ওয়েব ডিজাইন/গ্রাফিক্স ডিজাইন সেক্টর যেটাই হোক না কেন, দেখুন SEO যেভাবে আপনাকে সহজে কাজ এনে দিতে পারে

আমরা সবাই জানি, মার্কেটিং হচ্ছে যে কোন ব্যবসার প্রধান অংশ। আর এটাও জানি যে ফ্রীল্যান্সিং মানেই এক ধরণের স্বাধীন চাকরি। কিন্তু এটা কয়জন জানি যে অনলাইনে শুধু ফ্রীল্যান্সিং ই নয় এর পাশাপাশি একই নলেজ ব্যবহার করে ব্যবসাও করা সম্ভব??

কেমন হবে ভাবুন তো, যদি এই ফ্রীল্যান্সিং এর সাথে নিজের একটা ব্যবসা জুড়ে দেয়া যায়? যদি এখানে একটু টেকনিক্যালি মার্কেটিং করে নিজের একটি ব্র্যান্ড তৈরি করা যায়?

হ্যা সেটা সত্যিই সম্ভব, কিন্তু প্রশ্ন হচ্ছে- কিভাবে?

সত্যি বলতে এর একক কোন উত্তর নেই, কারন বাস্তব জীবনে যেমন ব্যবসা করার রয়েছে হাজার হাজার উপায় ঠিক একইভাবে অনলাইনেও ব্যবসার উপায়ের অভাব নেই। সঠিক ভাবে চিন্তা করলে প্রায়ই ব্যবসায় নতুন নতুন টেকনিক বের হয়ে আসে এবং সেই টেকনিক অবলম্বন করে অনেকেই মার্কেট থেকে আয় করে নেয় বেশ মোটা অঙ্কের টাকা। (হারাম নয়, বরং হালাল উপায়েই :))

তবে যাই হোক, এটা তো সবার স্বীকার করতেই হবে যে কোন ব্যবসার প্রসারের জন্য ওই প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিসের মার্কেটিং এর বিকল্প কিছু নেই।  যেহেতু ফ্রীল্যান্সিং বা অনলাইন আয়ের এই পুরো পেশাটাই অনলাইন ভিত্তিক অর্থাৎ ডিজিটাল, এজন্য ডিজিটাল মার্কেটিং হতে পারে এখানে নিজের ইনকাম লেভেল বাড়ানোর বেশ কার্যকরী উপায়।

মাথা খাটাতে হবে একটু ভাইজান…

এই ডিজিটাল মার্কেটিং এর কিন্তু রয়েছে অনেক শাখা প্রশাখা। তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা SEO হচ্ছে প্রধান দুটি সেক্টর।

এই পর্বে আলোচনা করা হয়েছে কিভাবে SEO শিখে আপনি আপনার ফ্রীল্যান্সিং ক্যারিয়ারের পাশাপাশি একই নলেজ কে ব্যবহার করে ব্যবসা করতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি সহজে বোঝার জন্য প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে SEO জিনিসটা মূলত কি?

SEO হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে কোন ওয়েবসাইটের অপটিমাইজেশন যেটার মাধ্যমে কোন প্রতিষ্ঠানের লিডস, সেলস বাড়ানো সম্ভব হয়।

যেমন ধরুন- আপনি যদি গুগলে Web Design Bangla Tutorial লিখে সার্চ করেন দেখবেন আমাদের ওয়েবসাইট (আইটি বাড়ি) চলে এসেছে।

web-design-bangla-tutorial

এখন কথা হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে চলে এসেছে? Google কি তাহলে আমাদের সাথে কোন চুক্তি করেছে?

নাহ, ঠিক যে কাজটি করার কারনে আমাদের ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে এসেছে সেটাই হচ্ছে SEO.

[toggle title=”⇊ এসইও সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন ⇊ ” state=”close”]

[/toggle]

এখন প্রশ্ন হচ্ছে এই SEO শিখে আমি কিভাবে আমার ফীল্যান্সিং ক্যারিয়ারকে বুস্ট করতে পারবো?

দেখুন, আপনার-আমার মত প্রতিদিন গুগলে কোটি কোটি মানুষ বিভিন্ন তথ্য, পণ্য বা সার্ভিস খুজে থাকে। এখন আপনি যেই বিষয়ে ফ্রীল্যান্সিং করেন, ধরে নিচ্ছি আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ করেন। এই গ্রাফিক্স ডিজাইন সার্ভিসের জন্যও কিন্তু প্রতিদিন অনেক ক্লাইন্ট গুগলে সার্চ করছে।

এবার আপনি যদি আপনার এই গ্রাফিক্স ডিজাইন সার্ভিস নিয়ে একটি ওয়েবসাইট করবেন এবং যদি সেটাকে SEO করে র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন তাহলে যে ক্লাইন্ট গুলো Google-এ গ্রাফিক্স ডিজাইন সার্ভিস খুজছে তারা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনার সার্ভিস অর্ডার করবে

এখানে মজার বিষয়টা লক্ষ্য করেছেন কি?

ফ্রীল্যান্সিং এ আপনি ক্লাইন্টের কাছে বিড করে করে কাজের জন্য যেতেন, কিন্তু SEO তে কি হচ্ছে? ক্লাইন্ট গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে আসছে এবং  আপনার থেকে সার্ভিস নিচ্ছে। তার মানে অনেকটাই টাকা আপনাকে খুজে নিচ্ছে এমন বিষয় 🙂

হ্যা, ঠিক এভাবেই তৈরি করে নিতে পারেন আপনার Brand Identity, এবং ভবিষ্যৎ প্রজন্মের মার্কেটিং অনেকটাই নির্ভর করবে ব্র্যান্ড ভেল্যুর উপরে

আচ্ছা একটি উদাহরণ দিন তো?

web design service

Pavan Kumarছবিটি দেখুন, ইনি হচ্ছেন Mr. Pavan Kumar, একজন ওয়েব ডিজাইনার। উনি ওয়েবডিজাইন সার্ভিস প্রোভাইড করেন। তো গুগলে কেউ “Website Design Service in Hyderabad” লিখে সার্চ করলে ওনার ওয়েবসাইট র‍্যাংক করছে। এখন ইন্ডিয়ার হায়দারাবাদের কোন ক্লাইন্ট যখনই ওয়েবসাইট ডিজাইন সার্ভিসের জন্য গুগলে সার্চ করবে তখন Pavan এর ওয়েবসাইট খুজে পাবে এবং সেখান থেকে কিন্তু অনেক বড় একটা চান্স আছে ওই ক্লাইন্টগুলো তার ওয়েবসাইটে ঢুকবে এবং সেখান থেকে তার সার্ভিস অর্ডার করবে

ঠিক এই সেইম কাজটা কিন্তু আপনিও ঘরে বসেই করতে পারেন!

আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেটাকে SEO করার মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন দেশ, জেলার জন্য গুগলের র‍্যাংক এ নিয়ে এসে প্রচুর পরিমাণ অর্ডার জেনারেট করতে পারেন ঘরে বসেই! এর জন্য করা লাগবে না কোন বিড এবং যেতে হবে না কোন মার্কেটপ্লেসে!

বরং এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ 😉 এবং অধিকাংশ ফ্রীল্যান্সাররাই কিছুদিন ফ্রীল্যান্সিং করে পরবর্তীতে এইভাবে নিজের ব্যবসা গড়ে তুলছেন বড় পরিমাণ টাকা আয় করার জন্য।

মাত্র ৩ টি ধাপে বুস্ট করতে পারেন নিজের ফ্রীল্যান্সিং ক্যারিয়ারঃ

১. প্রথমে ওয়েবসাইট তৈরি করতে হবে যেখানে আপনার সার্ভিস গুলোর তালিকা দেয়া থাকবে

২. সেটার SEO করে Google-এ র‍্যাংক করতে হবে

৩. এবার দেখবেন আপনাকে কাজ খুজতে হবে না, রবং গুগলে সার্চ করে ক্লাইন্ট-ই আপনাকে নক করবে আপনার থেকে সার্ভিস নেয়ার জন্য

এত সহজ হলে সবাই তো এটাই করতো?

আসলে একটি সত্যি কথা কি জানেন, ৯৯% লোক শুধু শুনেই যায়, ৫-১০ মিনিট কল্পনা করে যে সে কাজ করে এই করবে সেই করবে একদম উল্টিয়ে ফেলবে। দুই একদিন ট্রাই ও করে কিন্তু এরপর তাকে আর খুজে পাওয়া যায় না। সত্যিকার অর্থে কোন অ্যাকশন-ই নেয় না। এবং এটাই অন্যতম প্রধান কারন লাইফে ফেইল করার। এমনকি অনেক বড় একটি চান্স আছে আপনিও হয়ত আমার এই কথাটা শুনেই যাবেন কিন্তু কোন অ্যাকশন নিবেন না

যারা অ্যাকশন অর্থাৎ প্ল্যান মাফিক কাজ করার সাহস রাখে সফলতা কেবল তাদের কাছেই ধরা দেয়।

যাই হোক, আপনি যদি এখন কনফিউশনে থাকেন যে কিভাবে ওয়েবসাইট করবেন এবং কিভাবে সেটার SEO করবেন তাহলে আপনার জন্য সহজ সমাধান দিচ্ছে আইটি বাড়ি। ওয়েব ডিজাইন এবং এসইও দুটোই শেখার জন্য আমাদের রয়েছে বাংলা ভিডিও টিউটোরিয়াল।

যারা ইতিমধ্যেই ওয়েব ডিজাইন এর কাজ করছেন তারা চাইলে নিজের জ্ঞানকে আরেকটু ঝালাই করার জন্য এটি শিখতে পারেন এবং ওয়েব ডিজাইনে নিজের আর্নিং কে বুস্ট করার জন্য SEO টি সংগ্রহ করতে পারেন।

অপরদিকে, যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা ওয়েব ডিজাইন+ এসইও এই দুটো ই আপনার প্রতিদিনের পাশাপাশি একটু একটু করে শিখে গ্রাফিক্স ডিজাইন এর উপরেই সম্পূর্ণ নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠার কাজ এখনই শুরু করে দিতে পারেন

আর যারা একদমই নতুন, জাস্ট অনলাইনে ইনকাম শুরু করতে চাচ্ছেন তারা SEO দিয়েই শুরু করুন নিজের ক্যারিয়ার।

আবারো বলছি, পৃথিবীতে সফল হওয়ার আইডিয়ার অভাব নেই, স্বপ্ন দেখার লোকের ও অভাব নেই, তবে সত্যিকার  অভাব হচ্ছে সেই আইডিয়ার উপরে মন থেকে সাহস নিয়ে কাজ করার লোকের

সিদ্ধান্ত আপনার, দেশের আর বাকী ৫০ জন ফ্রীল্যান্সারের মত সেই মিডেল টাইপ আর্নিং ই করবেন? নাকি নিজের মেধার পেছনে ইনভেস্ট করে একই সেক্টর থেকে প্রতিষ্ঠা করবেন নিজের ব্র্যান্ড এবং ব্যবসা প্রতিষ্ঠান

তবে যারা চাচ্ছেন এবার সত্যিই নিজের ইনকাম কে অন্য লেভেলে নিয়ে যেতে বা নতুন করে শুরু করতে, তাদের জন্য….

SEO শেখার ভিডিও কোর্সে থাকছে স্পেশাল ছাড়! নিচে বিভিন্ন কোর্সের দাম দেখে অর্ডার করতে পারেন।

এ সুযোগ শেষ হওয়ার আগেই কিনে ফেলুনঃ [বেস্ট ইনভেস্টমেন্ট]

[wpforms id=”3881″ title=”false” description=”false”]

* তথ্য জানার প্রয়োজনে সরাসরি ডায়াল করুন- 09604400400(10AM-9PM) অথবা, ফেসবুক পেইজে মেসেজ করুন এখানে

এই কোর্সগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান?

বর্তমানে আইটি বাড়িতে থাকা সকল কোর্সের তালিকা দেখুন এখানে

এ বিষয়ে হেল্প প্রয়োজন?

নির্দ্বিধায় ফেসবুকে মেসেজ করুন এখানে

এই পোস্টটি কি আপনার পরিচিত কোন বন্ধু/বান্ধবীকে হেল্প করতে পারে অনলাইনে ইনকামের ব্যাপারে?

তাহলে নিচের ফেসবুক আইকনে ক্লিক করে শেয়ার করুন তার সাথে। শেয়ারিং ইজ কেয়ারিং 🙂 এক ক্লিকে শেয়ার করতে এখানে ক্লিক করুন

কমেন্টে জানান এরপরে কোন বিষয়ে জানতে চান? আপনাদের কমেন্ট গুলো থেকে তৈরি করা হবে কন্টেন্ট।

ফেসবুকে শেয়ার করুন-

21 Responses

  1. আপনারা খুব সুন্দর করে গুছিয়ে কথা গুলা বলছেন, সত্যি বলতে আপনাদের এই সুন্দর করে গুছিয়ে লেখা গুলা পড়ে যে কনো সাধারণ মানুষের মনের মধ্যে অনেক বড় একটা সাহস আসবে, তাদের ও ইচ্চা হবে SEO টা সিখার, আপনারা একটা কথা বলছিলেন, “পৃথিবীতে সফল হওয়ার আইডিয়ার অভাব নেই, স্বপ্ন দেখার লোকের ও অভাব নেই, তবে সত্যিকার অভাব হচ্ছে সেই আইডিয়ার উপর মন থেকে সাহস নিয়ে কাজ করার লোকের” এই কথা টা আপনারা একদম বাস্তব কথা বলছেন, আপনাদের এই সম্পূর্ণ লেখা টা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই বাবে সুন্দর করে গুছিয়ে আমাদেরকে সঠিখ গাইডলাইন দেওয়ার জন্য, আমি আমার বন্ধুদের সাথে আপনাদের এই সুন্দর গাইডলাইন টা শেয়ার করলাম, যেন তারা ও সঠিখ গাইডলাইন পায় এবং আপনাদের থেকে যেন SEO টা সিখে,

    1. আপনাকে স্বাগতম ভাইজান। এ সেক্টরে আপনার সফলতা কামনে করছি।

  2. আমি অনেক আগে থেকেই একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আগ্রহী ছিলাম। আপনাদের এই কোর্সের ডিভিডি দরকার।

    1. উপরের ফর্ম পূরণ করে অর্ডার করে দিন ভাইজান। ধন্যবাদ

    1. দেশের বাইরে থেকে কিনতে চাইলে এই লিঙ্ক থেকে কন্টাক্ট ফর্ম পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করুনঃ https://www.itbari.com/contact/

  3. কিছু SEO ডেমো ভিডিও দিলে অনেকেই অনুপ্রেরণা পাবে ক্রয় করার এবং যাচাই করে নেওয়ার, দয়া করে আপনাদের মতামত জানাবেন ।

  4. ভাইজান একজন মানুষ কঠোর পরিশ্রম করলে কতো দিনের মধ্য এই লাইনে সফলতা লাভ করতে পারবে?

    Cpa marketing

    Web ডিজাইন

    Seo

    এই ৩ টার মধ্য আপনি কোন টা সাজেক্স করবেন?

    সফলতার চুরায় উঠার জন্য?

    1. SEO এবং CPA শিখে বোনাস হিসেবে Web Design শিখতে পারেন, কারন CPA করেন আর যাই করেন না কেন SEO এবং ওয়েব ডিজাইন আপনাকে সর্বসেক্টরে হেল্প করবে। ধন্যবাদ

  5. প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর-সহজ ভাবে টিউটোরিয়াল গুলো তুলে ধরার জন্য। আমি অনেক দিন হলো খুঁজছি এমন একটা সাহায্য। অবশেষে তা পেলাম। আশা করছি আমার দৃঢ় ইচ্ছা আমাকে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সাহায্য করবে।
    আপনার সহজ-সাবলীল উপস্থাপনা/পরিবেশনা সত্যিই অবাক করার মতো। সত্যিই আমি মুগ্ধ। আবারও ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি আব্দুল কাদের ভাইয়াকে।

  6. vaiya ami akbarei notun…..agula somporke kichu e jantam nahh but khub interested… …apnar lekha gula amr khub valolage..ami apnader post gula pori but kokhono comment korini..ajkei korlam…ami apnader dvd kinte chacchi…..ami online theke income korte chai…nijer khoroch nijei chalate chai…..sudhu web desine & developing ata shikhle hobe nah?? naki SEO ta er sathei shikhte hobe….first a web ta shikhe pore SEO shikle hobe nah? plz amk suggessest koren konta better…? apnader dvd ki phone a dekha jabe naki computer sara hobe nah?

    1. SEO দিয়ে শুরু করুন এর পরে ওয়েব ডিজাইন শিখতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ

  7. ধন্যবাদ সুন্দর একটি টিউটোরিয়াল দেয়ার জন্য। সত্যিই আপনি জিনিয়াস।

  8. কাদির ভাই আপনার কাছে ছোট্র আকারে একটি প্রশ্নের উত্তর চাই৷

    আপনার আউটসোর্সেং এবং ডেমো ভিডিও সম্বন্ধে যা জানতে পারলাম তা হল~
    কেউ যদি SEO, web disign, web devolopment এই তিনটি কোর্স Completely কঠোর অনুশীলনের মাধ্যমে শেষ করতে পারে তাহলে অবশ্যই সে একজন professionally freelanching এ কাজ করে Income করা সম্ভব হবে ৷

    তবে একদিন youtube ভিডওতে দেখছিলাম~
    একজনে প্রশ্ন করল, ভাইজান youtube ভিডিও দেখে কি freelanching এ Income করা সম্ভব কিনা ?
    ঐ freelancer বলে যতই ভালো বিডিও দেখেন, তবুও আপনার একজন teaching দরকার পড়বে ৷

    ভাইজানের কাছে প্রশ্ন হল~
    আপনার এই DVD মাধ্যেমে কি আসলেই একজন professionally SEO, Devoloper হওয়া সম্ভব কিনা ????
    আপনার youtube Chanele ২০ টি ডেমো ভিডিও দেখছি অনেক ভাল লাগছে

    আমার ইচ্ছা টা এই রকম ছিল যে~
    SEO, web design, web devoloper বিষয়র উপর কয়েক মাস ধারাবাহিক ভিডিও
    দেখে, তারপর একটি উন্নত মানের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার ৷

    কিন্তু আপনে বলতেছেন একমাত্র DVD ভিডও দেখে কঠোর অনুশীনের মাধ্যমে একজন professionally freelancer হওয়া সম্ভব~
    আপনার উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম

    ইনশা আল্লাহ
    আমার কাছে ধৈর্য, কঠোর অনুশীলন উভয়টি বিদ্যমান৷

    1. হ্যালো ভাইজান,

      এই ভিডিও গুলো দিয়ে সত্যিই অনলাইনে কাজ শুরু করার মত লেভেলে যাওয়া সম্ভব। এইগুলা শেখার পরে যদি আরো শিখতে চান তখন কোচিং সেন্টার ভর্তি হতে পারেন। এটা আপনাকে একটা ক্লিয়ার পথ দেখাবে যা আপনাকে অনেক হেল্প করবে কাজ করার জন্য।

      কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  9. আমি বর্তমানে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি। বাট আমার ফিউচারে খুব ইচ্ছা এফিলিয়েট মার্কেটিং করব.. যা বুঝলাম তার জন্য হয়ত SEO শিখতে হবে.
    হার্ড ওয়ার্ক এর মাধ্যমে এই ৩ টা ক্ষেত্রে পা ফেলা যাবে মানে সাকসেস হওয়ার ব্যাপার টা? অর্থাৎ গ্রাফিক্স, এফিলিয়েট, আর SEO । অনেকে বলে যে মাত্র একটা দিকে ফোকাস করে লেগে থাকতে। এই ক্ষেত্রে আপনার মতামত টা কি?

    1. একসাথে ৩ টা বিষয় না সিলেক্ট করাই ভাল, আপনি ওয়েব ডিজাইন এবং এসইও শেখেন এরপরে অ্যাফিলিয়েট এর দিকে যান। দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। গ্রাফিক্স টা একটু আলাদা লাইন, এইগুলার সাথে গ্রাফিক্স নিয়ে এসে আসলে তেমন কোন লাভ হবে না। ওয়েব ডিজাইন + SEO জেনে অ্যাফিলিয়েটের দিকে গেলে ভাল করা সম্ভব ইনশাআল্লাহ্‌। ভাল থাকবেন। আরো কিছু জানার থাকলে জানাতে ভুলবেন না।

Leave a Reply

woocommerce bangla video course

সময়ের হট টপিক- “ই-কমার্স ওয়েবসাইট” তৈরির ভিডিও কোর্স- eCom Guru

বর্তমানে সময়ের ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রির হট টপিক হচ্ছে ই-কমার্স। অনলাইনে ব্যবসা করার জন্য অনেকেই এখন ই কমার্স পদ্ধতিকে বেছে নিয়েছে। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড়

Read More »

১০ মিনিটে Slider Revolution দিয়ে ওয়েবসাইটে Awesome Slider তৈরি করা শিখুন!

স্লাইডার যে কোন ওয়েবসাইটের জন্য এক অতি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমাদের ওয়েব গুরু কোর্সে আমরা দেখেছি কিভাবে Raw কোড এডিট করে স্লাইডার তৈরি করা যায়। কিন্তু

Read More »
wordpress-theme-customization-course

ইনশা-আল্লাহ্‌ এ বছরেই তৈরি হবে ৫০০ সফল ওয়েব ডিজাইনার, সুযোগ সীমিত!!!

আপনি কি এমন একটি সহজ, বৈধ এবং হালাল ইনকাম মাধ্যম খুজছেন যেটা থেকে মাত্র কয়েক মাসেই অনলাইন থেকে আয় শুরু করা যাবে? সত্যি বলতে অনলাইন

Read More »

আইটি বাড়ি থেকে যারা ডোমেইন হোস্টিং কিনেছেন তারা SSL সার্টিফিকেট অ্যাক্টিভ করবেন যেভাবে

আইটি বাড়ি ইদানিং ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়া চালু করেছে। ইতিমধ্যে অনেকেই আমাদের সার্ভিস ব্যবহার করছেন। সুখবর হচ্ছে আমাদের সকল হোস্টিং গ্রাহকদের জন্য আমরা SSL সার্টিফিকেট

Read More »
7-ways-to-earn-with-seo

SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন

SEO- Search Engine Optimization অনলাইনে সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন

Read More »
earn money from internet with seo and web design

ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!]

অনলাইনে আয় বলতেই আমরা অনেকে মনে করি গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিজাইন, অমুক তমুক আরো ব্লা ব্লা ব্লা হাবিজাবি অনেক কিছুই। হ্যা, সত্যি সত্যি-ই

Read More »