Home/ওয়েবসাইট ডিজাইন/সম্পূর্ণ ফ্রীতেই তৈরি করে নিন আপনার জীবনের প্রথম ওয়েবসাইট! ওয়েব ডিজাইনে আগ্রহীদের পথচলা শুরু হোক আজ থেকেই। ভিডিও চেইন টিউন [পর্ব-৭]
সম্পূর্ণ ফ্রীতেই তৈরি করে নিন আপনার জীবনের প্রথম ওয়েবসাইট! ওয়েব ডিজাইনে আগ্রহীদের পথচলা শুরু হোক আজ থেকেই। ভিডিও চেইন টিউন [পর্ব-৭]
সবাইকে স্বাগতম। ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরির গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এর আরও কিছু অপশন সম্পর্কে জানব। আজকে শিখব Appreance. এটি ওয়ার্ডপ্রেস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। অবশ্যই সবাই সতর্কতার সাথে দেখবেন।
খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ২০১২ থেকেই প্রোফেশনাল ভাবে ফ্রীল্যান্সিং করছি। কাজ করি ওয়েব ডেভেলপিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। ভালবাসি আইটি সংক্রান্ত নতুন কিছু শিখতে। ৬ বছর আগের আমি যেমন ছিলাম এখন যারা তেমন আছেন তাদের জন্য প্রতিষ্ঠা করেছি এই ওয়েবসাইটটি। এখানে আমরা স্বল্প খরচে প্রোফেশনাল লেভেলের ভিডিও কোর্স, বিভিন্ন টিপস, ট্রিক এবং সিক্রেট শেয়ার করে থাকি। ইনশাআল্লাহ আমাদের স্বপ্নের লাল সবুজের ডিজিটাল বাংলাদেশ হবেই হবে।
brother life a 1st website create koresi….but….wordpress theke r kaj korte parse na…ai site te apnar knowledge theke kora…thanks abdul kader brother….jodi aktu amar site a visit kore dekthen and sotthik dik nirdesona jodi diten tahole upokrito hotam….
brother life a 1st website create koresi….but….wordpress theke r kaj korte parse na…ai site te apnar knowledge theke kora…thanks abdul kader brother….jodi aktu amar site a visit kore dekthen and sotthik dik nirdesona jodi diten tahole upokrito hotam….
আপনাদের টিউটোরিয়াল দেখে অনেক কিছু শিখলাম।আমার মত নতুনদের জন্য it-bari tutorials সত্যিই অনেক গুরুত্বপূর্ন।কাদের ভাইকে অনেক অনেক ধন্যবাদ।