কিভাবে ইন্টারনেট থেকে আয় করব? – স্টেপ বাই স্টেপ গাইডলাইন!!

ইন্টারনেট থেকে আয়!- অনেকের কাছে আজব কিছু, অনেকের কাছে সুপরিচিত শব্দ। অনেকেই সফল, আবার অনেকে খুজেই চলেছেন কিভাবে কি? আবার অনেকেই বেশি আয়ের লোভে পড়ে ধরা খেয়েছেন হাজার এমনকি লাখ টাকাও!! কিন্তু কখনো জেনেছেন কি আসল বাস্তবতা? কি এটা, কি করা উচিত, কিভাবে করা উচিত? এই সম্পর্কিত সুপার গাইডলাইন নিয়েই আজকের পর্ব।

যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে আশা করি আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না- “কিভাবে অনলাইন/ইন্টারনেট থেকে আয় করব?

সবার জন্য প্রথমে ছোট্ট করে বলে দিই- “ফ্রীল্যান্সিং বা অনলাইনে আয় সম্পূর্ণ বাস্তব এবং লিগেল পদ্ধতিতে ইনকাম। এটা করে কোটিপতি হওয়া সম্ভব কিন্তু তাই বলে এটা ‘এক মাসে কোটিপতি’- হওয়ার মত কোন গোপন মন্ত্র নয়। আমাদের বাস্তব জীবনের মত এখানেও ইনভেস্ট করে ব্যবসা করা যায় আবার কোন প্রকার ইনভেস্ট ছাড়াও চাকরীর মাধ্যমে আয় করার ব্যবস্থা আছে। যারা পরিশ্রম ছাড়াই আয় করতে চান বা স্বল্প সময়ে ধনী হতে চান তাদের জন্য এটা নয়। পরিশ্রম এবং শেখার মনমানসিকতা না থাকলে আপনি এই পোস্টটি এখানেই পড়া বন্ধ করে দিতে পারেন। আর যদি মনে করেন পরিশ্রম করেই আয় করবেন তাহলে সামনে পড়ুন।

 

যেহেতু পৃথিবী দিন দিন ইন্টারনেটমূখী হচ্ছে তাই এর ভবিষ্যৎ অত্যন্ত সুদূরপ্রসারী। এটা করার জন্য আপনাকে কোন সুপার হিউম্যান বা অসাধারন প্রতিভার অধিকারী হতে হবে না, সঠিক গাইডলাইন নিয়ে অনেক সাধারন ছেলেমেয়েরাও ইন্টারনেট থেকে ভাল পরিমাণ অর্থ উপার্জন করছে। আমাদের সরকার এ নিয়ে ইতিমধ্যেই নানা উদ্যোগও গ্রহণ করেছে এবং পেপার পত্রিকা, এফ.এম. রেডিও বা বিভিন্ন টিভি প্রোগ্রামেও আপনারা ফ্রীল্যান্সিং নিয়ে হয়ত শুনে থাকবেন। ”

 

Learn about online earning clearly

 

ইন্টারনেট থেকে আয় সম্পর্কিত কিছু ঝাপসা বিষয়, যা সম্পর্কে আপনাকে অবশ্যই ক্লিয়ার হতে হবেঃ

  • ইন্টারনেটে চাকরী এবং ব্যাবসা দুটোই করা যায়
  • চাকরীর ক্ষেত্রে আপনি কাজ শিখে ঘরে বসেই বিভিন্ন দেশের ক্লাইন্টের কাজ করতে পারবেন, এটাকেই আমাদের দেশে ফ্রীল্যান্সিং বলা হয়ে থাকে
  • ইন্টারনেটে চাকরী করতে কোন সার্টিফিকেট লাগে না, ভাল করে কাজ জানা থাকলে এবং দক্ষতার পরিচয় রাখতে পারলে এখানে কাজ করা যায়
  • ব্যাবসার ক্ষেত্রে আপনি যে ব্যাবসা করবেন সেটা সম্পর্কে জেনে, ইনভেস্ট করে শুরু করতে হয়

 

তার মানে বোঝা যাচ্ছে, আপনাকে ইন্টারনেটে কাজ করার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চাকরী করবেন, নাকি ব্যাবসা করবেন।

চাকরী করার জন্য প্রয়োজন কাজ শেখা এবং দক্ষতা, আর ব্যাবসার জন্য প্রয়োজন ইনভেস্ট মানি, রিস্ক নেয়ার সাহস।

 

Job and Business in Internet

 

তাহলে এবার ভাবুন, আপনি কোনটা করবেন? চাকরী – নাকি – ব্যাবসা?

 

ইন্টারনেটে ব্যাবসাঃ

এই পর্বে আমরা ব্যাবসা নিয়ে কিছু বলব না। এর কারন হচ্ছে, যেহেতু আপনি এখানে একেবারেই নতুন তাই শুরুতেই বিভিন্ন টেকনিক্যাল টার্ম গুলো বুঝবেন না অথবা আপনি ইনভেস্ট করে আয় করতে চাইবেন না। এর জন্য প্রথমে চাকরির বিষয় গুলো ভাল করে বুঝুন। সেগুলো বুঝতে পারলে সেখান থেকেই আপনি ব্যাবসার আইডিয়া তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে ইন্টারনেটে ব্যাবসা করতে পারবেন।

 

এবার চাকরী নিয়ে কিছু কথা বলিঃ

ইন্টারনেটে চাকরি করার জন্য আপনাকে কোন ধরনের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটধারী হতে হবে না, বা আপনাকে সুপার হিউম্যান ও হতে হবে না। এখানে বিভিন্ন বিষয়ের উপর (যেমন- ওয়েব ডিজাইন, SEO, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার তৈরি ইত্যাদি ) প্রচুর কাজ পাওয়া যায়। যদি আপনি নির্দিষ্ট কোন বিষয়ে কাজ শিখে দক্ষ হতে পারেন তাহলে আপনিও কোন ইনভেস্টমেন্ট ছাড়াই কাজ করতে পারেন।

 

You-should-follow-these-to-get-proper-online-earning-guideline

তবে এর জন্য আপনাকে ফলো করতে হবে নিচের স্টেপগুলোঃ

  • প্রথমে কাজ শিখতে হবে
  • অনলাইনে থাকা বিভিন্ন চাকরিদাতা ওয়েবসাইট বা ফ্রীল্যান্সিং সাইট থেকে কাজ খুজতে হবে
  • সেখানে পাওয়া কাজ সফলভাবে সম্পন্ন করে সেই অর্থ আপনার ব্যাংকে ট্রান্সফার করতে হবে

 

 ** বিষয়টা আমাদের বাস্তব জীবনের মতই। কাজ শিখলে যেমন চাকরী করা যায়, তেমনিভাবে ইন্টারনেটেও চাকরী করতে পারেন। পার্থক্য এতটুকুই, এখানে আপনি স্বাধীন। আপনার মন চাইলে কাজ করবেন, আর মন না চাইলে করবেন না। কাজ করলে টাকা আসবে, আর না করলে আসবে না।

 

তাহলে বোঝা যাচ্ছে, ইন্টারনেট থেকে আয় করতে গেলে প্রথমে অবশ্যই কোন একটা বিষয়ে কাজ শিখতে হবে। 

 

কাজ শেখার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ

  • প্রথমেই জানতে হবে ইন্টারনেটে কি কি বিষয়ের উপরে চাকরী বা কাজ করা যায়
  • সেই বিষয় গুলো সম্পর্কে কয়েকদিন ভাল করে ঘাটাঘাটি করুন
  • দেখুন এবং ভাবুন, কোন বিষয়টি আপনার জন্য ভাল হবে বা আপনার পরিস্থিতির সাথে যায়
  • ভেবে চিন্তে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করুন যেটা শিখে আপনি দক্ষ হবেন
  • সেটা সম্পর্কে রিসার্চ শুরু করুন এবং প্রাথমিক ধারনা নিন, এবং নিতে থাকুন
  • প্রয়োজন হলে বিভিন্ন টিউটোরিয়াল সংগ্রহ করে সেটার কাজ শিখুন, প্রয়োজনে ভাল কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কোর্স করে নিন
  • ২-৩ মাস নিজেকে শেখার চরম পর্যায়ে নিয়ে যান এবং ভাল করে কাজ শেখার পর প্রচুর হারে প্র্যাক্টিস করুন
  • নিজে নিজে ৪-৫ টা প্রোজেক্ট করুন বা কোন প্রতিষ্ঠানের ফ্রী কাজ করে দিন
  • এবার আপনি নিজেকে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার উপযোগী মনে করতে পারেন

হ্যা, হয়ত  অনেকেই অধীর আগ্রহে খুজছেন কোন কোন টপিক আপনাকে নির্দিষ্টভাবে শিখতে হবে।

 

ইন্টারনেটে সাধারণত যে সকল বিষয়ে কাজ পাওয়া যায়ঃ

  • SEO- Search Engine Optimizaiton
  • Digital Marketing- SEM, SMM
  • Web Design and Development
  • Graphics Design (Logo Design, Animation- 2D, 3D)
  • Application/Software Development
  • Customer Support / Call Center
  • Virtual Assistant
  • More, More and More Thousands of Categories…

 

ওপরে অনলাইনে করতে পারা যায় এমন কিছু কমন কাজের তালিকা তুলে ধরা হল। এগুলোর বাইরে অনেক রকমের কাজ পাওয়া যায়, তবে এগুলোই সবচাইতে কমন।

 

আপনার জন্য প্রথমে কোনটা শেখা উচিত?

অধিকাংশ ক্ষেত্রেই এই প্রশ্ন যখন আপনি কোন বড় ভাইকে করবেন, তখন তিনি আপনাকে ধরিয়ে দিবে ওয়েব ডিজাইন, বা গ্রাফিক্স ডিজাইন বা এই জাতীয় উনার পছন্দমত কিছু একটা।

 

কিন্তু বলুন তো, আপনি কাজ করবেন এবং আপনিই টাকা আয় করবেন, তাহলে এখানে আপনি কেন না জেনে বুঝেই আরেকজনের কথা শুনবেন?

 

আমার মতামত হচ্ছে,

প্রথমে আপনি বিভিন্ন কাজ গুলো সম্পর্কে জানুন, বুঝুন এবং ভেতরে ঢুকে বের করুন কোন কাজ গুলাতে ইনকাম বেশি এবং কোন কাজ গুলো আপনার সাথে যায়।

সাধারণত, যে কাজ গুলো শিখতে কঠিন সেগুলোর দাম অনেক বেশী এবং প্রতিযোগীতা কম, অপরদিকে যে কাজ গুলো শিখতে সোজা সেগুলো দাম তুলনামূলক কম এবং প্রতিযোগীতাও বেশী।

* যেমন ধরুন- অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টারনেটের সবচাইতে দামী কাজগুলোর একটি। এখন, এখানে টাকা বেশি আছে দেখেই আপনি হুট করে সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবেন, এমন কিন্তু মোটেও উচিত হবে না। কারন, টাকার পাশাপাশি আপনাকে দেখতে হবে এটি শিখতে আপনার কত সময় লাগবে এবং আপনার হাতে কত সময় আছে, এছাড়া এটি আপনার পরিস্থিতির সাথে যায় কিনা।

আপনাকে বুঝতে হবে, আপনার কোন কাজে ইন্তারেস্ট বা আগ্রহ আছে, আপনি কোনটা সহজ মনে করেন, আপনার কোনটা করতে ভাল লাগে। আপনার ভাল লাগার উপরে অন্য কারো চাপানো মতকে কোন সময় প্রাধান্য দিবেন না। সব সময় মনে রাখবেন, আপনি যদি আপনার কাজে আনন্দ না পান তাহলে আপনি কখনোই ওই কাজে বেশীদূর এগুতে পারবেন না। এই জন্য প্রত্যেকের উচিত, কাজ শেখার পূর্বে কমপক্ষে, ১৫-৩০দিন সময় নিয়ে বিভিন্ন বিষয়ের কাজ সম্পর্কে ঘাটাঘাটি করা, সেগুলো সম্পর্কে জানা, বোঝা এবং সবশেষে নিজেকে যেটার যোগ্য এবং যেটাতে আপনি নিজেকে আগ্রহী বোধ করেন সেটার দিকেই এগুনো। মনে রাখবেন, আপনি বড় ভাইদের কাছ থেকে শুধু সাজেশন নিবেন, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিজ বুদ্ধিতেই নিতে হবে। তাহলেই সফলতা সম্ভব।

 

Where to learn About Online Earning

আচ্ছা তাহলে বিভিন্ন বিষয়ের কাজ সম্পর্কে কোথায় জানব?

ইচ্ছা থাকলে উপায় হবেই। প্রয়োজন শুধু সময় নিয়ে খোজা। গুগল কে কাজে লাগিয়ে আমরা অনলাইনের বিভিন্ন কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারি। এছাড়াও, বাংলায় বিভিন্ন ব্লগ রয়েছে যেগুলোর বিভিন্ন পোস্ট পড়ে সহজেই আমরা কাজ সম্পর্কে আইডিয়া পেতে পারি।

যেমন- আপনি যদি ওয়েব ডিজাইন (Web Design) এর কাজ সম্পর্কে জানতে চান তাহলে কি করবেন? প্রথমেই গুগলে সার্চ করবেন- “What is Web Design” লিখে। সেখান থেকে এই সম্পর্কে কিছু তথ্য পড়ে নিবেন। এর পরে সার্চ দিতে পারেন- “How much time does it takes to learn web design for beginners” এই নিয়ে কিছু তথ্য পড়ুন। এর পরে আবার সার্চ করতে পারেন- “what I need to know to learn web design” বা “work opportunity for a web designer” এই ভাবে প্রতিটি বিষয় নিয়ে গুগলে সার্চ করুন এবং সেখানে প্রাপ্ত বিভিন্ন সাইট বা ব্লগ থেকে পড়ে জেনে নিন কোন কাজ কেমন হবে। এখানে শুধুমাত্র প্রাথমিক বিষয় গুলো জানলেই চলবে।

বিঃ দ্রঃ প্রচুর পরিমাণ ধৈর্য আর পড়াশুনার ইচ্ছা না থাকলে, আপনি এই লাইনে কিছুই করতে পারবেন না। 

 

আপনাকে এই বিষয়ে আরো হেল্প করতে পারে এই বাংলা সাইটগুলোঃ

আইটি বাড়ি ,  টেকটিউনস,  জেনেসিস ব্লগ  ইত্যাদি

ইন্টারনেট থেকে উপার্জনের সিদ্ধান্ত সারাজীবনের জন্য। তাই প্রয়োজন সঠিক সিদ্ধান্ত। কারন, শুরুতেই যদি ভূল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে বেশিদূর যেতে পারবেন না এবং হতাশায় ভুগতে হবে। আপনি যদি এর জন্য শুরুতে ১ মাস সময় নিয়ে ভাল মত রিসার্চ করে কি কাজ শিখবেন সেটার সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে কিছুই সম্ভব নয়।

আশা করছি, মোটামুটি সবাই এখন বিভিন্ন বিষয়ে কাজ গুলো সম্পর্কে খুব ভাল আইডিয়া নিতে পারবেন, এবং নিজের পছন্দ মত কোন বিষয় সিলেক্ট করতে পারবেন যেটাতে আপনি দক্ষ হবেন।

 

টিপসঃ একই সাথে অনেক গুলো বিষয় সিলেক্ট করবেন না, প্রথমে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করুন এবং সেটার উপর কাজ শিখে খুব ভাল করে দক্ষতা অর্জন করুন। পরে যদি মনে করেন আরও শিখবেন তখন ভিন্ন কোন টপিক শিখতে পারেন। এখানে অনেক সময় দেখবেন এক টপিক শিখতে গেলে আরেকটা শিখতে হতে পারে, এই ক্ষেত্রে আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, এবং দেখতে হবে আপনার হাতে সময় কেমন থাকে এবং আপনি এর জন্য কেমন সময় ব্যায় করলে কতদিন লাগতে পারে বিষয়টি কমপ্লিট করতে। এইভাবেই সম্পন্ন হবে আপনার প্রথম স্টেপ।

 

Do Some Research on Online Earning

এই পর্বের হোম ওয়ার্কঃ

যারা শুরু থেকে বিষয় গুলো পড়েছেন এবং বুঝতে পেরেছেন, তারা নেট ঘেটে সিদ্ধান্ত নিন কোন কাজ শিখবেন। ১৫-২০ দিন সময় নিয়ে প্রতিদিন ১-২ ঘণ্টা নেটের বিভিন্ন কাজের প্রতি রিসার্চ করুন। এইভাবে সিদ্ধান্ত নিন কি কাজ শিখবেন। সিদ্ধান্ত নেয়ার পরে আপনাকে জানতে হবে কোথা থেকে কাজ শিখবেন। কারন, যদি সঠিকভাবে কাজটি রপ্ত না করতে পারেন তাহলে সব কিছুই বৃথা। আর এটা হচ্ছে এই ৩ টি স্টেপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

আপনি যদি সত্যিই এই বিষয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলেই কেবল এই পর্বের পরের অংশ পাবেন। আগামী পর্বে থাকবে কোথা থেকে কাজ শিখবেন এবং নিজেকে কিভাবে এক্সপার্টদের কাতারে নিয়ে যাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা।

 

ফ্রীল্যান্সিং রিলেটেড বিভিন্ন বিষয়ে কাজ শিখতে পারেন আমাদের এই বাংলা ভিডিও টিউটোরিয়ালসমূহ ফলো করে

 

পরের পর্বে যা থাকছেঃ

এর পরের পর্বে আমরা আপনাদের সামনে নিয়ে আসব কাজ শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন যেটা আপনাকে কি কাজ শিখবেন এই সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। কিন্তু হ্যা, এর জন্য কিন্তু উপর থেকে অবশ্যই ইমেইল দিয়ে Subscribe এবং ইমেইল ভেরিফাই করতে হবে। আর অবশ্যই পরবর্তী পর্ব আসার আগে পর্যন্ত ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করতে থাকুন বিভিন্ন বিষয় সম্পর্কে।

আপডেটঃ   আগামী পর্ব দেখুন এখানে- ফ্রীল্যান্সিং এর কাজ শিখবেন যেভাবে।

ভাল থাকুন সবাই। আল্লাহ হাফিজ।

ফেসবুকে শেয়ার করুন-

4 Responses

  1. আসসালামু আলাইকুম ভাইয়া।কেমন আছেন ভাইয়া?আমার নাম নয়ন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।আমার জীবনের লক্ষ্য হল ইন্টারনেট ব্যবসা করা।ছোট বেলা থেকেই কম্পিটার নিয়ে প্রচন্ড আগ্রহ আমার।ভাইয়া আমি ইন্টারনেটে ব্যবসা করতে চাই।গত কয়েকমাস ধরে শুধু রিসার্চ করেই গেলাম।কিন্তু কোথায় থেকে, কিভাবে শুরু করব এখনো বুঝতে পারছি।অনেকের কাছে পরামর্শ চেয়েছি।সব জায়গায় ব্যর্থ।কেউ গুরত্ব দেয় নি,অনেকেই বলে কোন ভবিষ্যৎ নাই,অনেকেই বলে ভূত নামাতে মাথা থেকে। ভাইয়া আপনি যদি আমাকে একটা সুন্দর গাইডলাইন এবং কিভাবে কি করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব সেটা যদি দেখিয়ে দিতেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব।ধন্যবাদ দিব না।আপনার সহযোগীতা আমার কাম্য।ভাল থাকবেন ভাইয়া। অগ্রীম ঈদ মোবারক।

    1. ঈদ মোবারক। এই বিষয়ে আমাদের শীঘ্রই গাইডলাইন আসতে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে। চোখ রাখুন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »
Need Help?