ব্যাকলিং এর নাম শুনেছিলাম কিন্তু ব্যাকলিংক কি তা জানতাম না। আপনাদের টিউটোরিয়াল ভিডিও দেখে সে সম্পর্কেও ধারণা হয়েছে।

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »