অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের কাছ থেকে যারা এসইও টিউটোরিয়াল সংগ্রহ করে এসইও শিখেছেন তাদের মধ্যে একটি প্রশ্ন দেখা যায়, যখন আপনি কোন সাইটের এসইও করবেন তখন কোথা থেকে কিভাবে এসইও এর কাজ গুলো শুরু করবেন? হ্যাঁ, যাদের মাঝে এই প্রশ্ন বিদ্যমান তাদের গাইডলাইন দিতেই আজকে ভিডিও টিউটোরিয়াল। এখানে আপনাদের বলা হবে প্রথম অবস্থায় আপনি একটি সাইটের এসইও কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হবেন।
কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিন টিউটোরিয়াল-
বিঃদ্রঃ এই ভিডিওতে শুধুমাত্র বলা হয়েছে আপনি কি কি কাজ কোনটার পর কোনটা করবেন। এখানে কোন কাজ করে দেখানো হয় নি। আপনি যদি এসইও এর কাজগুলো শিখতে চান তাহলে আমাদের এসইও টিউটোরিয়াল দেখতে পারেন। আমাদের এসইও বাংলা টিউটোরিয়াল দেখুন এখানে।
এছাড়াও পূর্ণাঙ্গ ওডেস্ক বাংলা টিউটোরিয়াল পেতে এখানে ক্লিক করুন।

আব্দুল কাদের (এডমিন)


Latest posts by আব্দুল কাদের (এডমিন) (see all)
- SEO শিখে অনালাইনে উপার্জনের ৭ টি উপায় [কাজ করুন বিড ছাড়া] -এবার বড় কিছুর চেষ্টা করুন - September 20, 2018
- ওয়েব ডিজাইন এবং SEO, এ দুটো জানা থাকলে ইন্টারনেট থেকে হাজার উপায়ে আয় করা সম্ভব [গুজব নয়, সত্যি!] - August 16, 2018
- আগামী ২০-৩০ বছরে চাকরী যেতে পারে ৬০-৮০% অসৃজনশীল পেশার চাকরিজীবীদের! বিশ্বাস হচ্ছে না? এটা পড়ুন - July 25, 2018
ধারাবাহিকভাবে কি কি করতে হবে,এই সম্পর্কে আমার ধারনা ছিল না । আপনার ভিডিও দেখে জানতে পারলাম কিভাবে করবো।
ধন্যবাদ ভাই ।
আমি আইটি বাড়ি টিউটোরিয়াল দেখে অনেক শিখলাম। আমি এখন upwork কাজ পেয়েছি। ধন্যবাদ আব্দুল কাদের ভাইকে।
অনেক শুভকামনা রইল।
onek upokrito haisee vai. thanks a lot to you good understanding